Step 7: বিভিন্ন সাইজের Headline লেখার উপায়

in Steem Bangladesh4 years ago (edited)

আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার যে কোন পোস্ট কে সুন্দর ভাবে সাজাবেন। এজন্য আপনাকে কিছু ব্যবহার করতে হবে। আপনি অনেক পোস্টেই খেয়াল করবেন যে , পোষ্টের বিভিন্ন অংশে বড় বড় হেডলাইন মানে বড় সাইজের কিছু শব্দ লেখি।

bubble-160785_1280.jpg

এগুলিকে হেডলাইন বলে।

যেমন এই লেখাটি একটি হেডলাইন।

steemit editor এ আপনি ৬ প্রকারের হেডলাইন ব্যবহার করতে পারবেন।
এদেরকে নিচের নামগুলি দ্বারা চিহ্নিত করা হয়।

হেডার 1 / Header 1

হেডার 2 / Header 2

হেডার 3 / Header 3

হেডার 4 / Header 4

হেডার 5 / Header 5
হেডার 6 / Header 6

এখন কিভাবে হেডলাইন গুলি লিখবেন। চলুন জেনে নেই

হেডার 1 / Header 1

আপনি যে কোন লেখার সামনে একটা (হ্যাস )#বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি অনেক বড় আকারে দেখা যাচ্ছে। নিচের দিকে খেয়াল করুন

# এটা সবচেয়ে বড় লেখা


দেখুন লেখাটি বড় হয়েছে

এটা সবচেয়ে বড় লেখা


হেডার 2 / Header 2

আপনি যে কোন লেখার সামনে ২টি (হ্যাস )# #বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।

## এটা ২য় সবচেয়ে বড় লেখা

দেখুন লেখাটি

এটা ২য় সবচেয়ে বড় লেখা


হেডার 3 / Header 3

আপনি যে কোন লেখার সামনে ৩টি (হ্যাস )###বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।

### এটা ৩য় সবচেয়ে বড় লেখা

দেখুন লেখাটি

এটা ৩য় সবচেয়ে বড় লেখা


হেডার 4 / Header 4

আপনি যে কোন লেখার সামনে ৪টি (হ্যাস )####বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।

#### এটা চতুর্থ বড় সাইজের লেখা

দেখুন লেখাটি

এটা চতুর্থ বড় সাইজের লেখা


হেডার 5 / Header 5

আপনি যে কোন লেখার সামনে ৫টি (হ্যাস )#####বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।

##### এটা ৫ম বড় সাইজের লেখা

দেখুন লেখাটি

এটা ৫ম বড় সাইজের লেখা


হেডার 6 / Header 6

আপনি যে কোন লেখার সামনে ৬টি (হ্যাস )######বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।

###### এটা সবচেয়ে ছোট সাইজের লেখা

দেখুন লেখাটি

এটা সবচেয়ে ছোট সাইজের লেখা



এই লেখাগুলো হেডলাইন হিসেবে ব্যবহার করা হয়।

Sort:  
 4 years ago (edited)

খুব ভালো, এই জিনিসটি অনেকেই জানেন না৷ ধন্যবাদ আপনার অবিজ্ঞতা গুলো মানুষের মাঝে শেয়ার করার জন্য৷

Screenshot_20200724-172631_Chrome.jpg

আমি নিজেও শুধু একটা # ব্যবহারের কথা জানতাম। এতগুলো যে ব্যবহার করা যায় জানতাম না। আমার জানা হয়ে গেলো ☺🤗

 4 years ago 

Very helpful post.
Thank you @tarpan

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64512.68
ETH 2615.54
USDT 1.00
SBD 2.82