আমার তোলা মাধবীলতা ফুল আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু মাধবীলতা ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
মাধবীলতা ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
মাধবীলতা ফুল আমাদের সকলের বেশ পরিচিত। এই ফুল গুলোকে অনেকে কামি ফুল বলে থাকে। আমাদের দেশে সর্বত্র মাধবীলতা ফুল দেখতে পাওয়া যায়। ফুলের নান্দনিক সৌন্দর্য অসাধারণ । সাদা, গোলাপি এবং হালকা গোলাপি রঙ্গের মাধবীলতা ফুল দেখতে পাওয়া যায়। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ফুল গুলো যখন একসাথে অনেক গুলো ফুটে তখন দেখতে খুবই ভালো লাগে। মাধুবিলতা বৃক্ষারোহী লতা ঝোপঝাড় বিশিষ্ট হয়ে থাকে। বাগানের শোভা বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। মাধবী লতা ফুল সারা বছর ধরে দেখতে পাওয়া যায়। তবে শরৎ এবং বর্ষাকালে বেশি ফুটে থাকে। মাধবীলতার বহু ভেষজ গুণ রয়েছ।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://twitter.com/MdAgim17/status/1701069299421782436?t=LJrqAJpekS0ZSG4cVjJpBA&s=19
মাঝে মাঝে এত সুন্দর ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। আজ আপনি খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। এক কথায় জাস্ট অসাধারণ।
Thanks a lot brather
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ওয়াও অসাধারণ ফটোগ্রাফি। মাধুবীলতা ফুলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি, আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখতে একান্ত অনেক ভালো লাগতেছে। আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল৷
Thank you so much for viewing the post and commenting
আপনার ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। দেখে খুবই ভালো লাগলো।