বাঘ আর বকের একটি অসাধারন গল্পগল্প
একটি বনের মধ্যে বাঘ বসবাস করত। বাঘটা খুব দুষ্ট এবং হিংসা ছিল। সব সময় বনের পশু পাখিকে ধরে ধরে খেত। তার মধ্যে কোন দয়া মায়া ছিল না। অনেকদিন যাবত বোনের মধ্যে রাজ করতে শুরু করল। বনের পশু পাখি তাকে অনেক ভয় পেত। সব সময় বনের পশু পাখি খেতে শুরু করল। বনের পশু পাখি গুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন বনে চলে যেতে লাগলো।
সবগুলো পশুপাখি শুধু দোয়া করত এর থেকে কিভাবে রক্ষা পাবে। বাঘ খেতে খেতে একদিন একটি হরিণ দেখতে। বাঘের জিভে জল চলে আসলো। বাঘ হরিণকে দেখে অনেক খুশি হলো। দ্রুত তাকে দৌড়াতে শুরু করলো খাবার জন্য। হরিণ কে হামলা করতে শুরু করল। হরিণের মাথায় ছিল অনেক বড় বড় সেই। বাগটি অনেক ক্ষুধার্থ ছিল এজন্য হরিণকে খেতে শুরু করল। খেতে খেতে হঠাৎ বাঘের গলায় একটি হার্ড আটকে পড়ল। বাঘের অনেক কষ্ট হচ্ছে এজন্য।
অনেকক্ষণ চিন্তা করলেও কিভাবে হার্ড বের করা যায়। কয়েক দিন চলে গেল কিন্তু গলা থেকে হাত বের করতে পারল না। বাঘের অনেক কষ্ট হচ্ছিল। হঠাৎ একদিন বাঘের মনে হল বক পাখির ঠোঁট অনেক লম্বা। তখন বাগ বকের কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটি বলল। বক তখন রাজি হচ্ছিল না যদি তাকে ভাত খেয়ে ফেলে। অনেক কান্নাকাটি করার পর রাজি হলো। বাঘের বুক থেকে ওর লম্বা সুর দিয়ে গলা থেকে হাট বের করে ফেলল। বের করার পর বাঘ বুকের উপর হামলা করতে লাগলো। বাঘ বাঘের সাথে বেইমানি করল।
বগ উড়িয়ে একটি তালগাছের উপর উঠে। তাল গাছের উপর থেকে যখন বাক্যে দেখছিল তখন তাকে অনেক কথা। বাঘ তাল গাছের নিচে আসার পর বগ কিছু তাল পালাতে শুরু করে। দপ দপ করে তাল যখন বাঘের মাথায় পরতে শুরু করলো তখন বাগটি মারা গেল। বোনের প্রতিটি প্রাণী অনেক খুশি হলো। বাঘের মৃত্যুতে সবাই খুশী হলো। আজ থেকে ও বোনের প্রতিটি প্রাণীর সুন্দর ভাবে বসবাস করতে পারবে। এবং বকে সবাই শুভেচ্ছা জানাতে শুরু করলো। তখন থেকে ব্লক এ প্রতিটি প্রাণী ভালোবাসতো। এই ছিল আজকের গল্প।