১০ টি ছবিতে আমার শহর || ঢাকা, বাংলাদেশ

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই?


আজ - ২৭ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |



IMG_20210911_112156.jpg

শাকসবজি বিক্রি হচ্ছে

https://w3w.co/cycled.unless.allies

শাকসবজি বিক্রি করছেন একজন ক্রেতা। প্রতিদিন উনি এখানে শাকসবজি বিক্রি করে থাকেন। সাধারণ মানুষের চাহিদা পূরনের কাজে উনি নিয়োজিত। আগের থেকে এখন তুলনামূলক ভাবে প্রতিটি জিনিসপত্রের দাম অনেকটাই বেশি।

IMG_20210911_112002.jpg

ভ্যানে করে আপেল বিক্রি করা হচ্ছে

https://w3w.co/cycled.unless.allies

এখন ছোটখাটো অনেক বিক্রেতা বা ব্যবসায়ী আছেন যারা ভ্যানে করে বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকেন। আমি উনার কাছ থেকে আপেল ক্রয় করেছি, প্রতি কেজি আপেলের মূল্য - ১২০ টাকা।

IMG_20210911_111852.jpg

বাজার - ছোট মিশালী মাছ বিক্রি হচ্ছে

https://w3w.co/cycled.unless.allies

বিভিন্ন ধরনের ছোট মাছ বিক্রি করছেন এই মাছ বিক্রেতা। আমার পরিচিত উনি, যখন যেমন পারেন তেমন কাজ করার চেষ্টা করেন বসে থেকে দিন পার করেন না। উনি যে মাছগুলো বিক্রি করছেন এখানে প্রতি কেজি মাছের মূল্য - ৪০০ টাকা করে। টাকি মাছ, পুটিমাছ, বাইং মাছ, ট্যাংরামাছ সহ বিভিন্ন জাতের মাছ এখানে! হয়তো, ফটোগ্রাফিতে সেটা স্পষ্ট দেখাচ্ছে না।

IMG_20210905_093836.jpg

যাত্রীদের অপেক্ষায় রিকসাওয়ালারা

https://w3w.co/livid.salads.moss

খেটে খাওয়া মানুষের জন্য এখন একটু ভালো সময় যাচ্ছে আগের তুলনায়। করোনার কারণে প্রায় এমন অধিকাংশ মানুষকে পরতে হয়েছিল বিপাকে। যাইহোক, রিকসাওয়ালার অপেক্ষা করছেন উনাদের কাঙ্খিত যাত্রীদের জন্য।

IMG_20210905_093544.jpg

নৌবাহিনী হেডকোয়ার্টার

https://w3w.co/probe.readers.overlooks

আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর হেডকোয়ার্টারের ছবি বা সেখানে এসে কোন ফটোগ্রাফি করা নিষেধ। আমি বাসে বসে এই ফটোগ্রাফি করেছি, ইহা ঢাকার বনানী রোডে অবস্থিত নৌবাহিনী হেডকোয়ার্টার। সরকারি অফিস হওয়াতে সৌন্দর্যের কোনো কমতি নেই এখানে।

IMG_20210901_150944.jpg

স্ট্রিট ফুড বিক্রি করছেন

https://w3w.co/hazel.picture.geology

এই লোকটি প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে উনার ব্যবসা পরিচালনা করেন। এখানে উনি মুড়ি এবং ছোলা বুট বিক্রি করে থাকেন। মানুষের হালকা ক্ষুধার চাহিদা মেটাতে এবং নিজের অর্থ উপার্জনের জন্য এখানে রেগুলার আসেন উনি।

IMG_20210905_093751.jpg

রাস্তা অনেকটাই ফাঁকা

https://w3w.co/manages.prawn.professed

রাস্তা অনেকটাই ফাঁকা! ট্রাফিক সিগন্যালের নির্দেশনা মানছেন প্রায় সকলেই, না মেনে তো উপায় নেই। ঢাকা শহরে এমন দৃশ্য খুব কম দেখা মেলে বিশেষ করে বনানী এবং গুলশান এরিয়াতে।

IMG_20210911_125953.jpg

কাজ চলছে ভরপুর

https://w3w.co/hazel.picture.geology

বনানীতে রাস্তা মেরামতের কাজ চলছে সকাল থেকে রাত অবধি। এই গাড়িতে করে তৈরি করা জিনিসপত্র আসে ঢালাইয়ের জন্য। আমি বাস থেকে এই ফটোগ্রাফি করেছি, ভাবলাম শেয়ার করা যেতে পারে। প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে সবকিছুতে আসছে নতুনত্ব।

IMG_20210902_185647.jpg

সাশ্রয়ী মূল্যে ভ্যানে কাপড় বিক্রি হচ্ছে

https://w3w.co/cycled.unless.allies

অনেকেই আছেন যারা ভালো মানের কাপড় অর্থাৎ শার্ট কিংবা প্যান্ট ক্রয় করতে পারেন না ভালো স্থান থেকে! সেসকল মানুষদের জন্য এমন ভ্যানে করে কাপড় কেনার সুযোগ এবং দামেও কম সুন্দর আয়োজন। এখান থেকে প্রতি পিস শার্টের মূল্য - ১০০ টাকা এবং প্যান্টের মূল্য মাত্র - ১৫০ টাকা।

IMG_20210902_185634.jpg

ফলের জুসের দোকান

https://w3w.co/cycled.unless.allies

আপেল, মালটা, কমলা এবং পেঁপে সহ বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করা হয় ছোট্ট এই ভ্রাম্যমাণ দোকানটিতে। প্রায় সময়, এখানে অনেক ভিড় থাকে! যদিও এই মুহূর্তে তেমন একটা ভিড় নেই এবং সেই সময় আমি এই ফটোগ্রাফিতে করেছি।

ফটোগ্রাফি১০ টি ছবিতে আমার শহর
ব্যবহৃত ক্যামেরারেডমি নোট সেভেন প্রো
কৃতজ্ঞতা@sumon02

এই ছিলো আমার আজকের আয়োজন! নিজের মতো করে লিখার চেষ্টা করলাম! জানিনা কতটা ভালো করে লিখতে পেরেছি? তবে যদি কোন প্রকার ভুলত্রুটি আমার পোস্টে পেয়ে থাকেন দয়া করে মন্তব্য করবেন।

Sort:  
 3 years ago 

Via ses onshogrohon kno???

 3 years ago 

ভাইজান, সাপোর্ট না পাওয়াতে আমি হতাশ! যাইহোক, ধন্যবাদ আপনাকে ভাই ❤️

 3 years ago 

Aktu dorjo dorun via ami to tana 20 din amn support paine...aste aste tik hoa jabe..

 3 years ago 

আচ্ছা ভাই 🙂

 3 years ago 

সুন্দর হয়েছে ছবিগুলো ।তবে শেষ অংশ গ্রহন কেনো ভাই ?

 3 years ago 

ভাইজান, সঠিক মূল্যায়ন পাই না এটাই আমার আফসোস। যাইহোক, ধন্যবাদ আপনাকে ভাই ❤️

 3 years ago 

প্রতিনিয়ত পোষ্ট করতে থাকুন দেখবেন অবশ্যই মুল্যায়ন পাবেন ভাই।তবে ভাই যাই পান তাই বা কে দেয় ।তাই ভাই চেষ্টা করেন অবশ্যই মুল্যায়ন পাবেন।

 3 years ago 

🙂🙂

Onk sundor photography chilo apnar.

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই ❤️

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56766.86
ETH 2492.90
USDT 1.00
SBD 2.36