কবে যাবে করোনাভাইরাস - when corona will left us??

20210405_130305.jpg

পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে একটি আতংক হল করোনাভাইরাস। করোনাভাইরাস প্রায় দেড় বছর হয়ে গেল পৃথিবীতে তার থাবা বসিয়েছে এবং অনেকগুলো প্রাণ ঝরে গেছে। তার চেয়ে বড় কথা, মানুষ যে পরিমাণ আতঙ্কিত হয়েছে- নিকট ইতিহাসে পৃথিবীর মানুষ এরকম আতঙ্কিত অন্য কোনো বিপদ হয়নি।

যখন আমরা ধারণা করছি করোনা ভাইরাসের প্রকোপ কমে এসেছে, সবাই একটু নিশ্চিন্ত হয়েছে এবং স্বাভাবিক জীবন-যাপনে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছি, ঠিক সেইসময় করোনাভাইরাস আগের চেয়েও আরো ভয়াবহ আকৃতিতে আবার ফিরে এসেছে।

বাংলাদেশেও সম্প্রতি করোনাভাইরাস তার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাক্কা আঘাত হেনেছে। এটি এমন এক সময় আঘাত হেনেছে, যখন এদেশের মানুষ মোটামুটি নিশ্চিন্ত হয়ে গিয়েছিল যে- করোনা ভাইরাসের প্রকোপ কমে এসেছে। কারণ আমাদের সবারই একটা আশঙ্কা ছিল- শীতকালে এই প্রকোপ বাড়তে পারে। সেই কারণে সবাই সতর্ক ছিলাম, এমনকি আমাদের স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শীতকালে খোলা হয়নি শুধুমাত্র করোণা সংক্রান্ত এই আতঙ্ক থেকে।

কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে শীতকালে যেরকম আমরা আশঙ্কা করেছিলাম, সেভাবে করোণার প্রকোপ খুব একটা বাড়েনি। ফলে সবাই খুব নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম। যখন আমরা নেড়েচেড়ে বসেছি এবং আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করার, সর্বোচ্চ মাত্রায় ফিরে যাওয়ার চেষ্টায় রত, ঠিক সেইসময় করোনার এই ধাক্কা আমাদেরকে আবার আতঙ্কের দিকে ঠেলে দিয়েছে।

এখন তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা- কবে যাবে করোনা ভাইরাস? আদৌ যাবে কি?? সত্যি কি আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো?? না কি এভাবেই চলতে থাকবে?

এ বিষয়ে আমার মতামত আমি শেয়ার করেছি এই ভিডিওতে.. কবে যাবে করোনাভাইরাস??

আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি- করোনাভাইরাস পৃথিবী থেকে চিরতরে কখনোই নির্মূল আর হবে না। সর্বোচ্চ যে আশার বাণী গুলো আমরা শোনাতে পারি সেগুলো হতে পারে...

১. করোনাভাইরাস তার শক্তি হারিয়ে অন্যান্য সর্দি জ্বরের মতো হয়ে যাবে।

২. মানুষের শরীরে করোনাভাইরাসের প্রতি এরকম ইমিউনিটি তৈরি হয়ে যাবে যে- এটাতে আক্রান্ত হলে অন্যান্য রোগের মতই খুব বেশি মানুষ মারা যাবে না। একটা সময় সুস্থ হয়ে যাবে।

৩. করোনাভাইরাসের কার্যকর টিকা আবিষ্কার হবে এবং যারা তা নিবে, তারা পোলিও, ধনুষ্টংকার, হাম ইত্যাদি রোগের মত এর থেকে প্রতিরোধক সুরক্ষা পাবে।

আপাতত এই তিনটি পজিটিভ শেষ সম্ভাবনা মাথায় ঘুরছে। এগুলো যদি হয়, তবে আমরা একেবারে নিশ্চিন্ত হব- তা বলা যায় না, তবে আমরা মন্দের ভালো একটা পরিবেশ পেতে পারি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63252.26
ETH 2662.75
USDT 1.00
SBD 2.79