Step 8- কিভাবে আপনি আপনার পোস্ট এ List ব্যবহার করবেন?

in Steem Bangladesh4 years ago

আজ আপনাদের সাথে শেয়ার করব , কিভাবে আপনি আপনার পোস্টে লিস্ট ব্যবহার করবেন। আশা করি নিচের টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন।

image.png

Source

মূলত Steemit এ আপনি ২ ধরণের লিস্ট ব্যবহার করতে পারবেন।

  1. একটা Ordered List
  2. আরেকটা Unordered List

Ordered List

Ordered list হল সেই সকল লিস্ট যা নাম্বার দিয়ে শুরু হয়। এটা করা খুব সহজ শুধু নাম্বার দিন তারপর ডট (.) দিন।

যেমনঃ

  1. প্রথম স্থান
  2. দ্বিতীয় স্থান
  3. তৃতীয় স্থান

এভাবে আপনি আপনার Ordered List বানাতে পারেন।

Unordered List

এই লিস্ট টায় মূলত কোন নাম্বার থাকবে না। আপনি আপনার লিস্ট বুলেট পয়েন্ট আকারে প্রকাশ করতে চাইলে এই কোড ব্যবহার করুন।

  • বুলেট পয়েন্ট লিস্ট
  • বুলেট পয়েন্ট লিস্ট

এটা করার দুটি উপায় আছে খুব সহজ ।
১ম উপায় আপনি আপনার লিস্টের সামনে (*) দিন তারপর স্পেস দিয়ে লিখুন

ঠিক এভাবে

* বুলেট পয়েন্ট লিস্ট

২য় উপায় হচ্ছে আপনি আপনার লিস্টের সামনে একটা হাইপেন (-) দিন। তারপর একটা space দিন ।

ঠিক এভাবে,

 - হাইপেন দিয়ে লিস্ট

  • হাইপেন দিয়ে লিস্ট
  • হাইপেন দিয়ে লিস্ট

আশা করি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি । এখন পোস্ট করার সময় ট্রাই করে দেখুন।

Sort:  
 4 years ago 

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62916.93
ETH 3028.97
USDT 1.00
SBD 3.67