MY VILLAGE 10 PICS AND STREET PHOTOGRAPHY  10 REMUNERATED PERSONS.20-03-2021

in Steem Bangladesh3 years ago

Assalamu Alaikum I hope you are very well Inshallah I am very good The post I have brought among you is the ten paid people in my village
20210318_104108.jpg
এই ব্যক্তির নাম মোঃ রুবেল হাসান সে নিয়মিত কাজ করে এই কাজ করে যে টাকা পায় সে টাকা দিয়ে তার সংসার চলে তাই সে কাজ করতে কোন সংকোচ বোধ করে না

20210320_140254.jpg
এখানে যে ব্যক্তি কি দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম হল দেলোয়ার হোসেন তিনি ওয়ালে কার্ড মারার জন্য খুবই বিখ্যাত তাই সবাই তাকে কাজে নিয়ে থাকে
20210320_103934.jpg
এই ব্যক্তির নাম হলো সুমন খুব দ্রুত কাঠের গাই পেরাক মারতে পারে যারা কাজে কোনো অবহেলা করে না তারাই সাধারণত সাফল্যের দিকে এগিয়ে যায় রোদ-বৃষ্টি দেখা নেই সব সময় কাজ করে থাকে
20210318_191246.jpg এই ব্যক্তি তার নাম হলো আল মাসুদ রানা সে নিয়মিত ব্যায়াম চালিয়ে তার সংসার সালাই কারণ তার পরিবারে কয়জন সদস্য আছে যদি সে নিয়মিত তার ভ্যান গাড়ি না চালাই তাহলে সংসার চলবে না তাই সে প্রতিনিয়ত ভ্যান গাড়ি নিয়ে টাকা উপার্জন করে

20210318_122901.jpg

এখানে যে ব্যক্তি কে আপনারা রড বাইন্ডিং দেখছেন সে ব্যক্তি হলো এই যে কাজ করছে এই কাজের উদ্যোক্তা তিনি বিল্ডিং ধরে এবং লেবার দিয়ে কাজ চালাই তার নাম হলো সাগর রহমান
20210318_110501.jpg

এখানে যে ব্যক্তিটি কে ইটের দেয়ালের উপরে হাঁটতে দেখছেন তার ভেতরে অনেক প্রতিভা আছে তা নাহলে 5 ইঞ্চি ইটের উপরে এভাবে হাটতে হাটতে কাজ করা সম্ভব হতো না উপরে কাজ করা কিন্তু খুব কঠিন কারণ রোদের প্রচণ্ড তাপ সেটা সহ্য করেও কিন্তু কাজ করতে হয় কারণ পেটে খিদের জ্বালা আছে

20210303_192804.jpg এখানে যে ব্যক্তিটি কে আপনারা দেখছেন বসে বসে জিলাপি ভাজা হলো আমাদের গ্রামের এক মুরুব্বী নাম মোঃ কুতুব আলী তিনি যে কোন অনুষ্ঠানে গিয়েই এভাবেই জিলাপি বিক্রি করে অনুষ্ঠান যদি সারারাত হয় সারা রাত্রি সেই জেলা বিক্রয় করে কারণ তার নিজের বলতে আর কেউ নেই সে খুবই একা যার কারণেই মুরুব্বী অন্য কোন কাজ করতেই পারে না তাই সে এই ব্যবসাটি ধরে রেখেছে যাতে তার সংসার খুব ভালো হতে চলে যায়

20201205_102855.jpg এই মুরুব্বির নাম মোঃ আক্কেল আলী সেই প্রচন্ড গরমের মধ্যেও কাজ করে চলেছে কারণ কাজ না করলে কেউ খেতে দেবে না একমুঠো তাই সেই বয়সে এসেও মানুষের জমিতে কাজ করতে যাচ্ছে তার কিন্তু এখন বসে বসে খাওয়ার কথা কিন্তু সেটা তার কপালে হয়তো হয়ে ওঠেনি তাই সে পরিশ্রম করে খাচ্ছে

20201122_121649.jpg

এখানে যে ব্যক্তি এ কাজ করতে দেখছেন এ ব্যক্তির নাম ওমর সাইদুর রহমান এখানে যে কাজ চলছে সেটা হল পুকুর বোঝানোর কাল অর্থাৎ লরি দিয়ে মাটি নিয়ে আসা হচ্ছে এবং সেখানেই মাটি দিয়ে পুকুর বোঝানো কাজ চলছে এই ব্যাক্তি একাই একশ গাড়ি মাটি নিজ হাতে জমিতে ফেলে সমান করে রেখেছি

20210317_150705.jpg
সর্বশেষ যে ব্যক্তি টা কে দেখছেন সে তার নাম হলো আলাউদ্দিন সে একজন কাঁচামাল ব্যবসায়ী সে প্রতিনিয়ত হাটে দিয়ে সবজিগুলা বিক্রয় করেঃ

১. আলু
২.লাউ
৩.বেগুন ও টমেটো
৪.করলা
৫.মিষ্টিকুমড়া
৬.পালন শাক
৭. লাল শাক
৮.ঝাল
৯. পিয়াজ
১০. আদাও রসুন
সবজি জাতীয় সব ধরনের পূন্য তার কাছে পায়া যায়

Cc-: @steemcurator01
@steemcurator02
@steemitblog

     #Bangladesh
       @torikul001

লেখার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভাল থাকবেন ইনশাল্লাহ

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66687.52
ETH 3495.91
USDT 1.00
SBD 3.20