Step1: How you can Join Steem Ecosystem?

in Steem Bangladesh4 years ago (edited)

Me and @toufiq777 ,we both are thinking how we can connect our Bangladeshi people to the steem ecosystem. Our first step is to give them a clear concept about steemit. So we make tutorial step by step for the newbies about steemit in our own language. This is our 1st Tutorial.


There is so many confusion produced when someone wants to join steen ecosystem. Some of them don't understand how to get this account. Here is little approach to help them to connect them to this great ecosystem.

স্টিমিটে একাউন্ট খোলার সময় সবচেয়ে বড় প্রশ্ন আসে, "এখানে একাউন্ট কিভাবে খুলতে হয়?" কারণ এটি অন্যান্য সোস্যাল মিডিয়া ফেসবুক, ট্যুইটার এগুলোর মত না। তাই আমরা স্টীম বাংলাদেশ কমিউনিট তাদের সাহায্য করতে চাই যারা steemit.com যোগ দিতে চান। তাহলে শুরু করা যাক।

There so many Dapps available in internet for steem ecosystem. What is Dapps? we will clear it later. To open an I chose steemhunt.com. Which is a Dapp of steem blockchain.

প্রথমেই একাউন্ট খোলার জন্য steemhunt.com এ প্রবেশ করুন। এটি স্টিমিটের একটি Dapp. এটা সম্পর্কে পরে বিস্তারিত বলব।

3.JPG

এখন চিত্রে নীল তীর চিহ্নিত Sign up এ ক্লিক করুন।

Now click on the sign up Button. As you can see a blue arrow indicate it.

Inked3_LI.jpg

তারপর এরকম একটা উইন্ডো বা পেজ আসবে। যেখানে বলবে আপনি আপনার Username দিন। এটি অনেকটা ইমেইল লেখার সময় @ এর আগে যে নাম আমরা চয়েস করি অনেকটা সেরকম।

Then you will see this a window like this. Now you need to chose a user name for your account.

4.1.JPG

এখানে আপনি আপনার পছন্দমত user name নিতে পারেন। তবে আপনার আগে যদি কেউ আপনার পছন্দের নামটি ব্যবহার করে এখানে জয়েন করে থাকে তবে আপনাকে নতুন নাম চয়েস করতে হবে। এখানে আমি dummy নামটি চয়েস করেছিলাম কিন্তু এটা ব্যবহৃত হয়ে গেছে।

Here you can chose your user name as you like, if the name is available. Otherwise you have to chose another. As you can see I have try to chose a name dummy, but it's not available.

4.JPG

আমি dummy এর পরিবর্তে dummyaccount নামটি চয়েস করেছি। এটা সবুজ চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে, এটি আমি ব্যবহার করতে পারি।

As you can see I have used another name dummyaccount. It's shows that it's available to use it with a green sign.

Inked5_LI.jpg

তারপর Continue এ ক্লিক করুন।

Then press on Continue.

Inked5.1_LI.jpg

এরপরে দেখবেন এমন একটা উইন্ডো আসবে । যেখানে আপনার ফোন নাম্বার চাইবে। আগে আপনার দেশ বাংলাদেশ সিলেক্ট করে নিন। তারপর আপনার মোবাইল নম্বর দিন। অনেকটা আমি যেভাবে দিয়েছি সেভাবে।

Next a window will appear like this. Where you have to put your phone number. First select your country as Bangladesh. Then give your mobile number. Like the way I gave.

7.JPG

তারপর Send SMS এ ক্লিক করলে দেখবেন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসছে। এই কোডটির মেয়াদ ১৮০ সেকেন্ড মানে ৩ মিনিট থাকবে।

Then click on Send SMS button and you will get a verification code to your number. This code is valid for 180 Second which means 3 minutes.

8.JPG

Screenshot_20200714-225423_Messages.jpg

যদি এই ৩ মিনিটের মাঝে কোডটি দিতে না পারেন তবে Resend এ ক্লিক করবেন। তখন আপনার নাম্বারে আবার ভেরিফিকেশোন কোড যাবে।

If you can't enter the code within 3 minutes, click Resend. Then you will get another verification code.

এখন এই কোডটি এখানে প্রবেশ করান । তারপর Verify PIN এ ক্লিক করুন।

Now enter the code here and click on Verify PIN.

9.JPG

Inked9_LI.jpg

তারপর দেখবেন একটি পেজ আসছে, যেখানে লেখা আছে আপনার Phone Number Verify হয়েছে।

Then you will see a page coming up, where it is written that your phone number has been verified.

Inked10_LI.jpg

এখন Continue এ ক্লিক করার পর দেখবেন আপনি অনেক বড় পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এটি আপনি Nodepad অথবা Microsoft word অথবা আপনার পছন্দমত কোন জায়গায় কপি করে রেখে দিন।

After clicking on Continue button you will see a very long passwords. You just copy it and store it to Nodepad or Microsoft Word or anywhere secure place you like.

