কিভাবে বাড়ীতে পুতুল তৈরি করা যায়?

আসসালামু আলাইকুম

স্টিমিয়ান বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ।
কেমন আছেন সবাই। আশাকরি সবাই অনেক ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি সকলের দোয়ায়।

IMG_20210809_094043.jpgwhat3words Location

এই কমিউনিটির আজক আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি -কিভাবে বাড়ীতে পুতুল তৈরি করা যায়?

উপকরণঃ-

১.নরম প্লাস্টিক বা রাবার,
২.সুতা বা পাটের আঁশ
৩.আটা বা গাম
৪.ফোন্না,কাঁচি ও কাটার বা ব্লেড
৫.কাজল ও লিপস্টিক
৬.একটি কাপড়ের টুকরা শাড়ী হিসাবে ব্যবহারের জন্য।

পোস্টের ফটোগুলো শুধুমাত্র মডেল ও চার্ট হিসাবে ব্যবহৃত হয়েছে।বাস্তবে উপরোক্ত উপকরণ গুলো ব্যবহার করে পুতুল বানানো যায়।

কার্য পদ্ধতি

আমরা এই পুতুল বানানোর কাজটি করবো কয়েকটি ধাপে-

প্রথম ধাপ

প্রথমে নরম প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ সংগ্রহ করে নিচের ছবির মতো হাত, পা,মাথা,চুল ও দেহ তৈরি করবো।

প্লাস্টিক বা রাবার কাঁচি দিয়ে কেটে, তারপর ব্লেড দিয়ে সুন্দরভাবে হাত,পা,মাথা ও দেহ তৈরি করবো।

চুলগুলো কোন সুতা বা পাটের আঁশ জাতীয় জিনিস দিয়ে বানাবো।

সুতা বা পাটের আঁশগুলো কাঁচি দিয়ে কেটে মাথার চুলের সমান করে নিয়ে মাথায় আটা দিয়ে বসিয়ে দেবো।

দেহে ফোন্না দিয়ে চারটি ফুটা বা ছিদ্র করবো, যাতে দুটি হাত ও দুটি পা সেট করা যায়।

মাথার নিচের দিকে ব্লেড দিয়ে গোল করে ফুটা করবো যাতে দেহের গলাটি প্রবেশ করাতে পারি।

মাথাটির মুখের ঠোঁটে লিপস্টিক ও চোখের জায়গায় কাজল দিয়ে ডিজাইন করবো।

IMG_20210809_093327.jpgwhat3words Location

দ্বিতীয় ধাপ

এবার মাথাটির ছিদ্রতে দেহের উপরের অংশটি গলা প্রবেশ করাবো। নিচের ফটোতে লক্ষ্য করুন।

IMG_20210809_093420.jpgwhat3words Location

তৃতীয় ধাপ

ডান হাতটি দেহের হাত বসানোর জায়গায় বসিয়ে দেবো।

IMG_20210809_093455.jpgwhat3words Location

চতুর্থ ধাপ

এখন ঐভাবে বাম হাতটিও সেট করে নেয়া হলো।

IMG_20210809_093539.jpgwhat3words Location

পঞ্চম ধাপ

এবার বাম পাটি বসিয়ে দেবো দেহের বামদিকের ছিদ্রটিতে। নিচে ছবিতে দেখুন এভাবে বসাতে হবে।

IMG_20210809_093620.jpgwhat3words Location

ষষ্ঠ ধাপ

বাম পা টি লাগানোর পর নিচের ফটোতে দেখুন।

IMG_20210809_093717.jpgwhat3words Location

সপ্তম ধাপ

যথানিয়মে ডান পা টি সেট করা হলো।তারপর একটি পুতুলের মডেল তৈরি হলো।

IMG_20210809_093756.jpgwhat3words Location

অষ্টম ধাপ

পুতুলটিকে আরো সুন্দরভাবে সাজাতে কাপড়ের টুকরোটা কাঁচি দিয়ে কেটে ছোট পুতুল শাড়ী বানানোর পর শাড়িটি পরিয়ে দেয়া হলো।দেখুন ছবিতে পুতুলটি কত সুন্দর দেখাচ্ছে।

IMG_20210809_094043.jpgwhat3words Location

বন্ধুরা আমরা এভাবে বাড়ীতে অনেক সুন্দর সুন্দর পুতুলের মডেল বা পুতুল বানাতে পারি।

ছবি সম্পর্কে বর্ণনা

ছবি সংগ্রহমোবাইল ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ক্যাটাগরিপুতুল তৈরির মডেল
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
অবস্থানলেবু ম্যানশন,ভেন্ডাবাড়ী, রংপুর,বাংলাদেশ
তারিখ১১/০৮/২০২১

এতোক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ

ধন্যবাদান্তে-

@doctorstrips
doctorstrips.steemit.png
আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

Sort:  

Nice to read your post .

Keep Posting and stay with our community .

Thank you

Thanks so much for best reply


image.png

Your post has been upvoted by @zero-to-infinity. We are supporting all the STEM Content Publish in Steemit.

For more,you can visit this community

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @zero-to-infinity & @steemitblog for last updates

This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63223.35
ETH 2688.72
USDT 1.00
SBD 2.55