Step 3 : Knowing you steemwallet fuction

in Steem Bangladesh4 years ago

আমরা step1 এই steemwallet এর সাথে পরিচিত হয়েছি। আজ steemwallet এর function গুলি সম্পর্কে আরেকটু বিস্তাড়িত জানার চেষ্টা করব।

1.JPG

প্রথমেই https://steemitwallet.com এ গিয়ে আপনার active key দিয়ে একাউন্ট ওয়ালেট প্রবেশ করুন। আপনি চাইলে steemit.com এ আপনার প্রোফাইল wallet অপশনে ক্লিক করেও প্রবেশ করতে পারেন।

3.JPG

4.JPG

16.JPG

Steem

একাউন্ট এ ঢুকে আপনি যে Steem লেখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ওয়েবসাইটের currency. ডানপাশে আপনার কতগুলি steem আছে এর পরিমাণ দেয়া আছে। এখান থেকে আপনি steem ইনস্ট্যান্ট ট্রানফার(Transfer), বিক্রি(sell) , power up এবং কিনতে(Buy) পারবেন।

5.2.JPG

Transfer to savings আর Market এই দুটি সম্পর্কে পরে আলোচনা করব।

Steem Power(SP)

Steem power আর steem দুটো একই । কিন্তু steem power কার্যকারিতা সম্পূর্ণ ভিন্ন । আপনার একাউন্টে যে (+20.591 STEEM) দেখতে এটি মূলত আপনাকে steemit থেকে ধার(delegate) দেয়া হয়েছে যাতে আপনি পোস্ট, কমেন্ট এবং upvote দিতে পারেন। তারমানে আপনাকে steem power না থাকলে আপনি কিছুই করতে পারবেন। একে সংক্ষেপে SP বলে।

আর যে 0.000 STEEM দেখতে পাচ্ছেন এটি এই মুহূর্তে আপনার একাউন্টের STEEM Power । এর পরিমাণ বৃদ্ধি পায় যখন ৩ টি উপায়ে।

  • Power up করে
  • আপনার পোস্ট এর রিওয়ার্ড থেকে
  • আপনি কারো পোস্ট এ আপভোট দিলে সেখান থেকেও পেতে পারেন । এই পরিমাণ নির্ভর করছে আপনার একাউন্টে কত SP আছে তার উপর।

এটার পরিমাণ যতবেশি আপনার vote ভ্যালুও তত বেশি হবে।

5.3.JPG

STEEM DOLLARS

আপনার যেকোন পোস্ট এর উপার্জন সর্বচ্চো ২৫% STEEM DOLLARS আকারে pay out পাবেন । তা জমা হবে এখানে। এর বর্তমান মূল্য $1.02.

5.4.JPG

এটাও ইনস্ট্যান্ট ট্রানফার(Transfer), বিক্রি(sell) , Transfer to savings এবং কিনতে(Buy) পারবেন।

5.5.JPG

SAVINGS

উপরে Transfer to savings দেখতে পাচ্ছিলেন এটাই হচ্ছে সেটা। এখানে Steem এবং Steem Dollars দুটোই রাখতে পারবেন। এখানে steem বা steem dollars রাখতে চান তা সঙ্গে সঙ্গে চলে আসবে। কিন্তু যদি পুনরায় বের করতে চান তাহলে আপনাকে ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে। এটা করার কারণ, যদি কোন কারণে আপনার একাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে আপনি হাতে কিছু সময় পাবেন আপনার একাউন্ট পুনরুদ্ধার করার। এর মধ্যে অর্থও সুরক্ষিত থাকবে।

5.6.JPG

Estimated Account Value

আপনার একাউন্টের সবমোট ভ্যালু কত তা এখানে বলা আছে।
STEEM + STEEM POWER+STEEM DOLLARS+ SAVINGS = Estimated Account Value

5.7.JPG

আমার একাউন্ট থেকেও দেখতে পারেন ।

5.71.JPG

History

এখানে একাউন্ট খোলার শুরু থেকে সরবপ্রকার লেনদেনের তথ্য থাকে।

5.8.JPG

Keys & Permissions

এটি বোঝাতে সম্পূর্ণ একটি পোস্ট লেগে যাবে। তাই এর সম্পর্কে পরে আলোচনা করব। এই মুহূর্তে শুধু এটুকু জেনে রাখুন যে, এখানে যে Key দেওয়া আছে সেগুলো আপনার একাউন্ট কে সুরক্ষিত রাখার জন্য করা হয়েছে।

17.JPG

Change Password

যদি কোন কারণে আপনি আপনার password পরিবর্তন করতে হয় তাহলে এখান থেকে করতে পারবেন।

5.9.JPG

Communities (CREATE A COMMUNITY)

আপনি যদি নতুন community তৈরী করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার ৩ steem
পে করতে হবে।

5.10.JPG

Rewards

এখানে আপনার সকল Curation rewards এবং Author rewards এর তথ্য রয়েছে ।

আমার একাউন্ট গিয়ে দেখুন, আমি যে সকল পোস্ট এ upvote দিয়ে Curation rewards পেয়েছি

5.11.JPG

আজ পর্যন্ত যা যা, পোস্ট এবং কমেন্ট করে যে সকল Author rewards পেয়েছি তার তথ্য

5.12.JPG

এই ছিলো steemitwallet সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার প্রচেষ্টা । আশা নতুন যারা যোগ দিচ্ছেন তারা কিছুটা বুঝতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63630.04
ETH 2656.44
USDT 1.00
SBD 2.81