Steem-bangladesh Contest:Book review

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম,

@steem bangladesh এর সকল সদস্যদের স্বাগতম।

"হাত কাটা রবিন"

কৈশোরের প্রথম ভালালাগার বই।

images.jpeg
source

বই পরিচিতি:

বইহাতকাটা রবিন
লেখকমুহাম্মদ জাফর ইকবাল
ভাষাবাংলা
বইয়ের ধরনকিশোর উপন্যাস
পাতা সংখ্যা৭২
প্রকাশিত১৯৭৬, ২০০৬
প্রকাশকমাওলা ব্রাদার্স

নামকরনঃ

একটি পাড়ার একগুচ্ছ কিশোর দের ঘিরে উপন্যাস টি রচিত হয়েছে। আর দশটা সাধারণ পাড়ার মতই তাদের পাড়াতেও একটা ফুটবল ক্লাব ছিল কিন্তু বলের অভাবে ক্লাবটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।হঠাৎ পাড়াতে এক নতুন ডাক্তার পরিবার এর আগমন ঘটে, পরিবারের একটি ছেলে সদস্য রয়েছে, ছেলেটির বাম হাতের কনুই থেকে নিচের অংশ কাটা তার নাম ছিল, রবিন যে কিনা গল্পের মুল চরিত্র।
তার নামেই উপন্যাস টির নামকরন করা হয়েছে "হাতকাটা রবিন"

চরিত্র সমুহঃ

★ মুল চরিত্রে - রবিন
★ ২য় অন্যতম চরিত্র - টোপন
ও তাদের বন্ধু (মিশু,সলিল, হীরা, নান্টু, টিপু,কাসেম)
এছাড়াও,
★ শফিক ভাই
★ ডাকাত দল
★ ইসমাইল খাঁ
উপন্যাসে চরিত্রের ভুমিকায় আছে।

images (1).jpeg
source

উপন্যাস সার-সংক্ষেপঃ

উপন্যাসের সকল বিষয় বস্তু ২য় অন্যতম চরিত্র টোপনের মাধ্যমে ব্যক্ত হয়ে থাকে,তাদের পাড়ার অচল" স্পুটনিক ফুটবল ক্লাব "রবিন আসার পর সচল হয়।রবিন ক্লাবের অধিনায়ক হয়।রবিনের বাম হাত কাটা থাকা সত্তেও সে তার হাতের অভাব কোন ভাবেই প্রকাশ করত না তাদের কাছে,
তার হাত নিয়ে সবাই কৌতুহল বশত সবাই জিজ্ঞাসা করলেও সে হাসি দিয়ে বলত ইঁদুর খেয়ে ফেলেছে।
রবিন ছিল ভিষন জেদী ও ডানপিটে যার দরুন ক্লাবে অন্য ভাল ফুটবলার থাকা সত্ত্বেও শুধুমাত্র বলের মালিক হওয়ার দুরুন নিজেই ক্যাপ্টেন হয়। কিছু দিনের মধ্যেই রবিন সাথে টোপন দের বন্ধুত্ব হয়ে যায়।
হঠাৎ তারা একদিন রাতে একদল ডাকাত কে দেখতে পায়,এবং তারা লক্ষ্য করে ডাকাত দলের একজন আহত।
তখন থেকেই রবিন এর মাথায় গোয়েন্দাগিরিও ভুত চেপে বসে,সে ঠিক করে ডাকাত দলকে ধরিয়ে দিবে কিন্তু সে পুলিশ কে কিভাবে বিশ্বাস করাবে। তার বন্ধুরা মিলে ঠিক করে ডাকাত দলের পিছু নিবে তার পর শুরু হয় তাদের এডভেঞ্চার যাত্রা।সকল ভয় ভিতি পিছু ঠেলে সাহসিকতার পরিচয় দিয়ে ডাকাত সাথে সম্মুখ লড়াই করে তারা সফল হয় ও ডাকাত দলকে পুলিশের কাছে সোপর্দ করে।

উপন্যাসটির কয়েকটি লাইনঃ

"আমি কল্পনা করতে লাগলাম ওরা অন্ধকারে গুড়িয মেরে হেটে যাচ্ছে, নৌকায় উঠছে , সবকিছু ঠিকঠাক নিয়ে টেলিস্কোপে ডাকাতদের নৌকাটাকে লক্ষ করছে অধৈর্য হয়ে অপেক্ষা করছে কখন ওটা ছাড়বে। রবিন গালিগালাজ করছে, টিপু তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতেমাঝে মাঝে রবিনের কথায় উত্তর দিচ্ছে। এক সময় নৌকা ছেড়ে দিল। অন্ধকার রাত, আকাশে মিটমিট করছে তারা, ঠান্ডা বাতাস হিল হিল করে বইছে, ছপাৎ ছপাৎ করে মিশু আর হীরা দাঁড় টানছে। অন্ধকারে আবছাভাবে তীরের গাছপালা জঙ্গল দেখা যাচ্ছে। বিষম যন্ত্রনা আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। আমি উঠে বসলাম আর তখনই কিছু না ভেবে চিন্তে হঠাৎ ঠিক করে ফেললাম আমি ওদের সাথে যাব। যেভাবেই হোক।"

images (2).jpeg
Source

টেলিকাস্টঃ

তুমুল জনপ্রিয় এই উপন্যাসটি নির্ভর
করে একটি ধারাবাহিক প্রচারিত হয়েছিল। ধারাবাহিকটি "হকারবিন" নামে একুশে টেলিভিশনে প্রচার করা হয়েছিল।

উপন্যাস সম্পর্কে আমার প্রতিক্রিয়াঃ

শৈশব কৈশোরে ফুটবল খেলা ও গোয়েন্দা গিরি সবার কল্পনাতেই ভাসে, রবিনের ডাকাত দল ধরার কাহিনি কৈশোরের যে কাউকে বইটি পড়াতে বাধ্য করবে,উপনাস্যের প্রথমে মজা একটু কম লাগলেও আস্তে আস্তে উত্তেজনা বাড়তে থাকে। আপনি কোন ভাবেই মাঝ পথে পড়া ছেড়ে দিতে পারবেন না লেখক আপনাকে শেষ করা অব্দি আটকে রাখবে।আমার মতে এমন একটি উপন্যাস কিশোর দের বার বার পড়তে আকর্ষণ করবে।
আমার পড়া আদর্শ এডভেঞ্চার উপন্যাস।সকল কে পড়ার অনুরোধ করছি আশা করি সময়ের অপচয় ঘটবে না।

মুল বইটি কিনতে রকমারী লিংকঃ
source
পিডিএফ লিংকঃ
source

আমার ইউজার আইডিঃ @tanvir612

★ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ★

Sort:  
 3 years ago 

Nice to see your post. Thank you for such a beautiful post

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

Exceptional book review. Keep posting bro.

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.033
BTC 64009.76
ETH 3148.04
USDT 1.00
SBD 3.91