আপনার ব্যালেন্স এর বিস্তারিত: আপনার ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক ...

in APPICS5 years ago

... করুন তারপর যেখানে ডলার শো করে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পর নিচের মত দেখা যাবে|
ব্যালেন্স সাধারণত দুই ভাবে থাকে একটি হল পাওয়ার, অন্যটি হল লিকুইড|
একটা কথা যেটা নতুনদেরকে সচরাচর বলা হয়না সেটা হল আপনার ব্যালেন্সে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন না। ব্যালেন্সে যেটা রয়েছে সেটা লক অবস্থায় আছে সেটা আনলক করতে 13 সপ্তাহ টাইম লাগে। এমন নয় যে আনলক করার 13 সপ্তাহ পর ব্যালেন্স পাবেন, আপনি প্রতি সপ্তাহে মোট ব্যালেন্সের 13 ভাগের এক ভাগ করে পাবেন এবং সেটি 13 সপ্তাহে ফুল হবে। মানে ধরেন আপনার ব্যালেন্সের তেরশো কয়েন আছে তো আপনি ওই ব্যালেন্স আনলক করলে প্রতি সপ্তাহে 100 ,100 করে তের সপ্তাহে তেরোশো লিকুইড কয়েন পাবেন যেটা আপনি আমাকে বা অন্য কাউকে সেন্ড করতে পারবেন , উইথড্র করতে পারবেন

অবশ্য ব্যালেন্স লক করে দেয়ার কারণও রয়েছে কেননা সবাই চাইবে তার ব্যালেন্স এর যা আছে সব ইনস্ট্যান্ট সেল দেওয়ার জন্য। আর এটা যদি সবাই করে তাহলে কয়েনের ভ্যালু অনেক কমে যাবে । অনেকটা মাছের বাজারে যেমন মাছের দোকান বেশি থাকলে মাছের দাম কমে যায় আবার মাছের দোকান সংখ্যা কম থাকলে মাছের দাম বেড়ে যায়।
মার্কেটে সব সময় ভুয়া নিউজ, সঠিক নিউজ পাবলিশ হয় সেগুলোর সাথে তাল মিলিয়ে হুট করে যেন কয়েনের প্রাইস এর ওপর উপর প্রভাব ফেলতে পারে তার জন্য ব্যালেন্স লক করে রাখা হয়।
তাছাড়া হ্যাকিংয়ের একটি বিষয় থাকে যেটি আপনার একাউন্ট হ্যাক হলে যেন হ্যাকার সব ব্যালেন্স এক মিনিটের ট্রানস্ফার করতে না পারে। একাউন্ট রিকভার করতে এক মাসের মতো টাইম লাগে আর আপনার ব্যালেন্স লিকুইড করতে 13 সপ্তাহ টাইম লাগে। তাই হ্যাকার আপনার 2,1 সপ্তাহর ব্যালেন্স ট্রান্সফার করতে পারলেও সব নিতে পারবে না।
নতুনদের বিষয়টা বলা হয় না কারণ হলো অনেকেই সপ্তাহের কথা শুনে হতাশ হয়ে আর আগায় না। কিন্তু যখন তারা ভালো একটি পজিশনে যায় তখন আর সমস্যা হয় না যেমন আমার কথাই ধরেন না কেন আমি এখন প্রতি সপ্তাহে সাড়ে 500 এর মত ব্যালেন্স লিকুইড কয়েন ব্যালেন্সে পাচ্ছি এবং সেটা মার্কেটে সেল করতে পারতেছি।

এখন টাকা তুলবেন কিভাবে?
বাংলাদেশে সরাসরি ব্যাংকের মাধ্যমে এ টাকা তোলার কোন সিস্টেম এখনো আসেনি ভবিষ্যতে আসবে কিনা তাও জানিনা। তবে দেশের বিকাশ ,রকেট এগুলোর মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন।

বিকাশ রকেট এ টাকা আসবে কিভাবে?
আমাদের দেশে অনেকেই Crypto ওয়ার্ল্ড এর সাথে জড়িত। তারা আপনার ওই ব্যালেন্স নিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দেবে।তবে এখানে ট্রাস্টের অনেকটা ব্যাপার-স্যাপার থাকে সেটা হল আপনার কয়েন নিয়ে যদি সে টাকা না দেয় তাহলে কিছু করার নেই। সে ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। বিশ্বস্ত লোককে খুঁজে বের করতে হবে। আমার এমন‌ হয়েছে অনেক মাসে 60-70 হাজার টাকার মতো লেনদেন করতে হয়েছে। বিশ্বস্ত লোক পেয়েছি বলেই এটা সম্ভব হয়েছে। তবে আপাতত আপনাক কাউকে খুঁজতে হবে না বাংলাদেশের অ্যাম্বাসেডর তৌশিক অথবা আমাকে বললে ব্যালেন্স নিয়ে আপনাদের বিকাশ করে দেব ,যদি বিশ্বাস করেন আর কি😂। তবে প্রাইস টা কিন্তু সবসময় ডায়নামিক যখন যে প্রাইস থাকবে সেই প্রাইস দেওয়া হবে।
যাইহোক বিশ্বাস না করলে সমস্যা নেই আপনি আপনার ইচ্ছা মত নিজেই সেল করতে পারবেন তবে তার জন্য আপনি পুরোপুরি পোস্টটি পড়ত থাকুন|
########
পুরো পোষ্ট এখানে দেয়া যাচ্ছে না।আমি Facebook এ পুরো পোষ্ট Publish করেছি সেখানে পড়তে পারবেন ।Facebook Group এ না থাকলে Telegramএ লিংক দিয়ে দিবোনে।আর আপনি পোষ্টটি পড়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন ।

84783ee9175fce6dc05ec29d3bda9fde

Powered by APPICS - visit us at appics.com

Sort:  

ভালো বুঝিয়েছেন। ধন্যবাদ।

Apnko Dhonnobad Comments korar jonno😌

ধন্যবাদ ভাই

Welcome 🙌🤝

you are welcome

Awesome....good Work dude

You are doing great. Nice one

ধন্যবাদ বিস্তারিত বলার জন্য।অনেকে এই বিষয়টি সম্পর্কে জানে না,ধন্যবাদ

thanks 😊

Welcome 😌

I will consider it as thanks😌☺️

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95554.61
ETH 3368.38
USDT 1.00
SBD 3.14