THE DIARY GAME : DATE (17/08/2020) আজকের দিন লিপি
বন্ধুরা
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি।
আজ আমার দিনটি কাটল একটু অন্য রকম।
আজ সকাল-
সকালে ঘুম থেকে ওঠার পর দেখি পূর্ব আকাশে এক প্রকান্ড লালা সূর্য উঠেছে। দেখে খুব ভালো লাগল। তার পর প্রতিদিনের মতো হাত মুখ ধুয়ে পড়তে বসলাম।
সকাল ৮ঃ৩০ টা পর্যন্ত পড়লাম। তার পর সকালের খাবার খেলাম।
আবার পড়তে বসলাম। কিন্তু তখন বেশি সময় পড়লাম না।
সকাল১১ টার সময় সিনেমা দেখলাম। তার পর একটু ১২ টার দিকে একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু তা আর হল না। বাবা ফোন দিয়ে বলল শোরুমে এসে মাছ কিনে নিয়ে যাও।
তার পর ১২ টার দিকে চলে গেলাম বাজারে। এবং বাবার সাথে গিয়ে গুরো মাছ কিনলাম।
তার পর বাসায় আসলাম প্রায় ১ টা নাগাদ। তার পর গোসল করে দুপুরের খাবার খেলাম।আজ দুপুরের খাবার ছিল
- গরুর মাংস
- মুরগির মাংস
- সালাত
*পোলাও
*ডাউল
খুব মজা করে খাওয় দাওয়া করলাম।
তার পর বাবা বলল তুমি আর তোমার মামাত ভাইকে নিয়ে শোরুমে চলে যাও।
চলে গেলাম শোরুমে। শোরুমে ছিলাম দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এর মধ্যে অনেক বেচা বিক্রি করলাম।প্রায় ১৫ হাজার টাকার মতো। তার পর চলে গেলাম শপিং করতে।
মার্কেটে ছিলাম মাত্র ২০ মিনিট। এর মধ্য ১ টা শার্ট এবং ১ টা টি-শার্ট কিনলাম।
তার পর আমরা দুজন ঘুরতে বের হলাম। চলে গেলাম ভোটানিকাল গার্ডেনে।
অনেক মজা করলাম সেখানে। তার পর হঠাৎ দেখলাম আব হাওয়া খারাপ হয়ে গেল তার পর তারাতারি বাসায় আসলাম।
তার পর পড়তে বসলাম। টানা সন্ধা ৭ টা থেকে ৯ টা পর্যন্ত পড়লাম। তারপর রাত ৯ টা ৩০ মি. এ খাওয়া সারলাম।
রাত ৯ টা ৪৫ এ দিকে একটু অনলাইনে গেলাম সেখানে আমার বন্ধুদের সাথে কথা বার্তা বললাম। সবাই সবার খোজ খবর নিলাম।
সবার সাথে খোজ খবর নেওয়ার সাথে সাথে নতুন একটি মানুষের সাথে পরিচয় হলো।
সেই নতুন মানুষটি ছেলে ছিল না। তার সাথে অনেকসময় কথা বললাম। তার পর আমিই কথা বলা ছেরে দিলাম। কারণ সে একটা বাচাল।
যাই হোক রাত ১১ঃ ৩০ এ নেট থেকে বের হয়ে শুয়ে পড়লাম।
এখন একটু গান শুনে ঘুমিয়ে পড়ব।
এভাবেই আমার দিনটা কেটে গেল।
সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। সুস্থ থকবেন।
খোদা হাফেজ
What are the names of these fish? How much did you buy the fish for? #onepercent #bangladesh
Caski fish