Diarygame of June 2021 by @sweet71 with friend
প্রিয় স্টিমিটের বন্ধুরা কেমন আছেন? আমি ভালো আছি। Steemit Nursery তে এটি আমার প্রথম পোস্ট।
আজকে আমি আমার বন্ধু আরিফের সাথে কাটানো একটি দিনের বর্ণনা করব। ভুল হলে ক্ষমা করবেন।
সকালে ঘুম থেকে উঠে মাঠে যেতেই বন্ধুর সাথে দেখা। হঠাথ প্লান হলো ঘুরতে যাবো। যেমন ভাবা তেমন কাজ। হাটা শুরু করলাম ঢাকা-জামালপুর রোড ধরে। পথে অনেকের সাথেই দেখাউ হয়েছে, কথা হয়েছে, আড্ডা হয়েছে। কিন্তু কিছুক্ষন হাটার পরেই ক্লান্ত হয়ে গেলাম। তাই বিস্রাম নিতে এক মাঠের পাশেই বসলাম। এক ঝালমুড়ি ওয়ালা মামা আসলো। দেখেই জিভে জল। ১০ টাকার ঝালমুড়ি আর পানি দিয়ে পেট শান্ত করলাম।
ঝালমুড়ির স্বাদ ছিলো দারুন। এতো স্বাদের ঝালমুড়ি খুব কম খেয়েছি। হাল্কা লেবুর রশ মিক্স করাতে স্বাদ বেরে গিয়েছিলো দিগুন।
তারপর আবার হাটা শুরু মেইন রোড ধরে। শত শত গারি যাচ্ছে। ধুলাজুক্ত বাতাশ গায়ে লাগছে। তাউ ভালো লাগছে। এই প্রখর রোদে তাউ তো প্রাকৃতিক বাতাশ তা পাইতেসি।
আরিফ আমাকে শুন্দর আক্টা ছইবি ও তুলে দিয়েছিলো। আরিফ অনেক ভালো ছবি তোলে। ছবিটা আমার অনেক পছন্দের। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আর আমি তুলেছিলাম আকাশের ছবি। আমি আকাশ ভালোবাশি। খোলা আকাশের নিচে হাটতে আমার খুব ভালো লাগে।
হেটে হেটে আর কতো গোরা যায়? পায়ের তো কুলাইতে হবে। এদিকে ঝালমুড়ি কখন হজম হয়ে গেসে টের ই পাই নাই। তাই বাসার দিকে হাটা শুরু করলাম। কিছুক্ষন আসার পর পরিছিত এক ভ্যান ওয়ালা মামাকে পেলাম। তার ভ্যান এ করেই বাড়ি আসি।
দিনটা অনেক ভালো কেটেছিলো। স্মৃতি হয়ে থাকবে সবসময়। আরো অনেকছু হয়তো মিস হয়ে গেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
আমার Achievement 1পোস্টটি নিচে সংযুক্ত করে দিলাম।
Hey @sweet71, You have made a great post. Keep steeming bro.