বিরল প্রজাতির উদ্ভিদ "হ্যারাচ(Senna Obtusifolia)-এর পরিচিতি ও স্বাস্থ্য কথা

in Zero to Infinity3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

স্টীমিটের অন্যতম কমিউনিটি zero to Infinity এর সুপ্রিয় কতৃপক্ষ, সদস্য ও স্টীমিয়ান বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন।

সবাই ভালো আছেন তো?
আশাকরি অনেক ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

তো বন্ধুরা
আজকে এই কমিউনিটিতে আমরা বিশেষ একটি উদ্ভিদ "বিরল প্রজাতির উদ্ভিদ "হ্যারাচ(Senna Obtusifolia)-এর পরিচিতি ও স্বাস্থ্য কথা" সম্পর্কে জানতে চলেছি ।

IMG_20210727_145945.jpg

উদ্ভিদ সম্পর্কে

নাম

স্থানীয় বাংলাদেশী বাংলা নামহ্যারাচ গাছ
আন্তর্জাতিক ও ইংরেজি নামSenna Obtusifolia
বৈজ্ঞানিক নামSenna Fabaceae
সাধারন নামChinese Senna
অন্যান্য নামSenna tora

IMG_20210727_145951.jpg

এর আকার-আকৃতি

গাছের দৈর্ঘ্য০.৬০ থেকে ১ মিটার পর্যন্ত
কান্ডের ব্যাস৩ থেকে ৫ সেন্টিমিটার
শাখা-প্রশাখাচতুর্দিকে থাকে
পাতাসবুজ
পাতার দৈর্ঘ্য×প্রস্থ১০×৫ সেন্টিমিটার
ফুলহলুদ
ফলসবুজ
ফলের দৈর্ঘ্য২০ থেকে ৩০ সেন্টিমিটার
ফলের পরিধি২ থেকে ৪ সেন্টিমিটার
বীজমূগডালের মতো

IMG_20210727_145956.jpg

ফলের বৈশিষ্ট্য

হ্যারাচ গাছের ফল শুকালে বাতাসে দুললে ঝনঝন শব্দ করে।

শুকনো চার পাঁচটি ফল হাতে নিয়ে ঝাকালে সুন্দর একটা রিনঝিন রিনঝিন শব্দ করে।

flower-5474624_1920.jpgSource

জন্মানোর স্থান

Senna Obtusifolia গাছগুলো বাংলাদেশে আগে বাড়ীর আশে পাশে ও ক্ষেতের ফাঁকে ফাঁকে খুবই দেখা যেত।

IMG_20210727_150005.jpg

বিশ্বের যেসব দেশে দেখা যেত

👉বাংলাদেশ
👉ভারত
👉চীন
👉কোরিয়া
👉জাপান
👉যুক্তরাষ্ট্র
👉যুক্তরাজ্য

কিন্তু বর্তমান এই উদ্ভিদ খুব কম দেখা যায়। এই উদ্ভিদটির পাতাগুলো হাতে নিয়ে মোচড়ালে খুব বিশ্রী ধরণের দুর্গন্ধ করে।

এর কাঁচা ফলগুলো খুব দুর্গন্ধ করে। কিন্তু এই উদ্ভিদটির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

IMG_20210727_150021.jpg

স্বাস্থ্য উপকারিতা

👉 এটি মানবদেহের কোলেস্টেরলের পরিমান কমিয়ে দেয়।এর পাতা পিষে প্রতিদিন পানিসহ এক চামচ করে খেলে শরীরের কোলেস্টেরলের উপস্থিতি কমিয়ে দিতে সক্ষম।

IMG_20210727_150029.jpg

👉হার্টের গতি স্বাভাবিক করে এই Senna Obtusifolia নামের এই উদ্ভিদের পাতাগুলো।

IMG_20210727_150036.jpg

👉শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই হ্যারাচ গাছ।

IMG_20210727_150001.jpg

👉 হ্যারাচের মুল পিষে রস করে পানিসহ খেলে লিভারে উপকারসহ পেটের হযমশক্তি বৃদ্ধি করে করে এই বিরল প্রজাতির উদ্ভিদটি।

IMG_20210727_150009.jpg

👉মানবশরীরে ডিএনএ- এর এন্টিঅক্সিডেন্ট প্রোটেকশনে যথেষ্ঠ কার্যকরি ভূমিকা রাখে এই হ্যারাচ নামের উদ্ভিদটি।

আলোকচিত্রের উৎস বর্ণনা

ছবি সংগ্রহস্মার্টফোন ক্যামেরা
আলোকচিত্র ধারণকারীমোঃ নায়েব আলী @doctorstrips
ফোনের নামসিম্ফনি
মডেলজেড২৫
স্থানবিশলা,ভেন্ডাবাড়ী, রংপুর,বাংলাদেশ
তারিখ২৭/০৭/২০২১
সময়বেলা ২ঃ৩০ ঘটিকা

সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ

ধন্যবাদান্তে-
@doctorstrips

Sort:  

image.png

Nice to read your post .

Keep posting and stay with our community .

Thank you

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65761.91
ETH 3385.70
USDT 1.00
SBD 2.62