Pencil Art
আজ আমি আপনাদের সাথে একটি প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন শেয়ার করব। এই প্রাকৃতিক দৃশ্য আর্ট করার জন্য আমি একটি পেনসিল, রাবার এবং কলম ব্যবহার করেছিলাম। নিচে ধাপ অনুযায়ী আর্ট এর বিবরণ শেয়ার করছি।
১ম ধাপ:
প্রথম ধাপে আমি ঘরের চালা/ছাদ আর্ট করেছিলাম। ঘরের চালা আর্ট করা খুবই সহজ ছিল। সাধারণ গ্রামের বাড়ির মতই চালা আর্ট করেছিলাম।
২য় ধাপ:
২য় ধাপে সম্পূর্ণ বাড়িটি যেভাবে আর্ট করেছিলাম তা শেয়ার করার চেষ্টা করেছি। এই ধাপটিও বেশ সহজে সম্পন্ন করতে পারবেন আশা করি।
৩য় ধাপ:
৩য় ধাপটিও সহজ। প্রথমে যে বাড়িটি আর্ট করেছিলাম, সে বাড়িটির সাথেই আরেকটি ছোট বাড়ি আর্ট করেছিলাম। গ্রামের বাড়িগুলো ঠিক এরকমই দেখতে। এ ধাপটিও কম সময়ে সম্পন্ন করতে পারবেন।
৪র্থ ধাপ:
৪র্থ ধাপে বাড়ির দরজা এবং জানালা আর্ট করেছিলাম। দরজা এবং জানালা আর্ট করা খুবই সহজ ছিল।
৫ম ধাপ:
৫ ম ধাপে দরজা এবং জানালা পেন্সিল দিয়ে স্কেচ করেছিলাম।
৬ষ্ঠ ধাপ:
এ ধাপে ঘরের উপরে একটি গাছ আর্ট করেছিলাম। গাছ আর্ট করা একটু কঠিন লেগেছিল। তারপরও চেষ্টা করেছি ভালোভাবে আর্ট করার।
৭ম ধাপ:
গাছ আর্ট করার পর তা পেস্নিল দিয়ে গাঢ়ভাবে স্কেচ করেছিলাম। এরপর বাড়ি ঘেষে নদীর পাড় আর্ট করেছিলাম। পাড়ের অপর পাশে কিছু ফুল আর্ট করেছিলাম।
৮ম ধাপ:
৮ম ধাপে সূর্যাস্তকালীম দৃশ্য আর্ট করেছিলাম। প্রথমে সূর্য আর্ট করেছিলাম। এরপর এর পাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার দৃশ্য আর্ট করেছিলাম।
৯ম ধাপ:
৯ম ধাপে আমি পুরো দৃশ্যের কিছু জায়গায় পেন্সিল দিয়ে হালকাভাবে স্কেচ করার চেষ্টা করেছি।
১০ম ধাপ:
দৃশ্যের সবগুলো উপাদান আর্ট করা শেষ হলে, দৃশ্যটি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমি কলম ব্যবহার করেছিলাম। তবে আপনি চাইলে ভালো পেন্সিল ব্যবহার করেই দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
এভাবে আমি আমার আর্ট সম্পন্ন করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে চেষ্টা করব আরো সুন্দরভাবে আর্ট উপস্থাপন করার। ধন্যবাদ সবাইকে।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: