THE DIARY GAME: date 07/08/2020 আমার আজকের দিনলিপি
আসসালমুয়ালাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আজ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম। নামাজের পর আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিলো। সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছিল। হাটতে হাটতে বাহিরে গেলাম, রাস্তায় উঠতে না উঠতেই বৃষ্টির আগমন ঘটলো। প্রথমে বৃষ্টি একটু কম ই ছিলো কিন্তু কিছুক্ষন পর বৃষ্টি আরো জোরালো ভাবে নামতে শুরু করলো।
দৌড়িয়ে কোনরকম বাড়িতে পৌঁছলাম।
বাড়িতে এসে সকালের নাস্তা করলাম। আজকের সকালের নাস্তায় ছিলো
রুটি
কলা
ডিমের পরোটা
সকালের নাস্তা শেষ করে একটু শুয়ে পরলাম। শুয়ে শুয়ে ফেসবুক লগইন করলাম। নোটিফিকশন চেক করে মেসেজ রিপ্লে করে ইউটিউবে গেলাম। ইউটিউবে গিয়ে আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত (একাই ১০০) নাটকটি দেখলম। সত্যি আরফান নিশো ভাইয়ের নাটক গুলা খুব ভালই লাগে। প্রায় ১১ টা পর্যন্ত ইউটিউব এ সময় পার করলাম।
তার পর একটু বাহিরে যাবো ভাবছিলাম, কিন্তু আকাশে আবার কাল মেঘ। বৃষ্টি আবার হবেই মনে হচ্ছিলো। হুমম সত্যি একটু পর থেকেই আবার বৃষ্টি শুরু হলো। ১৫ মিনিটের মতো বৃষ্টি হলো তার পর বৃষ্টি শেষ হলো। বৃষ্টির পর শীতল পরিবেশ ভালই লাগছিলো, তাই একটু বাহিরে বের হলাম। বাহিরে বের হয়ে যে দৃশ্য দেখলাম সত্যিই কল্পনীয়। বৃষ্টির পরে পূর্বাকাশে রংধনু দেখে সত্যিই খুব ভালো লাগলো।
আজ শুক্র বার তাই বাহিরে বেশিক্ষণ অবস্থান না করে বাড়িতে এসে ১২ টার দিকে গোসল করলাম। গোসল করে জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। জুম্মার নামাজ আদায় করে বাড়িতে এসে দুপুরের খাবার খেলাম।আজকে দুপুরের খাবারের তালিকায় ছিলো,
ভাত
সবজি
ছোট মাছ
ডাউল
দুপুরের খাবার শেষ করে একটু ঘুম দিলাম। এক ঘন্টা পর ঘুম থেকে উঠে নেট অন করে একটু ফেসবুক নিউজ ফিড দেখলাম। ৪ টার দিকে রাজিব (বন্ধু) ফোন করলো, রাজিব বললো স্কুল মাঠে যেতে। রাজিবের সাথে অনেকদিন হলো দেখা হয় না, তাই রাজিবের সাথে দেখা করার জন্য স্কুল মাঠের দিকে গেলাম। স্কুল মাঠে রাজিবের থেকে আমি ই আগে পৌঁছলাম। একটু পর রাজিব আসলো নাজমুল কে সাথে নিয়ে। তিন জন মিলে ভালই আড্ডা দিলাম।
স্কুল মাঠে থাকতেই আসরের আজান দিলো, তাই স্কুল মাঠেই আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম। তার পর একটু টঙ্গের দিকে গিয়ে বসলাম।সেখানে বসে কিছু সময় ভাই ব্রাদারের সঙ্গে আড্ডা দিলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম, আড্ডা দিয়ে একটু ব্রিজের দিকে গেলাম। ব্রিজে গিয়ে মামার দোকান থেকে একটা (নাটি বিস্কুট) কিনলাম। সাথে একটা সেভেন আপ 😍
তার পর মাগরিবের নামাজের আগে বাড়িতে আসলাম, এসে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে একটু বাজারে গেলাম বাজারে গিয়ে এক কাপ চা খেলাম। তার পর বাড়িতে এসে এসার নামাজ আদায় করলাম।
এখন একটু রেস্ট করবো, তার পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো।
ধন্যবাদ @bd-steemian কে আমার দিনলিপি উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ @steemplatfrom এর সকল সদস্যদের।
সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন
Thank you so much for joining the diary game.
I hope @steemcurator01 will vote your post soon.
HI @solaiman12 ছোট ভাই তুমি অনেক সুন্দর করে পোস্ট লেখো। সব সময় পোস্ট করতে থাকো সামনে ভালো কিছু আছে। থ্যাংক ইউ
Thank you for taking part in The Diary Game on Steem.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team