ইতোমধ্যে ফরাসি প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছে, ‘তার বক্তব্য নাকি মুসলমানরা ভুল ব ...

in APPICS3 years ago

... ুঝেছে।’

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সে এ কথাও বলেছে যে,
‘ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি প্রকল্প বা উদ্যোগ ছিল না। এটি একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ।’

গত সপ্তাহে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীজির (সা) ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে যদিও গোটা মুসলিম জাহান প্রতিবাদে ফেটে পড়েছে; তবে বাংলাদেশের জনগণের তীব্র স্বতস্ফূর্ত প্রতিবাদ সারা বিশ্বের নজর কেড়েছে।

পৃথিবীর অপরাপর মুসলিম দেশের নাগরিকরা পর্যন্ত আমাদের মিছিল, বিক্ষোভ ও গণজোয়ার দেখে উদ্বুদ্ধ হচ্ছে। এমনকি খোদ আরবরাও বাংলাদেশী মুসলমানদের ঈমানী চেতনা দেখে বিমোহিত হচ্ছে এবং নিজেদের ঈমানী চেতনাকে শানিত করছে।

অতএব ..
• আমাদের আন্দোলনের গতি আরো তীব্র করতে হবে।
• ফরাসি পণ্য বয়কটের ডাক চালিয়ে যেতে হবে।
• হ্যাশ-ট্যাগের মাধ্যমে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ারের মাধ্যমে যেভাবে অনলাইনে প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
• সবধরনের বিতর্ক ও মতভেদ ধামাচাপা দিয়ে মাঠে-ময়দানের সকল কার্যক্রমে যুক্ত হতে হবে।
• আপনার আশপাশে যখনই কেউ ডাক দেবে, চলে আসুন।
মিছিলের ডাক কে দিয়েছে, তা ভুলে যান।
• কোন নেতার মনে কী মতলব আছে, তার খোঁজ নেওয়া বন্ধ করুন। আপনি শুধু সৎ নিয়তে অংশগ্রহণ করুন।

শুধু ফ্রান্স সরকারই নয়; অন্য সকল রাষ্ট্রকেও নবী (সা) অবমাননার ক্রুসেডীয় মনোবৃত্তি পরিহার করতে হবে। নিঃসন্দেহে চূড়ান্ত বিজয় আল্লাহর পক্ষ থেকে আমাদের।

#WeLoveMohammadﷺ❤️
#WeFollowMohammadﷺ❤️
#BoycottFrenceProducts
#WeAreUmmahOfMohammad
#WeHateFrancegovernment
#BoycottFrenchProducts
#boycotfrance
#LoveProphetMuhammad
#MyProphetMyhonour

d5d43a7f5d07741bcc5b4af07f0e3d40

Powered by APPICS - visit us at appics.com

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63094.38
ETH 3148.11
USDT 1.00
SBD 3.88