Steem-bangladesh Contest :Game review //How to loot //by sumon01(27 july 21)

in Steem Bangladesh4 years ago

হ্যালো বন্ধুরা,,,


আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও অনেক ভালো আছি। আজ স্টিম বাংলাদেশ কতৃক আয়োজিত গেইম রিভিউ তে আমার পছন্দের একটি গেম HOW TO LOOT আপনাদের সাথে শেয়ার করব।আশা করি আপনাদের ভালো লাগবে।


চলুন শুরু করা যাক,,,,

HOW TO LOOT


unnamed (1).png
Source


গেমটি শুরু করার আগে গেমটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেইঃ

Game nameHow to loot
Released on23 jun 20
Version1.1.22
Updated on2 july 21
Offered byAzura Global
Downloaded50M+
Ratting7/10

গেমটির মূল রহস্যঃ


যেহেতু গেমটির নাম How to loot । তাই গেমের নাম থেকে বোঝা যায় গেমটি কেমন হতে পারে।গেমটি আসলে একটি লুট করা নিয়ে।গেমটিতে একটি হিরো সোনা বা টাকা পয়সা লুট করে। সেই সোনা বা টাকা পয়সা পাহাড়া দেয় কিছু লোক সেই লোকগুলোকে মেরে স্বর্ণ বা টাকা পয়সা করাই গেমের আসল কারণ।তাছাড়া এই গেমে কিছু কুইজ আছে সেগুলো অনেক বুদ্ধি খাটিয়ে খেলতে হয়।


গেমের মাঝে যা যা আছেঃ


গেমটি চালু করার কিছু সময় লোডিং হয়।তার নিচের পেজটি আসে।

Screenshot_2021-07-27-15-24-34-20.jpg

গেম থেকে স্কিণ শট

গেমটি তিন ক্যাটাগরিতে খেলা যায়।ক্যাটাগরি সমূহঃ


  • Challange

  • STARTS

  • IQ test.


এই তিন পদ্ধতিতে গেম খেলা যায়।

এই তিন ধরনের ক্যাটাগরিতে যেভাবে খেলতে হবেঃ


ক্যাটাগরিতে চারটি মুড আছে। এই মুড গুলো হলোঃ


  • Gold mode
  • Match mode
  • Halloween
  • Christmas

Gold &Match mode

IMG_20210727_201947.jpg

গেম থেকে স্কিণ শট

IMG_20210727_202002.jpg

গেম থেকে স্কিণ শট


প্রথম দুই ধাপে লেবলগুলো খেলা অনেক সোজা।প্রথম ধাপে সোনা টাকা গুলো একটি বাক্সে ফেলতে হবে আর দ্বিতীয় ধাপে যেসব জিনিস যেমন,হিরো,নায়িকা, ভিলেন ইত্যাদি যে উপাদান রয়েছে সেগুলো দুইটি করে মিল রেখে খেলতে হবে।
Halloween & Christmas mode

IMG_20210727_202016.jpg

গেম থেকে স্কিণ শট

IMG_20210727_202031.jpg

গেম থেকে স্কিণ শট


এই দুই ধাপে খেলা গুলো তেমন কঠিন না। তবে সেগুলো সর্তকতার সাথে খেলতে হয়।প্রথমে উপরে কিছু টাকা আছে সেগুলো চাবিগুলো সরিয়ে নিয়ে সংগ্রহ করতে হবে।আর পরেরটিতে চারজন লোক আছে। তাদের সাথে দড়ি বাধা আছে এবং সেই দড়িগুলো ঘুড়িয়ে পেচিয়ে রাখা আছে এবং সেগুলো সঠিক ভাবে নির্বাচন করতে হবে।

STARTS


এই ধাপে গেম খেলতে কি লেবেল আসবে। তা নির্ধারণ করা যায় না। এদের প্রত্যেকটি লেবেল এর সাথে অন্য কোনো লেবেল বা এই ধরনের লেবেল আসতে পারে এর কোনা ঠিক নাই।


এর দুইটি লেবেলগুলো যেভাবে খেলতে হয়ঃ

IMG_20210727_202045.jpg

গেম থেকে স্কিণ শট

IMG_20210727_202436.jpg

গেম থেকে স্কিণ শট


প্রথমে ছবিতে ও দ্বিতীয় ছবিতে লেবেলগুলো দেখতে ভিন্ন হলে ও তাদের একই পদ্ধতিতে খেলতে হয়। এখানে একটি হিরো আছে এবং জায়গায় টাকা বা স্বর্ণ আছে। সেগুলো আনার জন্য তাকে পাহাড়াদার গুলো মারতে হবে চাবিগুলো সরিয়ে এবং স্বর্ণগুলো সংগ্রহ করতে হবে।

