SEC14 WK:#5: Charity Begins At Home

in Steem Kids & Parents9 months ago
20231227_000103_0000.png Edited by Canva

Hope all of my friends are well and healthy. I am also fine and healthy. This topic is an attractive topic for me and all. Now, I will share my opinion about this. So, let's start the main topic.

People are becoming more and more centralized. We have to get out of this situation. I have money but there is a starving person next to me, it's not right. In my absence, my future generations may also suffer this. So it is very important to be charitable with God in mind.

👉What is your view about charity and do you believe that it should begin at home?

IMG20231226142653.jpg

➡️দানশীলতা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সব সময় ইতিবাচক। দানশীলতা একটি মানুষের অন্যতম গুনাবলীর মধ্যে একটি। দানশীল মানুষ সমাজ, পরিবার ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ভাবে আমার এমনটাই মনে হয়।

➡️ অবশ্যই আমি বিশ্বাস করি যে এটা পরিবার থেকেই শুরু হয়।

👉কেন?
➡️আমি যখন শৈশবে ছিলাম তখন আমি একটি একক পরিবারে বসবাস করতাম। কিন্তু আমাদের বাড়িতে আরো পাঁচটি আলাদা ঘর ও আলাদা পরিবার ছিল। অথচ শৈশবে কাজিনকে কখনোই নিজের ভাই থেকে আলাদা করে ভাবিনি।

খাওয়ার সময় ও একসাথে আবার পৌষের পিঠা তৈরির দিনে বাড়িতে পিঠা খাওয়ার প্রয়োজন হয়নি। যে ঘরে আগে পিঠা তৈরি হয়েছে সেখানেই খেয়েছি। এখনো মনে আছে যে বড়মার ঘরের পিঠাতে যেন বেশি স্বাদ ছিল।

আবার আমার ভাই প্রভাকর বলতো যে আমার মায়ের হাতের পিঠার স্বাদ বেশি ভালো। এখনো সব কিছুতে শেয়ার করা আবার নতুন কেউ পরিচিত বা অপরিচিত থাকলে খাবার শেয়ার করে খাওয়া এই সব আমি পরিবার থেকেই শিখেছি।

আমার মা একটা কথা বলেন মেটা আমার কাছে বেদ বাক্যের মতো, " আমি যদি অন্যের সন্তানকে ভালোবাসি, ত হলে অন্যরা না হলেও ঈশ্বর আমার সন্তানকে ভালোবাসবে।"

👉What is the motivating factor for charity work and is it good to broadcast what you have done for others

IMG_20231226_235315.jpg

➡️আমাদের এলাকায় একটি রক্তদান ক্লাব আছে যেখানে শতাধিক ১৮-৩৫ বছরের যুবক-যুবতীর নাম ও রক্তের গ্রুপ লিপিবদ্ধ। তাই আমাদের কাছে যদি কখনো কোনো অসুস্থ মানুষ রক্তের প্রয়োজনের কথা বলে, আমরা তাৎক্ষণিক ভাবে সেই একই রক্তের গ্রুপের মানুষের সাথে যোগাযোগ করি।

➡️ গতকাল ও আমার মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল এসেছিল। যদিও কথা বলার পরে দেখলাম আমার এলাকার এক কাকু। তাঁর কণ্যা গর্ভবতী কিন্তু রক্তসল্পতা। যাইহোক, ২/৩ ঘণ্টার মধ্যে ২ব্যাগ রক্ত ম্যানেজ করতে পেরেছিলাম। এখন মা ও সদ্যজাত শিশু দু'জনই সুস্থ্য আছেন।

➡️ তাছাড়া আমি পথে থাকা ক্ষুধার্ত পশু-পাখিদের খাবার খাওয়াতে ভীষণ পছন্দ করি। আমি প্রআয়ই বাজারে গেলে দুইটি কুকুর আমার কাছে চলে আসে। আমি তাদের দোকান থেকে খাবার দিই।

👉When was the last time you carried out charity work to the members of your home

➡️সর্বশেষ আমি আমার বোনের ট্রিটমেন্টের সময় আমার গুরুত্বপূর্ণ সময় এবং আমার উপার্জিত অর্থ দিয়েছিলাম। কারণ আমার কোনো সম্পদ থাকা সার্থক তখনই হবে যখন সেটা আমার এবং আমার পরিবারের কল্যানার্থে ব্যবহৃত হবে।

➡️অর্থ গেলে অর্থ পাওয়া সম্ভব কিন্তু আপন গেলে আরা ফিরে পাওয়া সম্ভব না। ঈশ্বরের দেয়া উপহার আমার পরিবার। তাই আমার পরিবারের সকলের দেখাশোনা করা ও আমার দায়িত্ব।

👉Your advice to others about charity

➡️আমি বা আপনি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলাম, আবার খালি হাতেই চলে যেতে হবে। আমাদের কর্মই আমাদেরকে পৃথিবীতে অমর করে রাখবে। তবে হয়তো আমি বা আপনি বিজ্ঞানী এডিসন হতে পারবো না, কিন্তু বাবা-মায়ের লাঠি তো হতে পারবো।

➡️ আপনার পরিবারই যদি আপনাকে ভরসা করতে না পারে তাহলে পৃথিবীর কারো কাছেই আপনি ভরসার যোগ্য হতে পারবেন না।

➡️ নিজেকে এমন ভাবে তৈরি করূন যেন লোকে বলে যে আপন র কাছে গেলেই একটা পথ পেয়ে যাবে। মানুষের এই বিশ্বাসটা অর্জন করতে হবে।

➡️এটার জন্য আপনার কোটি টাকার প্রয়োজন নেই, আপনি নিজেই নিজেকে টাকার থেকেও মূল্যবান করে গড়ে তুলুন। টাকার বিনিময়ে এখনো অনেক কিছু বাজারে কিনতে পাওয়া যায় না।

➡️ধরুন আপনি সম্পদশালী, তাহলে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান। অন্যের বিপদে নিজের অর্থ দান করুন। কারণ আপনার অর্থ তখনই কাজে আসবে যখন একজন ক্ষুধার্ত খাওয়ার পর মৃদু হাঁসি দিয়ে আপনাকে আশীর্বাদ করবেন।

I would like to invite some of my honourable friends @ikwal @maytte and @sahmie to participate this attractive topic.

END

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Of course. I will do my best. Thank you so much for your encouraging support 🙏. I appreciate it.

 9 months ago 

Greetings friend, It's wonderful that you find joy in doing charity and have a positive attitude towards it. When we say "charity begins at home," it means that showing kindness and generosity should start within our own families and loved ones.

By taking care of them and supporting them, we create a strong foundation for spreading that same kindness and positivity to others. So keep up the amazing work, and remember that even small acts of kindness can make a big difference in someone's life. Good luck in the contest.

I agree with you my friend. We should do this as a human being. Thank you so much for your meaningful words.

You are a great writer, I love your post presentation and I'm happy to know that you are helpful to people around your. Goodluck.

Thank you so much my dear honourable ma'am. I like your positive response about me.

You are welcome

TEAM BURN

Your post has been successfully curated by @sduttaskitchen at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to strive to publish quality content.

It could qualify you to be nominated for the weekly Top of our curation team.

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increases its price.

@sduttaskitchen,

Thank you so ma'am for your encouraging support. 🙏

 9 months ago 

God help is always for all those persons who are helpful for the people who are created by God because God made us human and human should also have humanity in their heart so that's why we should be supportive for others always so that we may also expect support in our tough times I wish you good luck

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60157.20
ETH 2416.98
USDT 1.00
SBD 2.43