আমন ধানের চাষাবাদ পদ্ধতি

in Zero to Infinity3 years ago (edited)

আসসালামু আলাইকুম
@zerotoinfinity কমিউনিটির কতৃপক্ষ, সদস্য ও সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালোই আছেন।
আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা এই কমিউনিটির আজকে আমি কিছু আলোকচিত্রসহ আমন ধানের রোপণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি-

IMG_20210805_102329.jpgwhat3word-Location

বাংলাদেশে সাধারনত বছরে দুই ধরনের ধানের চাষাবাদ করা হয়।

এক হলো-আমন ধান
অপরটি হলো-ইরি ধান।

আমন ধানের চাষাবাদ

যেকোন ধানের চাষাবাদের কিছু ধারাবাহিক নিয়ম আছে।সেগুলো একের পর এক কার্যক্রমে চলতে থাকে।

বীজ বপণ

এপ্রিল ও মে মাসে অল্প একটু জমির কোনা নির্ধারন করে, ভালভাবে মাটি তৈরি করে, হালকা পানি দিয়ে কাঁদা তৈরি করে, তাতে আমন ধানের বীজ বপণ করতে হয়।

তারপুর্বে বীজগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে কোন শুকনো জায়গা বা পাত্রে বীজগুলোকে রেখে তার উপরে চট বস্তা দিয়ে ঢেকে তার ভারি কিছু দিয়ে চাপ দিয়ে রাখতে হবে।
৫--৭দিনের মধ্যে বীজগুলো গজাতে শুরু করবে।
তখন এগুলো বীজতলায় বা কাছলায় ছিটিয়ে ছিটিয়ে বপণ করতে হবে।

যেখানে ধানের বীজ বপণ করা হয়,তাকে বলা হয় কাছলা বা বীজতলা।

IMG_20210805_102101.jpgwhat3word-Location

চারা প্রতিস্থাপন

বীজতলার চারা বয়স যখন ১ মাস হবে অর্থাৎ মে-জুন মাসের দিকে। তখন এই বীজের আমন ধানের চারাগুলো তুলে, অন্য একটি তৈরি করা জমিতে প্রতিস্থাপন বা রোপণ করতে হবে ফাঁক ফাঁক করে। অর্থাৎ দুটি একটি করে চারা ৫ ধেকে ১০ ইঞ্চি পর্যন্ত দুরত্বে রোপণ করতে হবে।
একে বলা হয "বলান"। যে জায়গায় চারাগুলো প্রতিস্থাপন করা হয় তাকে বলে "বলানবাড়ী বা বলানের কাছলা"।

IMG_20210805_102127.jpgwhat3word-Location

আমনের জমি তৈরি

ইরি ধান রোপণ করার সময় জমিতে প্রচুর পরিমানে গোবর ও অন্যান্য সার দিয়ে জমি তৈরি করা থাকে।তাই আমনের চাষের সময় নতুন করে গোবর সার প্রয়োগ করতে হয়না।
শুধুমাত্র নিচের মাত্রানুযায়ী ক্যামিকেল সার প্রয়োগ করতে হবে।

প্রতি শতাংশ জমিতে

ইউরিয়া৫০০গ্রাম
টিএসপি১২৫ গ্রাম
এমপি১২৫ গ্রাম
জৈবসার৫০ গ্রাম

জমির চাষ

উপরোল্লিখিত সারগুলো মিশ্রিত করে জমিতে সমানভাবে ছিটিয়ে দিয়ে, তারপর জমি আড়াআড়িভাবে ৪ থেকে ৫ চাষ দিয়ে মই দিয়ে জমি সমতল করে নিতে হবে,যাতে কোথাও উঁচু নিঁচু না থাকে।

IMG_20210805_102057.jpgwhat3word-Location

আমনের চারা রোপণ

এরপর জুলাই ও আগস্ট মাসে বলানবাড়ী থেকে বলানগুলো উপড়ে বা তুলে নিয়ে এসে তৈরি করা জমিতে রোপণ করতে হয়।

রোপণের সময় দুইতিনটি করে বলানের কাঠি বর্গাকারে ১০ থেকে ১২ ইঞ্চি পরপর স্থাপন করতে হয়।

IMG_20210805_102028.jpgwhat3word-Location

IMG_20210805_102254.jpgwhat3word-Location

IMG_20210805_102038.jpgwhat3word-Location

IMG_20210805_102227.jpgwhat3word-Location

IMG_20210805_102107.jpgwhat3word-Location

আলোকচিত্র সম্পর্কে বর্ণনা

আলোকচিত্র সংগ্রহএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি আই১০
ক্যামেরা রেজুলেশন৮মেগাপিক্সেল
আলোকচিত্র ধারনকারি@lebutechnosteem
লোকেশনলেবু ম্যানশন,মহেশপুর রোড,ভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
তারিখ০৫/০৮/২০২১বৃহস্পতিবার
সময়বেলা ১১ টা

এভাবে আমনের চারা রোপন করে চাষাবাদ করতে হয়। চাষাবাদের বাকীধাপগুলো পর্যায়ক্রমে সময় অনুযায়ী আলোচনা করা হবে শুধুমাত্র @zerotoinfinity কমিউনিটিতে।সে নাগাদ সবাই ভালো থাকবেন,সুন্দর থাকবেন ও সুস্থ্য থাকবেন।

সেইসঙ্গে এতোক্ষন ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে-
@lebutechnosteem

Sort:  

This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69371.89
ETH 3768.85
USDT 1.00
SBD 3.71