IQ Test


IQ Test গেমটি খেলতে হলে তিন ক্যাটাগরিতে বা তিনটি নম্বরের ভিত্তিতে খেলতে হবে।

  • IQ 120
  • IQ140
  • IQ160

IQ120, IQ140,IQ160 এই যেমন সহজ তেমনি নিজের বুদ্ধি খাটিয়ে খেলতে হয়IQ এর নাম্বার যত বাড়বে এর প্রশ্নগুলো ও তত কঠিন হবে।

IQ120

IMG_20210727_202457.jpg

গেম থেকে স্কিণ শট

এখানে প্রথমে যে লেবেলটি আছে তার কথাই বলা যাক।এখানে আমরা যদি ১২০ নম্বারের জন্য খেলি তাহলে আমাদের একটি চিত্র খেলতে হব এবং আমাদের জিঙ্গেস করবে কোনটি ভিন্ন ধর্মী তখন আমাদের বুদ্ধি খাটিয়ে সেগুলো খেলতে হবে।

IQ140

IMG_20210727_202515.jpg

গেম থেকে স্কিণ শট

এখানেও প্রথমে যে লেবেলটি আসে তার কথাই বলা যাক।এখানে আমরা যদি ১৪০ নম্বারের জন্য খেলি তাহলে আমাদের একটি চিত্র দেখায় এবং বলে সৈন্যটিকে মারো। চিত্রে একটি ছুরি একটি অ্যানিমির উপর দিয়ে চলাচল করছে আমাদের বুদ্ধি খাটিয়ে সেই সৈন্যকে মারতে হবে।মারতে পারলে বিজয়ী আর না মারতে পারলে পরাজয় হয়।

IQ160

Screenshot_2021-07-27-22-01-32-64.jpg

গেম থেকে স্কিণ শট

খেলার নম্বর যত বাড়ে আমাদের বুদ্ধির খেলাও তত বাড়তে থাকে।এখানে একটি চিত্র আমাদেরকে দেখানো হয় এবং প্রশ্ন করে আমাদের সবচেয়ে দুরের জিনিস কোনটি।এখানে অনেকগুলো জিনিস থাকে আমাদের বুদ্ধি খাটিয়ে এর উত্তর দিতে হবে।


এভাবে সকল ধরনের IQ TEST নিজের বুদ্ধি খাটিয়ে খেলতে হবে।

গেলটি খেলার পর আমার মতামতঃ


গেমটি আসলে একটি মজার গেম।গেমটিতে যে লেবেলগুলো রয়েছে সেগুলো অনেক মজাদার।সেগুলো খেললে যেমন অনেক ভালো লাগে তেমনি গেমটি খেলে আমাদের জ্ঞানের বিকাশ ঘটে।এই গেমটি আমি প্রায় খেলি জ্ঞান আহরোন করার জন্য। তবে গেমটি খেলার সময় যখন লেবেলগুলো কম্পিলিট করা হয় তখন অনেক বেশি আনন্দ লাগে আবার যখন হেরে যাই তখন মনটা অনেক খারাপ হয়ে যায়।তবুও বলা যায় গেমটি একটি অসাধারণ ও জ্ঞান মুলক গেম।


ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর রিভিউ দিয়েছেন।

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

অনেক সুন্দর রিভিউ করেছেন।

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

বাহ! সুন্দর একটি রিভিউ দিয়েছেন

 4 years ago 

ধন্যবাদ

ভাই এক কথায় অনেক সুন্দর রিভিউ করেছেন

 4 years ago 

ধন্যবাদ ভাই

 4 years ago 

অনেক সুন্দর ভাবে লিখেছো ভাই।
good job.

 4 years ago 

ধন্যবাদ

সুন্দর একটি রিভিউ দিয়েছেন

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

Khuboe sundor game review

 4 years ago 

ধন্যবাদ ভাই

 4 years ago 

নাইস রিভিউ। সাজিয়ে লিখেছেন পোস্টটি।

 4 years ago 

ধন্যবাদ ভাই

 4 years ago 

খুব সুন্দরভাবে সাজিয়ে রিভিউ দিয়েছেন।

 4 years ago 

ধন্যবাদ ভাই

 4 years ago 

সুন্দর হয়েছে ব্রো

 4 years ago 

💞💞💞

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 112009.56
ETH 4464.18
SBD 0.85