THE DIARY GAME:09/08/2020 আজকের দিন

in Bangladeshi Steemian4 years ago (edited)

আসসালমুয়ালাইকুম, কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকের দিনটা কেমন ছিলো, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করবো। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে একটু হাটাহাটি করতে বের হলাম ।যদিও হাটাহাটি করা আমার অভ্যাস না, কিন্তু সকালের পরিবেশটা খুব ভালো ছিলো তাই একটু হাঁটলাম আজকে।

হাটাহাটি করে এসে একটু সময় শারীরিক ব্যায়াম করলাম। ব্যায়াম করে একটু হালকা নাস্তা করলাম।

  • কিছু ছোলা ভুট

  • বাদাম

  • কিসমিস

ব্যায়াম করার পর প্রয়োজন মত পানি পান করলাম। তার পর একটু বাহিরে বের হলাম। বাহিরে এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম।

প্রায় এক ঘণ্টার মতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম। আজকের সকালের নাস্তায় ছিলো,

  • ভাত

  • আলু ভর্তা

  • ডাউল

  • চিংড়ি

সকালের নাস্তা করে একটু ফেসবুক লগইন করলাম। এক ঘন্টা ফেসবুকে গুরাগুরি করলাম।

Screenshot_2020-08-09-11-54-48-850_com.facebook.katana.jpg

তার পর বাজারের দিকে গেলাম একটু, বাজারে গিয়ে এক কাপ চা এবং বিস্কুট খেলাম। আগে খুব একটা বাজারে যাইতাম না। কিন্তু এখন ভালই বাজারে যাওয়া হয়। সত্যি কথা বলতে যেদিন থেকে কলেজ বন্ধ সেদিন থেকেই বাজারে যাওয়া একটু বেশীই হয়।বাজার থেকে আসার সময় ছোট বোনের জন্য কিছু চানাচুরের প্যাকেট কিনে বাড়িতে আসলাম।

IMG_20200807_094727.jpg

বাড়িতে আসার পর ঘড়িতে তখন সময় ১২টা ২৫ মিনিট। তাই বেশি দেরি না করে গোসলের প্রস্তুতি নিলাম। গোসল করে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। যোহরের নামাজ অধিকাংশ সময় বাড়িতেই পড়া হয়, মাঝে মাঝে মসজিদে পরি। নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেলাম। আজকের দুপুরের খাবারে ছিলো,

  • ভাত

  • খাসির মাংস

  • ডাউল

  • লাচ্ছা

দুপুরের খাবার খেয়ে প্রতিদিনের মত একটু সময়ের জন্য ঘুম দিলাম। ঘুম থেকে জেগে ওঠার পরও শরীরের অলসতা কাটছিলো না। তাই একটু ইউটিউবে গিয়ে একটা ঈদ নাটক দেখলাম।

নাটকের নাম,
শর্ত প্রযোজ্য

অভিনয়ে ছিলো,
জোভান এবং পায়েল

Screenshot_2020-08-09-11-18-56-350_com.google.android.youtube.jpg

বিকেল ৩ টা ৪৫ মিনিটে একটু বাজারে গেলাম কিছু বাজার করার জন্য।

বাজারের তালিকা

কাচা মরিচ

পেয়াজ

ছোট মাছ

কিছু সবজি

বাজার থেকে এসে একটু ফুটবল খেলার জন্য মাঠে গেলাম। আলহামদুলিল্লাহ মাঠ শুকিয়ে গেছে, আজকে অনেকদিন পর মাঠে আসছি তাই বেশিক্ষণ খেলতে পারলাম না। আধ ঘন্টার মত ফুটবল খেলছিলাম আজকে। অবশ্যই খেলার শুরুটা সময়ের সাথে খাপখাওয়াইতে পারছিলো না। কেনো আসরের নামাজের আগেই খেলতে শুরু করছিলাম।

IMG_20200807_115710.jpg

বাড়িতে এসে ফ্রেশ হলাম, একটু পরেই আসরের আজান দিলো। তাই অযু করে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। নামাজ পড়ে এসে একটু বাহিরে না গিয়েই রুমে বসে গেম খেলাতে মনোনিবেশ করলাম।

received_865093280686406.jpeg

কিছুক্ষণ গেম খেলে একটু বাহিরে হাটতে বের হলাম। কিন্তু বেশিক্ষণ বাহিরে অবস্থান করতে পরলাম না।
একটু পর থেকেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমাকে বাড়িতে আসতে বাধ্য করলো। দৌড়িয়ে বাড়িতে আসলাম,

IMG_20200809_110238.jpg

বাড়িতে আসার কিছুক্ষণ পর বৃষ্টি থামলো, তখন সময় বাজে সাড়ে ছয়টা। তাই আর বাহিরে না গিয়ে মাগরিবের নামাজ পড়ার জন্য অযু করলাম। অযু করে মসজিদের দিকে হাটতে লাগলাম। নামাজ শেষ করে বাড়িতে আসলাম। মাশাআল্লাহ দিনটা ভালই কেটেছে আজকে। ধন্যবাদ সবাইকে ❤️ @Steemcurator01 @steemitblog Thank you for yours continuous support.

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন

Sort:  
 4 years ago 

Brother wrote a wonderful diary post Thanks.

সুন্দর লিখছেন৷ ধন্যবাদ৷ প্রতিদিন এভাবে পোস্ট করে যান।

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41