"SEC - S9W2: "দ্য মিউজিক যা আপনাকে নাড়া দেয়" by @memamun

আসসালামু আলাইকুম /আদাব

20230424_150725_0000.png

ক্যানভা অ্যাপ থেকে ইডিট করা।


সকলেই কেমন আছেন? আশা করি ইদের এই আনন্দ মুহুর্ত আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।কমিউনিটির এডমিন মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এনগেজমেন্ট প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি আমার যতার্থ চেষ্টাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzayCb4h2ia6LdFiDsdGJAVhJQgYvEDAC6gBvmMb5d2oHjLzkz1S75V5AJGW8...NUggcLKBUSAbCSmuLDQ7gGJrAgn7dyk5pc2eC9kTR8Dyx4QwxxzYcAfJjFx9WRiByFFC9N7JVdhKK9UnPgk7psGnpGthfqqnpFVEzv1DAi8sHs9PooJyz3mP6E.png

কোন সঙ্গীত আপনাকে আপনার চেয়ার থেকে উঠতে গাইতে বা নাচতে বাধ্য করে?

আমার জানামতে পৃথিবীর বুকে এমন মানুষ পাওয়া দুস্কর, যে কি-না সঙ্গীত শোনেন না৷ হ্যা, তবে সংগীত দুই ধরনের ; এক. বাদ্যযন্ত্র বাজিয়ে সংগীত আরেকটি হলো বাদ্যযন্ত্র বাজানো ব্যাতিত। আমার ব্যাক্তিগত জীবনে দুই ধরনের সংগীতই আমি শুনেছি, তবে এখন বাদ্য বাজানো ছারা আর আগে বাদ্য বাজানো সহ।

বর্তমানে আমি বাদ্য বাজানো ছারা সংগীতগুলো খুব বেশি করে উপভোগ করি। সেই গানের সাথে তাল মিলিয়ে নিজেও গাওয়ার চেষ্টা করি। এবং বিভিন্ন জায়গায় গেয়েও থাকি৷ যেটাকে বলে ইসলামি সংগীত পরিবেশন। শত শত সংগীত রয়েছে, যেটা আমাকে গাইতে বাধ্য করে।

তার মধ্য থেকে এমন একটি ইসলামি সংগীত শেয়ার করবো যেটা আমাকে গাইতে বাধ্য করে। যার শিরোনাম হলো "মইরা গেলে ফিইরা আসে না" এই সংগীত টি গেয়েছেন বাংলাদেশের ইসলামী সংগীত শিল্পী "মুহাম্মদ বদরুজ্জামান" যার ভিডিও নিচে দেওয়া হলো।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv5hurGXTkAhmEr3fm6ZWQ4jQQvUYjBpAe2fKVug5WXKbcLmhKHYYP89XH7DQ75Tirbi1wn3rjgANV3N1AvGXoe3Jg4WGwKXpeCHXU2.jpeg


আমাদের বলুন তারা কোন সঙ্গীত আপনাকে উৎসর্গ করেছে এবং কোনটি আপনি উৎসর্গ করেছেন? কেন?

আমার বয়স এখন ২৪ বছর শেষ হয়ে ২৫ বসর বয়সে উপনীত হলো। এখন থেকে প্রায় ১০ থেকে ১২ বসর আগে, সম্ভবত ২০১৩/২০১৪ সাল নাগাদ। আমার বড় ভাইয়ের কাছ থেকে রেডিও কেনার জন্য আগ্রহ প্রকাশ করি। কারন আমার বাবা এসব ডিভাইসের জন্য কখনোই টাকা দিবে না কারন তিনি এসব পছন্দ করতেন না।

তাই আমার বড় ভাইয়ের থেকে টাকা চাওয়ার পর, তিনি অল্প কিছু টাকা দেন, তবে সেই রেডিওটা কিনতে আরো কিছু টাকার দরকার ছিলো। কিন্তু কিভাবে সেই টাকা হাতে পাবো সেজন্য সেসময় সত্যিই দুশ্চিন্তায় ছিলাম। কারন গান শোনার জন্য এতটাই উত্তেজিত ছিলাম যে আমাকে সেটা কিনতেই হবে।

তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাকী টাকা টা নিজের পরিশ্রম করে ইনকাম করবো, তারপর সেই রেডিওটা কিনবো। তাই খেতখামারে সারাদিন কাজ করে কিছু টাকা আয় করে সেই টাকা দিয়ে রেডিও কিনেছিলাম। এই রেডিও কেনার জন্য এটা ছিলো এক পরম উৎসর্গ।

radio-1682531_1280.jpgsrc

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv5hurGXTkAhmEr3fm6ZWQ4jQQvUYjBpAe2fKVug5WXKbcLmhKHYYP89XH7DQ75Tirbi1wn3rjgANV3N1AvGXoe3Jg4WGwKXpeCHXU2.jpeg


আপনি বাড়িতে কি ধরনের গান শোনেন?

