Steem-bangladesh contest:poetry //Chasi// by sumon01 (26/04 /21)

in Steem Bangladesh3 years ago


হ্যালো বন্ধুরা,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালোবাসি।আজ আমি @Steem-bangladesh কতৃক আয়োজিত কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

unnamed.jpg

আমার আবৃতি করা কবিতাটির নাম হলো চাষী। লিখেছেন রাজিয়া খাতুন চৌধুরাণী।

চাষী

রাজিয়া খাতুন চৌধুরাণী



সব সধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।

দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলেও জড়।

মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইকো গর্ব লেশ।

ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শকায় তনু, মেঘের জলে ভিজে।

আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূণ হউক সবার অহংকার

Sort:  

খুব সুন্দর আবৃত্তি।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64593.80
ETH 3405.02
USDT 1.00
SBD 2.32