My Town in Ten Pics - 12.06.2021

in Steem Bangladesh3 years ago

আসসালামুআলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি #steem-bangladesh এর টেনপিকস কনটেস্ট এ অংশগ্রহণ করছি। আমি আজকে পুরানঢাকা, চন্দ্রিমা উদ‍্যান এবং চিড়িয়াখানায় কিছু দৃশ্য আপনাদের সাথে সেয়ার করবো।



1

IMG_20210228_181802.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন একটি বাদাম এর দোকান। একটি চন্দ্রিমা উদ‍্যান থেকে তুলেছি। তখন সন্ধ্যা ছিল তাই বিক্রেতা কুপিয়ে জ্বালিয়ে রেখেছিল বাদাম এর উপরে।location



2

IMG_20210228_183736.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন একটি স্ট্রেট ফুড এর দোকান। এই ছবিটিও চন্দ্রিমা উদ্যান থেকে তুলেছি। এখানে পেয়ারা এবং আম ভর্তা বিক্রি করে। চন্দ্রিমা উদ‍্যানের আশে পাশে এরকম বেশকিছু স্ট্রেটফুড দোকান দেখা যায়।location



3

IMG_20210228_180250.jpg

ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রিমা উদ‍্যান। বেশকিছুদিন আগে বন্ধুদের সাথে সেখানে ঘুরতে গিয়েছিলাম। সংসদ ভবনের পাশেই চন্দ্রিমা উদ‍‍্যানের অবস্থান। গাছের পাতা মাটিতে পরেছিল এবং পরিবেশটাও অনেক সুন্দর ছিল।location



4

IMG_20210228_181359.jpg

এটি চন্দ্রিমা উদ্যানের অবস্থিত একটি ব্রীজ। ব্রীজের অপর পাশে বাংলাদেশের জাতীয় সংসদভবন। ছবিটি সন্ধ্যায় তুলেছিলাম। বিকেলে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে।location



5

IMG_20210228_151527.jpg

এটি পুড়ান ঢাকার একটি দোকান। একজন বিক্রেতা তার দোকানে বসে আছে। দোকানের পিছনেই ফলের আরত। সাধারণত এখান থেকে পাইকারি ভাবে ফল কিনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে বিক্রেতারা।location



6

IMG_20210228_183417.jpg

ছবিতে জাতীয় সংসদ ভবন দেখা যাচ্ছে। সন্ধ্যায় সংসদ ভবন দেখতে বেশ সুন্দর লাগে। ছবিটি সংসদ ভবনের রাস্তার অপর প্রান্ত থেকে তুলেছি। এখানে কিছু স্ট্রেটফুড এর দোকানও দেখা যাচ্ছে। সন্ধ্যা ৭ টা পযর্ন্ত এখানে মানুষ ঘুরাঘুরি করতে পারে।location



7

IMG_20210228_151453.jpg

এটি একটি পিঠার দোকান। স্ট্রেটফুডের মধ্যে চিতই পিঠা আমাদের দেশে খুবই জনপ্রিয়। সাধারণত শীতের সময় এই পিঠার চাহিদা বেশি থাকে। তবে এখন সারা বছরই অনেক জায়গায় এই পিঠা পাওয়া যায়। চিতই পিঠা সাধারণত শুটকি, ধনিয়াপাতা ইত্যাদি ভর্তা দিয়ে পরিবেশন করা হয়।location



8

IMG_20210228_145939.jpg

এটি একটি পুড়ান ঢাকার খেজুরের দোকান। সাধারণত পুড়ান ঢাকা থেকেই দেশের বিভিন্ন জায়গার এসব খেজুর সাপ্লাই হয়। আর এসব খেজুর মধ‍্যপ্রাচ‍্যর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।location



9

IMG_20210228_151624.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন একটি ফলের দোকান। এটি পুরান ঢাকা থেকে তুলেছি। ডালিম, আপেল, লাল এবং সবুজ আঙ্গুর রয়েছে। দোকানটিতে। সদরঘাট এর পাশেই দোকানের অবস্থান।location



10

IMG_20210223_135959.jpg

ছবিটি মিরপুর চিড়িয়াখানা থেকে তুলেছিলাম। এটি জিরাফ এর খাচার সামনে। মিরপুর চিড়িয়াখানায় অনেকগুলো জিরাফ আছে। এখানে মোট ছয়টি জিরাফ দেখা যাচ্ছে। মিরপুর চিড়িয়াখানায় প্রায় সবধরনের প্রাণীর সংরক্ষণ রয়েছে।location




Thanks for visiting

Sort:  
 3 years ago 

ছবিগুলো সুন্দর ছিল ♨️

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

Chobi gulo sundor hoyeche. Apni akhon Dhaka naki?

 3 years ago 

Dhonnobad. Na akn basay. Kicudin age dhaka cilam

 3 years ago 

সুন্দর হয়েছে ছবিগুলো।

 3 years ago 

ধণ্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64