আমাদের বাড়ি একটি সম্ভ্রান্ত শ্রেণির মানুষের আবির্ভাব, আমার বাবা একজন হক্কানি আলেমে দ্বীন। আমার বড় ভাই একজন আলেমে দ্বীন। এবং আমিও একজন হাফেজে কুরআন। তাই এমন একটি পরিবারে ছোট বেলা থেকেই উচ্চস্বরে কোন বাজনা ওয়ালা গান শোনা হয়নি।

তবে ইসলামী সংগীত বা ওয়াজ শোনা হয় প্রায়শই। আমি আমাদের বাড়িতে সব সময়ই এই সংগীত টি খুব বেশি করে শুনি, এতে আমার মা শুনেও অনেক আনন্দ পায়। আমিও শুনতে খুব ভালোবাসি৷ সেই সংগীত টির নাম হলো "ওগো মা" যার ভিডিও নিচে দেওয়া হলো।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv5hurGXTkAhmEr3fm6ZWQ4jQQvUYjBpAe2fKVug5WXKbcLmhKHYYP89XH7DQ75Tirbi1wn3rjgANV3N1AvGXoe3Jg4WGwKXpeCHXU2.jpeg


আপনি সঙ্গীত শোনার কার্যকলাপ.

বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ব্লুটুথ ওয়ারলেস দিয়ে শুনে থাকি। আবার ছোট্ট একটা বক্স আছে সেটা দিয়েও শ্রবন করে থাকি। তবে ব্লুটুথ ওয়ারলেস দিয়ে কানে ঢুকিয়ে একা একা শুনি, যাতে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি। কথার আওয়াজ একদম স্পষ্ট ভাবে বুঝতে পারি।

IMG20230424144532.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv5hurGXTkAhmEr3fm6ZWQ4jQQvUYjBpAe2fKVug5WXKbcLmhKHYYP89XH7DQ75Tirbi1wn3rjgANV3N1AvGXoe3Jg4WGwKXpeCHXU2.jpeg


আপনি যদি একটি গান লিখতে পারেন, এটি কোন বিষয় নিয়ে কাজ করবে?

সংগীত লেখার ক্ষেত্রে আমি সর্বজনের কাছে পৌঁছাতে চাই, আমার লেখার মাধুর্যতা বৃদ্ধি করতে চাই। তাই আমি এমন এক সংগীত লিখবো যাতে করে মানুষের হৃদয়ে প্রশান্তি বা গেথে যায়। আমি লিখতে চাই মরনের সংগীত। এই সংগীত টি শুনলে মানুষ মরনের কথা মনে আসবে। দুনিয়ার এই লালসার তৃপ্তি ধংস করে দিতে চাই। তাদের মাথায় এটা আসুক যে আমিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য।

pencils-762555_1280.jpgsrc

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv5hurGXTkAhmEr3fm6ZWQ4jQQvUYjBpAe2fKVug5WXKbcLmhKHYYP89XH7DQ75Tirbi1wn3rjgANV3N1AvGXoe3Jg4WGwKXpeCHXU2.jpeg

<পরিশেষে এই এনগেজমেন্ট কনটেস্টে অংশগ্রহণের জন্য আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। @rubina203 @farhan456 @ikmalhariamuna

আজ এই পর্যন্তই লিখে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।

ধন্যবাদ সবাইকে

Sort:  

Listening to musical instrument can help you sing the song faster and even compose yours. You have presented a nice post. I wish you success.

thank you so much for nicely comment. ❤️

Greetings to your friend that you have participated in this amazing engagement challenge of season 9 and week 2. It's nice to know about your family that you are from the religious family and being the member of Islamic family and the Nobel family you guys don't like to listen music in loud but you like religious waz and it's also good as you have told that there are different kind of music and two kinds of song without the musical instruments or with the musical instruments so I know that mostly the religious naats hamad etc are mostly without the musical instruments and they also feel very peaceful to you when you listen it.

It's nice to know about you that you are a half is a Quran and basically if you listen Quran in a loud voice then it gives you a lot of peace and I don't think so that there is anything that give you more peace then reciting Quran. I have not listened the music which is religious that you have also told to us by names in this blog.

I like to do everything by listening music specially the writing as you have also discussed. Overall you write ✍️ very well and I wish you success in this statement challenge of season 9 and week 2.

Many many thanks dear brother , your comment is very nice. Thank you ❤️

Your welcome 💕

La música es mágica si escucharla es increíble ahora imagina tocar un instrumento y producirla sin duda increíble.

Y tienes razón con la música podemos sentirnos felices aunque también hay música que nos llena de nostalgia porque la música puede hacer la recordar momentos tristes .

Excelente participación.

Buena suerte

many many thanks, for your comment ❤️❤️

Loading...

Hi, @memamun,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @graceleon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

very good post friends, oh yes , I also take part in this contest if we have free time, you can visit my post. thank you. and good luck friend

thank you for comment

Your are welcome

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65800.35
ETH 3464.66
USDT 1.00
SBD 2.68