The Diary Game : 24 August 2022

in Steem Bangladesh2 years ago

আসসালামু-আলাইকুম, সবাইকে!



আজ বুধবার
২৪ আগস্ট, ২০২২ খ্রীস্টাব্দ
৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
এখন শরৎ-কাল।



আমি মোহাম্মদ সুমন আছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। আমি নতুন একটি পোস্ট নিয়ে সকলের মাঝে হাজির হলাম।


সকাল ৭টায় ঘুম থেকে উঠে দ্রুত দাঁত ব্রাশ এবং গোসল করলাম। প্রতিদিনের মত আজকেও অফিসে মিটিং শেষ করে দুপুরের খাবার বক্সে নিয়ে রওনা হলাম অফিসের উদ্দেশ্যে। বাসা থেকে প্রায় ১৫ মিনিট হেঁটে বাস স্টপেজে আসতে হয়।

IMG_20211116_100110.jpg

https://w3w.co/proven.beans.songbook

রাস্তায় ভ্রাম্যমাণ নার্সারির গাড়ি দেখলাম! সেখানে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করলাম। সুন্দর সুন্দর ফল এবং ফলের চারা গাছ ছিলো ভ্রাম্যমাণ নার্সারির গাড়িতে। সবচেয়ে ফুটন্ত ফুলের ছবিটি ক্যামেরায় বন্দী করতে দেরি করলাম না। মোটামুটি ভাবে ভালো ভীড় ছিলো চারা কেনার জন্য। যাইহোক, আমি এগিয়ে গেলাম বাস স্টপেজের দিকে।

IMG_20211116_100033.jpg

https://w3w.co/proven.beans.songbook

অফিসে যাওয়ার জন্য প্রায় প্রতিদিনই রীতিমতো যুদ্ধ করতে হয়। ডিরেক্টর বাস না পেয়ে চিন্তা করলাম ভেঙে ভেঙে বাসে যাবো এবং তাই করলাম। অফিসের কাছাকাছি চলে আসছি কিন্তু রাস্তায় অনেক জ্যাম এবং বাসে ভীড় ছিলো ভীষণ। হঠাৎ করে একজন লোক কান্না করতে লাগলো এবং বললো আমার টাকা নিয়ে গেছে। লোকটার পকেটে ১ লক্ষ ২৬ হাজার টাকা ছিলো বললো! একজন লোক ভীড়ের মধ্যে তার গায়ে বমি করেছেন এবং তার কিছুক্ষণের মধ্যে দেখলেন তার এই অবস্থা।

লোকটি বাস থেকে নেমে গেলেন, দেখলাম তার সারা শরীরে বমি ছিলো এবং তার জিন্স প্যান্টের পকেট কাটা ছিলো। সত্যি খারাপ লাগলো সাথে সাথে, এমন একটা ঘটনা দেখে। জ্যাম ছিলো বলে বাস থেকে নেমে হাঁটতোছিলাম এবং লোকটার জন্য আফসোস করছিলাম।

IMG_20220515_011857.jpg

https://w3w.co/storm.expand.searcher

অফিসে এসে ফ্রেশ হয়ে কাজ করা আরম্ভ করি। অফিসে যাওয়ার পর প্রতিদিনের এক্টিভিটি প্রায় একই থাকে। সময়মত নামাজ আদায় করলাম এবং দুপুরে খাবার খেয়ে নিলাম৷ অফিসের সহকর্মীদের সাথে রাস্তায় ঘটে যাওয়া ব্যাপারটা জানালাম।

IMG_20220607_180107.jpg

https://w3w.co/storm.expand.searcher

বিকেলে মিটিং ছিলো দুইটা এবং সম্পূর্ণ করলাম সুন্দর ভাবে। মিটিং শেষ করার পরে মিটিং মিনিটস শেয়ার করতে হয় অর্থাৎ আলোচ্য বিষয়গুলোর ব্যাপারে। অফিসের একজন বসের আজকে জন্মদিন ছিলো এবং সেই উপলক্ষে আমরা টিম মেম্বাররা আগে থেকে প্ল্যান করেছিলাম। হালকা কেক এবং স্ন্যাকসের আয়োজন করেছিলাম আমরা।

IMG_20220607_180115.jpg

https://w3w.co/storm.expand.searcher

অফিস শেষ করে সন্ধ্যা ৭.১০ মিনিটে রওনা হই বাসার উদ্দেশ্যে। বাস না পেয়ে দূর্দশা আমার,আমার রুটে বাস পেতে প্রতিদিন ধকল পোহাতে হয়, আমার রুট হচ্ছে - মিরপুর-ইসিবি-রামপুরা/গুলিস্থান/কমলাপুর (বাস- বিজয়, আল-মক্কা এবং রবরব বাস গুলো সাধারণ)।

যাইহোক, বাসায় এসে প্রতিদিনের ন্যায় ফ্রেশ হয়ে আমার প্রিয়তমা স্ত্রী এবং আমার মায়ের সাথে কথাবার্তা বললাম। আমার মেয়েটা অসুস্থ, সবাই দোয়া করবেন সম্ভব হলে তার জন্য। যাইহোক, এখন আমি আমার প্রতিদিনের এক্টিভিটিতে কিছুটা সময় পেলে এখন steemit.com ব্রাউজ করি এবং সিনিয়রদের পোস্ট ফলো করি। রাত ১১ টায় রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে ঘুমানো প্রস্তুতি নিলাম।



এই ছিলো আমার আজকের আয়োজন! নিজের মতো করে লিখার চেষ্টা করলাম! জানিনা কতটা ভালো করে লিখতে পেরেছি? তবে যদি কোন প্রকার ভুলত্রুটি আমার পোস্টে পেয়ে থাকেন দয়া করে মন্তব্য করবেন।

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusNO CLUB
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

সুন্দর ডায়েরি লিখেছেন । তবে মার্কডাউন ব্যবহার করলে পোস্টের কোয়ালিটি বৃদ্ধি পাবে। জাস্টিফাই টেক্সট মার্কডাউন ইউজ করুন, এই পোস্টটিতে সব নির্দেশনা দেয়া আছে 👇
https://steemit.com/hive-138339/@nahidhasan23/or-how-to-apply-markdown-or-bengali-version-or-for-the-new-users-or-or-or

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই ❤️ আমি আমার আগামী পোস্ট থেকে ইনশাআল্লাহ সেই মোতাবেক এগিয়ে যাবো। আপনার মূল্যবান সমর্থন কামনা করছি ভাই 😊

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56905.43
ETH 2398.24
USDT 1.00
SBD 2.26