11.JPG

তারপর Continue ক্লিক করলে এরকম একটা Popup মেসেজ আসবে। যেখানে আপনাকে জিজ্ঞাস করা হবে আপনি আপনার পাসওয়ার্ড সেভ করেছেন কিনা?( মানে কপি করছেন কিনা)

Then click Continue, a popup message will appear. Where you will be asked if you have saved your password?
(I mean whether you are store it offine)

12.JPG

Yes , I have saved my key security
এ ক্লিক করুন। এখন দেখবেন আপনার একাউন্ট খোলা হয়ে গেছে।

Click on the red button(Yes , I have saved my key security). Now you got an account in Steemit.com

13.JPG

এখন steemitwallet.com এ যান।

Now go to https://steemitwallet.com.

14.JPG

সেখানে গিয়ে Login এ ক্লিক করুন। তারপর আপনার User name এবং যে Password টা কপি করে রাখছেন সেটা দিন। এরপর Login এ ক্লিক করুন।

Then enter your User name and the password that you have stored offline. Next click on Login.

15.JPG

এখন দেখুন এমন একটি পেজ বা উইন্ডো এসেছে। এটা আপনার একাউন্টের ওয়ালেট। আপনি steemit থেকে যা উপার্জন হবে সব এখানে এসে জমা হবে।

Now you will see this page. This is your account wallet. All that you will earn from steemit will be deposited here.

16.JPG

এখানে Keys & Permissions নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করুন।

Here you can see an option called Keys & Permissions. Click here.

17.JPG

এখন যদি একটু নিচের দিকে নামেন তাহলে ৫ টি Key দেখতে পাবেন।যথাঃ

Now if you scroll down a little, you will see 5 Key

  • Posting Key
  • Active Key
  • Owner Key
  • Memo Key
  • Public Keys

18.JPG

19.JPG

20.JPG

21.JPG

22.JPG

এদের মধ্যে Posting Key ,Active Key,Owner Key, Memo Key এই চারটি Key খুব গুরুত্বপূর্ণ । এগুলো আপনি আগের মত করে Nodepad অথবা Microsoft word অথবা আপনার পছন্দমত কোন নিরাপদ জায়গায় কপি করে রেখে দিন। এই Key গুলো সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব।

Posting Key, Active Key, Owner Key, Memo Key these four keys are very important. You just copy them to Nodepad or Microsoft Word or any other safe place of your choice. We will discuss these keys in detail later.

এখন https://steemitwallet.com থেকে Logout করুন।

Now logout from https://steemitwallet.com.

26.JPG

এখন steeemit.com এ যান। সেখানে গিয়ে login ক্লিক করুন।

Now go to steeemit.com and click on login.

28.JPG

এখন আপনার Username এবং পাসওয়ার্ড হিসেবে একটু আগে যে পোস্টিং Key টা দেখলেন, সেটা দেবেন। তারপর login করুন।

Now give your Username and Password as the Posting Key that you save a while ago.

27.JPG

তারপর আপনি এই ওয়েবসাইট ব্যবহার এর বিভিন্ন শর্তাবলি দেখতে পাবেন। সেগুলতে টিক দিয়ে Continue এ ক্লিক করুন।

Next You will see the terms and condition of this website. First Read them then if you agree then tick ​​them and click Continue.

23.JPG

24.JPG

এটা আপনার Homepage.

This is your homepage.

25.JPG

প্রোফাইলে যেতে উপরের ডান কোণায় ক্লিক করুন।

Click on the top right corner to go to the profile.

29.JPG

এটা হলো প্রোফাইল পেজ বা উইন্ডো।

Your profile would be like this.

30.JPG

তাহলে আর দেরী কিসের আজই steemit.com এ জয়েন করো।

So, why are you waiting!! Join right in the steem blockchain system.

Sort:  
 4 years ago 

Onek helpful post, new users der onek kaje ashbe post ti

 4 years ago (edited)

নতুন দের আশা করি সমস্যা হবে না। কালকে key সম্পর্কে লিখব।

 4 years ago 

👍

 4 years ago (edited)

Nice writing skill bro and thank you for highlighting the information nicely. Informations are nicely decorated by@tarpan , so I hope that you can join easily by follwing these steps.

Nice tutorial. Maybe you can do a tutorial for other steem dapps such as wherein.io too.
Their website is in Chinese but the apps has English language as well. At the beginning of the apps for sign up still in Chinese but it straightforward actually, just use the same steem account name and your active key for login.

 4 years ago 

Thanks for appropriating me.
There is a lot of dapps in this blockchain. I am trying to understanding these dapps.
I will try my best to make a very well decorated tutorial of wherein.io

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60268.51
ETH 3201.96
USDT 1.00
SBD 2.43