রঙ্গিন কাগজ দিয়ে ডিজাইন তৈরি // 💖 প্রিয়, বিউটি অফ ক্রিয়েটিভিটি 💞||
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।
আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে ডিজাইন তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টার দেখবেন।
আসুন শুরু করি
রঙ্গিন কাগজ দিয়ে ডিজাইন
উপকরণ সমূহ :-
১ - রঙ্গিন কাগজ
২ - কাঁচি
৩- পেন্সিল
৪ - স্কেল ইত্যাদি।
চিত্র আঁকার বিবরণ :-
আমি কিভাবে তৈরি করেছি তার বিবরণ:-
↘️ধাপ :- ১↙️
- আমি প্রথমে একটি রঙিন কাগজ নিলাম। তারপর স্কেল দিয়ে মেপে দৈর্ঘ্য ও প্রস্থ ১৫ সেন্টিমিটার করে কাঁচি দিয়ে কেটে নিলাম।
- তারপর কাগজের মাঝখানে একটি ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পর কাগজের দুই পাশে আরো দুটি ভাঁজ করে নিলাম।
↘️ধাপ :- ২↙️
আমি প্রথমে পেন্সিল দিয়ে কাগজের উপর ডিজাইন করে নিলাম।
তার পরবর্তীতে ডিজাইন অনুযায়ী আস্তে আস্তে কাঁচি দিয়ে কাগজ কেটে নিচ্ছি।
↘️ধাপ :- ৩↙️
আমি ধীরে ধীরে কাঁচি দিয়ে কাগজ কেটে ডিজাইন তৈরি করতে লাগলাম।
↘️ধাপ :- ৪↙️
- আমার কাগজ কাটা সম্পন্ন হয়েছে।
↘️ধাপ :- ৫↙️
- আমি কাগজের প্রথম পর্যায়ের ভাঁজ খুলছি।
↘️সর্বশেষ ধাপ↙️ :-
- কাগজের সম্পূর্ণ ভাঁজ খোলা শেষ হয়েছে। এখন আমার কাগজের পুরো ডিজাইনটি আপনাদের মাঝে দৃশ্যমান হলো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | ডাই |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে। আপনাদের মাঝে উপস্থাপন করব, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।















your work is very cool, thank you for sharing with us all.
Thank you so much for such a beautiful compliment
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ডিজাইন তৈরি করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ডিজাইনটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank you very much, brother.
ওয়াও খুবই সুন্দর ডিজাইন তৈরি করেছেন। শুভকামনা রইল
Thank you so much for such a beautiful compliment