“মা-মেয়ের আত্মকাহিনী” "Mother-Daughter autobiography" এত্ত মজার খাবারটা মাতো একটুও ...

in APPICS4 years ago

... খেলোনা, মনেহয় মার এটা পছন্দ না! মাতো বড় মানুষ, মায়ের আবার অসুখ হয়নাকি! – হ্যা, ছোট বেলায় এমন আরো কতকিই ভাবতাম মাকে নিয়ে।
প্রিয় মানুষের তালিকায় মায়ের নামতো কখনি ছিলনা, মা যে শাসন করে। কথায় কথায় বকা, সারাক্ষণ নজরদারি, কথায় যাও, কেন যাও, একা কথাও যাওয়া যাবেনা... ওফফ, একটুও স্বাধীনতা নাই। ২৪ ঘন্টাই আমার পিছে লেগে আছে। বাবা কত্ত ভাল। সারাদিনে এক/আধ ঘন্টা যাই সময় পাকনা কেন, আমাকে আদর করে, সব আবদার হাসি মুখে মেনে নেয়।
কিন্তু বিয়ের পর থেকে কেন যেন শুধু মায়ের কথাই মনে পরে। একটু জ্বর হলে, শরীর কেমন করলে মায়ের কোলে মাথা রাখার জন্য মনটা এত কেন হাহাকার করে! আম্মুর রান্না করা খাবারগুলো যে এত মজা তাতো আগে কখনো বুঝিনি।
আর এখন আমিও মেয়ের মা। নিজে না খেয়ে মেয়েকে খাওয়ানোতে যে কত আনন্দ তা এত দিন পর বুঝি। ২৪ ঘন্টা মেয়ের পিছে লেগে থাকি। ভবিষ্যতে আমার ছোট্ট মেয়েটাকে পৃথিবীর সব ভয়ঙ্কর বিপদ আপদ থেকে কিভাবে আগলে রাখবো সেই চিন্তায় এখনি বুক ধরফর করে। আম্মুরতো এখন ডবল টেনশন, আমার সাথে যে এখন আমার মেয়েও জোগ হয়েছে...
ভাল থাকুক পৃথিবীর সব মায়েরা...
Mom doesn't eat such tasty food; I think she doesn’t like it! Mom is too aged to be sick. – Yeah, All that was my early aged thinking about Mommy.
Mom was never on the list of my favorite people coz she rules me, monitors my every activity, raises questions against my steps, doesn’t allow me to go anywhere alone ... Oops, there was no freedom. 24 hours she observed me. Dad is so good. Whatever time (one/half hour) he spends with me throughout the day, he caresses me and accepts all the whims and fancies.
But after marriage, why I missed my mom? If there was a little fever or body pain I wish I could keep my head on mother's lap! I have never understood that the food cooked by my mother is so much tasty.
And now I am also a mother of a little girl. After so many days, I realized how much pleasure it is to feed my daughter rather eating it myself. I stay behind my daughter for 24 hours. I am badly worried about my little girl that how it is possible to protect her from all the terrible dangers of the world in the future. Now Mom has tensed twice, me along with my daughter...
Good luck to all the mothers in the world ...

df7ff13e170fd451040ed661f5ced076

Powered by APPICS - visit us at appics.com

Sort:  

আসলেই মা'র চেয়ে আপন কেউ হয় না, অনেক ভালো লিখেছেন!! শুভ কামনা🍀

ধন্যবাদ 🙂

অসাধারণ লেখা আপু। মায়ের লুকোনো ভালবাসা গুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। 🤗

ধন্যবাদ ভাইয়া 😊

O Allah. Tired hoye gesi 😋😍

It’s the gist… বুঝতে হবে; এটা আত্মকাহিনী। পুরোটা লেখা হলে বই ছাপিয়ে ফেলব…😜😃

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68804.96
ETH 2441.52
USDT 1.00
SBD 2.33