THE DIARY GAME: 08/08/2020 আজকের দিনটি যেমন কাটলো

in Bangladeshi Steemian4 years ago (edited)

আসসালমুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আমার দিনলিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো। গত তিন দিন যেমন শীতল ছিলো আজকের সকালটা বেশ গরম। রাতের গভীর ঘুম আজকে কোনো রকমে ফজরের নামাজ আদায় করতে পেরেছি। নামাজ পড়ে আসার পর চোখে ঘুম ঘুম ভাব তাই আবার শুয়ে পরলাম। শুয়ে প্রায় আড়াই ঘণ্টা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেলাম।

আজকের সকালের নাস্তা ছিলো,

  • ভাত

  • আলু ভর্তা

  • ডাউল

সকালের নাস্তা করে একটু বাহির হলাম, বাহিরেও আজ বেশ ভালই গরম। বেশিক্ষণ বাহিরে অবস্থান করতে পরলাম না। তাই একটু একটু ভ্যান গাড়িতে চড়ে একটু গুরাগুরি করলাম। ভ্যানে ওঠার পর শরীরে বেশ ভালই বাতাস লাগছিলো। মনে হচ্ছিলো আজকে সারাদিন ভ্যানেই চলতে থাকি। কিন্তু প্রখর রোদের কারণে সেটা সম্ভব হলো না।
IMG_20200610_164915.jpg

ভ্যান থেকে নেমে একটা মনোহারির দোকানে গেলাম সেখানে গিয়ে হালকা কিছু খেলাম।

  • একটি স্পিড ক্যান

  • এক প্যাক মিল্ক বিস্কিট

  • কিছু চকলেট

খেতে খেতে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর ঘড়িতে তখন সময় ১২টা ১৫ মিনিট। একটু সময় ফ্যানের নিচে বসে শরীর জুড়িয়ে গোসলের প্রস্তুতি নিলাম। গোসল করে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম।

নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার খাওয়া পর শরীরটা খুব অস্থির লাগছিলো, তাই একটু শুয়ে পরলাম। শুয়ে থাকতে খুব একটা ভালো লাগছিলো না।তাই একটু ফেসবুক লগইন করলাম। প্রায় এক ঘন্টা ফেসবুকেই গুরাগুরি করলাম।

Screenshot_2020-08-08-17-17-21-801_com.facebook.katana.jpg

তার পর একটু বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। বাহিরের পরিবেশটা এখন একটু বেশ ঠান্ডা, রোদের প্রখরতা নাই বললেই চলে।তাই বন্ধুরা মিলে নৌকা নিয়ে একটু সময় গুরাগুরি করলাম। নৌকায় অনেক সুন্দর সময় পার করেছি আজকে । খুব ভালই লাগছিলো নৌকায় গুরতে। সাড়ে চারটা পর্যন্ত নৌকা নিয়ে গুরাগুরি করেছি। তার পর বাড়ির দিকে রওনা দিলাম

IMG_20200801_153034.jpg

বাড়িতে এসে ফ্রেশ হয়ে অযু করে আসরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে একটু অস্থির অস্থির লাগছিলো, তাই একটু ইউটিউবে ডুকলাম। ইউটিউবে গিয়ে মায়াজালের কিছু আপডেট ভিডিও দেখলাম। তার পর জিয়াউল হক পলাশ (কাবিলা) ভাই এর একটা নাটক দেখলাম। নাটকের নাম (টাকাটা কই)। অনেক সুন্দর কমেডি ছিলো নাটকে।

Screenshot_2020-08-08-17-18-52-080_com.google.android.youtube.jpg

ছয় টার দিকে একটু বাহিরে বের হলাম, এবং একটু রাস্তায় হাটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটলাম হাটাহাটি করে মাগরিবের নামাজের আগে বাড়িতে পৌঁছলাম।বাড়িতে এসে অযু করে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। মসজিদ থেকে বাড়িতে আসতে না আসতেই বিদ্যুৎ চলে গেলো। তাই আর বাড়িতে থাকতে পারলাম না। বাড়ির সামনে টং এ বসলাম, এবং ইমরান খানের গান ছাড়লাম।

  • আলো ছায়া

  • স্মৃতির মাঝে

  • তোমায় ভালোবাসি না

  • যদি বলতে পারো

Screenshot_2020-08-08-17-36-58-612_com.nemo.vidmate.jpg

আরো অন্যান্য অ্যালবামের কিছু গান শুনলাম। তার পর বাড়িতে এসে অযু করে এসার নামাজ আদায় করলাম।
আজকের দিনটা একটু অস্থিরতার মধ্যেই কেটেছে। যাই হোক দিন যেমনই কাটুক তবুও আল্লাহর দরবারে শুকরিয়া এমন দিন উপহার দেওয়ার জন্য। এখন রাতের খাবার খেয়ে একটু ফেসবুক নিউজ ফিড দেখে গুমিয়ে পরবো।
ধন্যবাদ সবাইকে ❤️❤️
( ঘরে থাকুন সুস্থ থাকুন)

Sort:  

Thank you For Taking part in Diary Game.
Please try to not use these tag again.it will not bring you upvote fast or higher vote.
image.png

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

 4 years ago 

HI, @solaiman12 Thank you so much for taking part in the diary game.
You have written very well.
Keep it up.
STEEM ON

Good writing bro

 4 years ago 

আপনার নৌকার ছবিটা অনেক সুন্দর হইছে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.031
BTC 60623.84
ETH 2572.69
USDT 1.00
SBD 2.57