Dasvidaniya (2008) ||| Movie Review

in Steem Bangladesh4 years ago (edited)

6KincH1mMRDEV5spFwiRAdb4rFGhpqSSH6B8iSYyiNEGqLyKJveUyutBnUcjP4EpxATjRp7g6KzJCzYnNmJH9HAdSofy9A5HWq8BQ85QpQ4WNdqJyU6WdEAosdBC55waMZ5HuAddZn5mLeCuM2W97D8eLu1hgUrb79V76RNytEcjzXT7C9yimB.jpeg

একটা কচ্ছপ যদি তিনশত বছর বাঁচতে পারে তাহলে মানুষ এতো কম বাঁচবে কেন? - হুমায়ূন আহমেদ

"দশভিদানিয়া" মুভিটি দেখার পর দর্শকের মাথায়ও এই প্রশ্নটি বারবার ঘুরপাক খাবে।

রাশিয়ান ভাষার "দশভিদানিয়া" শব্দটির অর্থ "শুভ বিদায়"।

৩৭ বছর বয়সী অমর কাউল মুম্বাই শহরের খুব সাধারণ একজন বাসিন্দা। একটি ঔষধ কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার অমরের দৈনন্দিন জীবন এতোটাই সাধাসিধে যে তাঁর থাকা না থাকাতে কারো কিছু যায় আসে না। প্রতিদিন সকালে সে আজকের করণীয় কাজগুলোর একটি তালিকা করে, যা তাঁকে সারাদিন অনুপ্রেরণা জোগায়। একদিন পেটে ব্যথার কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাঁকে জানায় যে তাঁর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে এবং তাঁর হাতে সময় আছে মাত্র তিন মাস। তবে মৃত্যুর ভয়ে দুঃশ্চিন্তা করা কিংবা হতাশ না হয়ে মারা যাওয়ার আগে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে ১০টি কাজের তালিকা তৈরি করে অমর। এই তালিকায় রয়েছে : একটি গাড়ি কেনা, গিটার শেখা, বিদেশে গিয়ে তাঁর প্রিয় বন্ধুটির সাথে দেখা করা, ছোটবেলার বান্ধবী নেহাকে অব্যক্ত ভালোবাসার কথা জানানো, অফিসের বসকে মুখের ওপর ঝাড়ি দেয়া, পত্রিকার প্রথম পাতায় নিজের ছবি ছাপানো। একেকটি কাজ শেষ করার সাথে সাথে মৃত্যুর দিকে একধাপ করে এগিয়ে যেতে থাকে অমর।

১ ঘন্টা ৫৭ মিনিটের হিন্দি ভাষার এই মুভিটি ইউটিউবে দেখতে পারেন নিচের লিংকেঃ

ধন্যবাদ

CC:- @steemitblog @steemcurator01 @toufiq777

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63135.01
ETH 2546.56
USDT 1.00
SBD 2.64