Club5050 || Steem Bangladesh Contest : The Diary Game[Simple day] || 30-08-2022

in Steem Bangladesh2 years ago (edited)

আসসালামু আলাইকুম



আজকেও সকালে উঠেছি ১০ টার পরে৷ ঘুম থেকে উঠে পোস্ট লিখলাম৷ এরপর সকালের নাস্তা করলাম৷ আমি সকালে আজকে ভাত খাইছি৷ আজকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। সকাল বেলা ঘরে বসে বসে ইন্টারনেট এর কিছু কাজ করলাম৷ পাশাপাশি বন্ধুদের সাথে ম্যাসেন্জারে কাজ করলাম৷ আমার শশুড় ও শাশুড়ী বাড়িতে তাইম।শশুড় অসুস্থ তার চিকিৎসার জনঢ় বাইরে গেছেন৷ বাড়ি অনেকদিন ধরে ফাঁকা পরে আছে৷ তাই আমার বললেন ওদের বাড়ি যেয়ে দেখে আসতে। আমার বউকে বলে রাখছি বিকালে তাদের বাড়ি যাবো।



আমার একটি চাইনিজ একুরিয়াম আছে সেখানে ৪ টা মাছ ছিলো গত পরশু একটা মাছ মারা গেছে এখন আছে তিনটি মাছ। দুপুর বেলা আমার মা বেলকনিতে বসে গাছ লাগাচ্ছিলো৷ আমার মা গাছপালা লাগাতে পছন্দ করে। আমিও করি কিন্তু বর্তমান কাজপর চাপে করা হয়ে উঠে না৷ আমাদের বেলকনিতে কিছু ঘাস ফুল ফুটছে। এই ফুল গুলো সকালে ফুটে আাবর দুপুর হতে হতে ঝরে যায়৷ আমি প্রতিদিন সকালে বেলকনিতে যাই না। দুপুরে যাই তখন আর ফুল গুলো দেখতে পাই না৷ এগুলো সিজেনিয়াল ফুল। বর্ষাকালে ফোটে হয়তো৷ আমাদের বাসায় গোলাপি, লাল, হলুদ ও সাদা বর্ণের ঘাস ফুল আছে৷ আমি সেগুলোরই কিছু ছবি তুললাম।



দুপুরে গোসল করবো ভাবলাম৷ পরে একটা কাজ করতে গিয়ে দুপুরে আর গোসল করাই হলো না৷ মা আমাকে দুপুর ভাত খাওয়ায় দিলেন৷ এরপর ঘন্টাখানেক কাজ করলাম। ইলেক্ট্রিসিটি নাই। টাংকিতে পানিও নাই৷ তাই গোসলও করতে পারতেছিলাম৷ ইলেক্ট্রিসিটি আসলো বিকাল ৩.৫০ এ তারপর পাম্প ছাড়া হলো৷ পাম্প ছাড়ার সাথে সাথে আবার পানি তো আসে নাই৷ তাই টিভিতে ইন্টারনেট কানেকশন করে ইউটিউবে হরর কার্টুন দেখতে লাগলাম৷



বিকাল ৪ টায় গোসল করতে গেলাম৷ আমার গায়পর কাপড় আমি ধুই৷ তাই আগে কাপড় ধুইলাম৷ তারপর গোসল করলাম৷ গোসল করে ফ্রেশ হয়ে আমার বউকে রেডি হতে বললাম৷ ঐ বলতেছিলো যাবে পরে আবার তৈরি হলো৷ যাওয়ার সয়ম ওকে বললাম চলো ফুসকা খেতে যাই। যাবে না জোর করে নিয়ে গেলাম৷ ফুসকা ও আচার কিনে দিলাম৷ আমি বাজারে গিয়ে পেয়ারা ও পাকা পেঁপে কিনলাম৷ এরপর ওদের বাসায় গেলাম৷ ওদের বাড়িতে গিয়ে দেখি বদ্ধ ঘরে কেমন একটা গন্ধ হয়ে আছে৷ একটা তেলাপোকা দেখলাম৷ তাই ছবি তুলে নিলাম৷ এরপর বাড়ি চলে আসলাম৷ বাড়িতে এসে দেখি আমার ছোট খালা আসছেন৷ তার সাথে কিছুক্ষণ কথা বললাম৷



আমার মা আমাকে পপকর্ন খেতে দিলেন৷ আমি সেগুলো খেয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দেখতে লাগলাম টিভিতে। খেলা রাত ১২ টা পর্যন্ত দেখলাম৷ এর মাঝে রাতের খাবার খাইলাম৷ আমি তে রাতে দেরিতে ঘুমাই৷ রাত ১ টার সময় বৃষ্টি শুরু হলো৷ বিদুৎ চমকাচ্ছিলো। হঠাৎ জোরে বিদ্যুৎ চমকায় ইলেক্ট্রিসিটি চলে গেলো৷ আমি টিভির মেইন সুইচ অফ করে রাখলাম৷ এরপর বেলকনিতে গিয়ে বৃষ্টি পড়া দেখলাম৷ বৃষ্টিতে ফুল গুলো ভিজে গেছে৷ ফুলের পাপড়ির উপর পানির ফোট জমে আছে। দেখতে ভালোই লাগতেছিলো৷

IMG20220831120049.jpg

IMG20220831120223.jpg

IMG20220831120213.jpg

IMG20220831025707.jpg

IMG20220831025635.jpg

IMG20220831115927.jpg

IMG_20220831_142040.jpg

IMG20220830223849.jpg

IMG20220830223858.jpg



CameraSamsung M10
LocationParbatipur
Photo taken by@toufiq1994

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

ভাইয়া ফুলের ছবিটি অসাধারণ হয়েছে। আমার এই ফুল অনেক পছন্দের।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95317.76
ETH 3302.38
USDT 1.00
SBD 3.31