CONCURSO DE FOTOGRAFIA "DISFRUTANDO DE MI CIUDAD"

আসসালামু আলাইকুম / আদাব।



1_20230402_132059_0000.png

Edited by canva app


সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি সমগ্র মহাবিশ্বের প্রতিপালক। #RecreativeSteem কমিউনিটির এডমিন মহোদয়, দায়িত্বশীল ও প্রানপ্রিয় সদস্যগনকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।

কমিউনিটির আয়োজিত এই সম্পর্কে যে বিষয়টি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে, তা সত্যিই অনেক ভালো উদ্যোগ। ব্যক্তিগত ভাবে আমি আমার বন্ধু @bellana কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাদের জন্য এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...sr5sC7AjPpmonwcuktnMXD4KT9R9VZ4QRPff1f3zAVN8nkgKZTEjVSA1jq7C5vkNiysauCDS3guP24QBoCJVzjb6QsWf4DnpDbWibGMRdFyyPmsRHepuoaA1jk.png


ফটোগ্রাফি

Screenshot_2023-04-02-13-30-14-08_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

device : oppo a95

এটি বাংলাদেশে অবস্থিত বগুড়া জেলা শহরের অন্যতম একটি বড় ও উন্নত মানের শপিংমল। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ফটোটি তোলার জন্য। এই শপিংমল টি প্রায় ১০ তলার মত। ৬ তলা পর্যন্ত কার্যক্রম চলছে। আর বাকী ৪ তলা নির্মাণাধীন।

এই শহরের এমন উন্নতমানের আর চাকচিক্যময় শপিংমলের দিকে এটি সর্বোচ্চ। এটিতে যাবতীয় সামগ্রী পাওয়া যায়। জুতা, জামাকাপর, ইলেকট্রনিকস , মোবাইল-ফোন ও সকল জিনিসের আমদানি হয়ে থাকে, আর আমি নিজেও এই শপিংমল থেকে হাতে থাকা ফোনটি কিনে ছিলাম।

এবং ৬ নং তলার পুরো ইউনিট টা শুধুই চাইনিজ রেস্টুরেন্টে ভরপুর। যাবতীয় খাবার দাবার পাওয়া যায়। ভেতরের পরিবেশ টাও দারুণ। চলন্ত সিঁড়ি, হেঁটে চলা সিড়ি এবং দ্রুত উপরে ওঠার জন্য রয়েছে উন্নতমানের লিফট।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...sr5sC7AjPpmonwcuktnMXD4KT9R9VZ4QRPff1f3zAVN8nkgKZTEjVSA1jq7C5vkNiysauCDS3guP24QBoCJVzjb6QsWf4DnpDbWibGMRdFyyPmsRHepuoaA1jk.png


ফটোগ্রাফি

Screenshot_2023-04-02-13-31-15-37_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

device : oppo a95


এই শহরের আরেকটি সৌন্দর্যের প্রতীক হিসেবে রয়েছে রেললাইন। শহরের মেইন জায়গা থেকে একটু সামনে অগ্রসর হতেই দেখা যায় রেললাইনের মতো বিশাল রেলস্টেশনের প্লাটফর্ম।

আমিও সেই রেললাইনে যাওয়ার উদ্দেশ্যে অলিগলি বেয়ে উপস্থিত হয়েই ফটোতে ধারন করলাম আমার ফটোগ্রাফিতে। এই রেলস্টেশনে রয়েছে বিশাল একটা প্লাটফর্ম। রয়েছে ট্রেন যাতায়াতের জন্য কয়েকটি রাস্তা।

এখানে জনবাহী ট্রেন ও মালবাহী ট্রেনও যাতায়াত করেন। আমি দেখেছি বাংলাদেশের কিছু কিছু স্টেশন থেকে এই স্টেশন টি একটু ভিন্ন রকম। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে যাতটুকু জানি এই স্টেশনের সকল ট্রেন টাইমিংয়ে খুবই দায়িত্বশীল এবং সদ্ব্যবহার করে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...sr5sC7AjPpmonwcuktnMXD4KT9R9VZ4QRPff1f3zAVN8nkgKZTEjVSA1jq7C5vkNiysauCDS3guP24QBoCJVzjb6QsWf4DnpDbWibGMRdFyyPmsRHepuoaA1jk.png


ফটোগ্রাফি

Screenshot_2023-04-02-13-32-06-96_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

device : oppo a95


এই মুহুর্তে আমি যে ছবিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেই ছবিটির জায়গা হলো-বগুড়া শহর থেকে একটু ভেতরে ৪-৫ কিলোমিটার দূরে অবস্থিত।

সেই জায়গার নাম "মহাস্থানগর" সেই জায়গাটি মূলত পিকনিকের জন্য স্থায়ী। অনেক দুর দুরন্ত থেকে লোকজন এসে এখানে আনন্দ উপভোগ করে।

এই জায়গাটি একদম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা। যারা প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটি হবে সৌন্দর্যময় ও মনোমুগ্ধকর।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...sr5sC7AjPpmonwcuktnMXD4KT9R9VZ4QRPff1f3zAVN8nkgKZTEjVSA1jq7C5vkNiysauCDS3guP24QBoCJVzjb6QsWf4DnpDbWibGMRdFyyPmsRHepuoaA1jk.png


সর্বশেষ আমি এই কমিউনিটির কনটেস্টে অংশগ্রহণ করার জন্য, আমি আমার স্টিমিয়ান বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। @baizid123, @farhan456 এবং @hafizur46n কে।

বন্ধুরা, আজ আর লিখছিনা। আজ এপর্যন্তই লিখে ইতি টানলাম। আবারও দেখা হবে অন্য কোন দিন, অন্য কোন টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম / আদাব।


Picsart_23-03-29_21-48-05-415.jpg


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...sr5sC7AjPpmonwcuktnMXD4KT9R9VZ4QRPff1f3zAVN8nkgKZTEjVSA1jq7C5vkNiysauCDS3guP24QBoCJVzjb6QsWf4DnpDbWibGMRdFyyPmsRHepuoaA1jk.png


Sort:  
Loading...
 last year 

नमस्ते @memamun

कितनी सुंदर प्राकृतिक जगह है, यह पिकनिक मनाने के लिए निश्चित रूप से मेरी जगहों में से एक होगी।

मुझे खुशी है कि आप प्रतियोगिता में शामिल हुए और तस्वीरों में अपने शहर का भ्रमण करने में सक्षम हुए 😀

@steemesp@steemeng@steem.ind

Thank you for nicely comment

Hi, @memamun,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @graceleon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 68216.84
ETH 3827.63
USDT 1.00
SBD 3.63