THE DIARY GAME : (04/08/2020) আজকের দিনলিপি

in Bangladeshi Steemian4 years ago

আস্সালামুআলাইকুম কমিউনিটির সবাই
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গত দিনের মত আজকেও হাজির হয়েছি আমার দিনলিপি নিয়ে। আজকে ভোর ৪টায় ঘুমটা ভেঙে যায়। আরো না ঘুমায় চিন্তা করলাম এখনি ফজরের আাযান হবে নামাজ আদায় করে নেই। যেই ভাবা সেই কাজ আযান হলো নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে আবার একটু ঘুমঘুম ভাব দেখে আরেকটু ঘুমিয়ে নেই। তারপর একবারে সকাল ৭টার দিকে ঘুম ভাঙল।

IMG_20200803_110348.jpg

ঘর থেকে বেরিয়ে গরুর গুলোর কাছে গেলাম এবং গরুগুলোকে খাবার খড় দিয়ে গোয়াল থেকে বেরিয়ে পরিষ্কার হই। তার কিছুক্ষন পরে খাওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে বসে আছি।মেজভাইটা বলল বাইকটা দাও রেলওয়ে টিকেট কাটার জন্য স্টেশনে যাবো আমি নিয়ে যেতে বললাম। যদিও সরাসরি টিকেট হয় না রেলওয়ের অনলাইনে ছাড়া।বলল ভাইটা রেলওয়ে টিকেট না পেলে বাসের টিকেট কাটবো । বাবা দোকানে গেলে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পর বসে বসে মোবাইলে খবর দেখা শুরু করলাম। একটা নিউজ পড়ে ছিলো করোনা ভাইরাস সংক্রমণের কারনে ৫ কোটি শিক্ষার্থীর ক্ষতি পড়াশোনার । তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি ১৩ লাখ এইচএসসি পরীক্ষার্থীর। কেননা এতোদিনে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে ফলাফল হতো তাদেরই বিভিন্ন কলেজ বা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা শেষে ফলাফল বের হতো আর এইচএসসি লেবেল টাই হলো উচ্চশিক্ষার সিড়ি।

তারপর দুপুর ১২.৩০ টার দিকে আবার গরুগুলোকে খাবার দাবার দিয়ে গোসলখানায় গোসল করে নামাজ পড়ে নিলাম। একটু বিশ্রাম নিয়ে দুপুরের খাবার দাবার শেষকরে আবার নেটে নিউজ দেখা শুরু করি কেননা আমার নিউজ দেখলে ভালো লাগে না। কোভিড আপডেট নিউজ দেখলাম গত ২৪ ঘন্টায় ৫০ জন মারা গেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পৃথিবীর মানুষ মুক্তি পাবে কবে আল্লাহতাআলা ভালো জানেন। খবর দেখতে দেখতে বাবা বাড়ির বাইরে থেকে ডাকে বললো আকাশে মেঘ বৃষ্টি আসতে পারে। দৌড়ে বাইরে গিয়ে বাড়ির অনেক আসবাবপএ ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সবইঠিক জায়গায় রাখাহলো।

IMG_20200804_071956.jpg

এরপরে বিকেলের খাবার দিলাম গরুগুলোকে। বাবা বলল তাড়াতাড়ি দোকানে যাও গেলাম দোকানে বসে আছি। এমন সময় এক ভাই আমাকে বললেন এখনও মাস্ক পরেন। শুনে একটু অবাকই হলাম যে আজকের খবরেই দেখলাম ৫০জন মারা গেছে গত ২৪ ঘন্টায় । আর উনি আমাকে বলছেন যে মাস্ক পরে আছেন। ওনার কথা শুনে মনেমনে একটু হাসলাম। কারণ আমি জানি প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বলেগেছেন অনেক আগেই যে আমরা জাত বা জাতী হিসাবে শৌখিন নই। আসরের নামাজ পড়ে আবার দোকানেে বসে ফেসবুক টুইটার লিংকডইন ও ইনস্টাগ্রামে একাউন্ট গুলো চেক করলাম। তারপর একটি নিউজ দেখা শুরু করলাম সেটা কয়েনমার্কেটক্যাপে ও কয়িনটেলিগ্রাপে বিভিন্ন ডিজিটাল মানি বা কয়েন এর দামবাড়া শুরু হয়েছে। কারন আমার কিছু বিটকয়েন আছে তাই মাঝেমাঝে দেখতে হয়।
তারপর মাগরিব আজান হলো জামাতে নামাজ আদায় শেষে বাজারে আসলাম। এক ভাই বললো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে সালিশ আছে বসতে হবে।

IMG_20200803_230649.jpg

কথামতো পরিষদের অধিবেশনে যোগদিলাম এবং এশারের আজান হলে পরিষদ থেকে বেরিয়ে দোকানে এলাম তারপর দোকান বন্ধ করে বাড়ি আসলাম বাড়ি এসে গরুগুলোকে খাবারদাবার খড় দিয়ে বের হয়ে ওজু করে সালাদ আদায় করে রাতের খাবার খেয়ে মোবাইলটা নিয়ে বসে ডায়রি লেখা শুরু করলাম। শুভরাত্রি---

IMG_২০২০০৮০৪_১৬৩৭২৮.jpg

Sort:  

আজকের পোস্টটি সুন্দর হয়েছে৷ অনেক কিছু লেখার চেষ্টা করেছেন৷ এভাবে প্রতিদিন কাজ করার চেষ্টা করবেন৷ তাহলে শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন৷

Keep it up Brother. We wish to see a lot more diary from you.

Keep it up Brother.
We wish to see a lot more
Diary from you.

                 - tarpan


I'm a bot. I detect haiku.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64349.20
ETH 2673.53
USDT 1.00
SBD 2.83