The Diary Game : 21 August 2022
আজ রবিবার
২১ আগস্ট, ২০২২ খ্রীস্টাব্দ
৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
এখন শরৎ-কাল।
আমি মোহাম্মদ সুমন আছি বাংলাদেশের ঢাকা সিটি থেকে। আমি নতুন একটি পোস্ট নিয়ে সকলের মাঝে হাজির হলাম।
দুঃখিত, গত কয়েকদিন নিয়মিত ভাবে পোস্ট করতে পারিনি এই প্লাটফর্মে। যাইহোক, সকালে ঘুম থেকে উঠে অফিসের মিটিংয়ে অংশগ্রহণ করলাম। প্রতিদিনই সকাল ৭.৩০ মিনিট থেকে মিটিং থাকে। মিটিং শেষ করতে করতে প্রায় ৯টার মতো বেজে গেছে। দ্রুত ফ্রেশ হলাম কারণ অফিসে যেতে হবে। দুপুরের খাবার বক্সে নিয়ে বের হলাম বাসা থেকে। বাসা থেকে বের হয়ে আমার প্রিয়তমা স্ত্রীকে ফোন দিয়ে খোঁজ-খবর নিলাম তার।
রাস্তায় প্রচুর জ্যাম ছিলো, জ্যামে বসে থাকা একধরনের বিরক্তিকর ব্যাপার! ঢাকা শহরের লোকজনের জন্য একটি চ্যালেঞ্জ প্রতিদিনই। যাইহোক, অফিস এরিয়াতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে।
সকালে তেমন কিছু খাওয়া হয়নি তাই ক্ষুধা ছিলো পেটে, অফিসের কাছাকাছি একটি হোটেল থেকে সকালের নাস্তা হিসেবে পরোটা এবং সবজি খেলাম। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে আমার মতো নিম্নবিত্তদের চলাচল করা কষ্টকর হয়ে গেছে। মন চাইলেও অনেক কিছু খাওয়া সম্ভব হয় না।
পরোটার সাইজ হয়ে গেছে ছোট, প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার প্রভাব পরছে। কিন্তু তারপরও খেতে হবে শুধুমাত্র বাঁচার তাগিদে। যাইহোক, অফিসে প্রবেশ করলাম এবং আমার ডেস্কে এসে কাজ করা আরম্ভ করি।
হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল, অনবরত বৃষ্টি এবং বাহিরে ঝড় হচ্ছিল। অফিসের গ্লাস থেকে আমি সেই দৃশ্য ক্যামেরায় বন্দী করলাম, বৃষ্টির শব্দটা দারুণ লাগছিলো সেই মুহূর্তে। বৃষ্টি আমরা অনেকে উপভোগ করি, এ যেনো উপরওয়ালার দেয়া এক নিয়ামত।
সময়মত নামাজ আদায় করার পর দুপুরের খাবার খেয়ে নেই। খাবার শেষ করে অফিসের ফ্লোরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পুনরায় ডেস্কে এসে কাজ করা আরম্ভ করি। এরপর নির্দিষ্ট সময়ে অর্থাৎ সন্ধ্যায় অফিস থেকে বের হলাম। রাস্তায় অনেক জ্যাম ছিলো, প্রায় দেড় ঘন্টার মতো বাসে বসে থাকতে হয়েছিল।
সন্ধ্যায় বাসায় ফিরে ফ্রেশ হই, এরপর আমার মাকে ফোন করলাম। সারাদিন কিভাবে কাটলো, রান্না কি করছেন, ছোট বোন সহ সবাই কেমন আছে? ইত্যাদি নানান বিষয় নিয়ে মায়ের সাথে আলোচনা করে ফোন রাখলাম। এরপর আমার প্রিয়তমা স্ত্রীকে ফোন করলাম, তার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। রাত ক্রমশ বাড়ছে, দেরি না করে রাতের খাবার খেয়ে নেই। এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম যেহেতু সকালে অফিস রয়েছে।
এই ছিলো আমার আজকের আয়োজন! নিজের মতো করে লিখার চেষ্টা করলাম! জানিনা কতটা ভালো করে লিখতে পেরেছি? তবে যদি কোন প্রকার ভুলত্রুটি আমার পোস্টে পেয়ে থাকেন দয়া করে মন্তব্য করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: