# THE DIARY GAME ( 27 AUGUST 2021) "My Daily Activity"

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই আশা করি ভালো ।আজকে আমি আমার প্রতিদিনের কাজ ডায়েরি আকারে শেয়ার করবো ।চলুন সুরু করি ।।

🌻সকালবেলা🌺



received_963738231023568.jpeg

location



সকালটা ছিলো ফুলের মতো সতেজ।ঘুম থেকে উঠেই বাগানে গিয়ে ছবিটি তুলে আনি ।এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে সকালের হালকা নাস্তা বানিয়ে ফেলি ।রুটি আর তরকারির জোল দিয়ে খেয়ে সেই মজা লাগে ।




received_818383778857491.jpeg



খাওয়া শেষে ঘরের অন্য কাজ করে একটু ঘরের পাশে ছোট বাগানে যাই দেখতে একটা আঙ্গুর এর গাছ লাগাইছি দেখতে এর পর বিদেশি ধোনিয়ার পাতার গাছ লাগাইছি দেখতে একটূ ঠিক ঠাক করে যন্ত নিতে ।যাতে গাছ মরে না যায় ।




received_242178407908117.jpeg




received_140922948153311.jpeg

Location



এরপর দুপুরের রান্নায় ব্যস্য় হই।


🌻দুপুরবেলা🌺


রান্না শেষ করে গ্যাসের চুলাটি একটু পরিস্কার করি ।কারন রান্নার বিভিন্ন উচ্ছিষ্ট পরে পরে ময়লা হয়ে কেমন নোংরা দেখায় তাই পরিস্কার করি ।




received_213952334033345.jpeg



তারপর গোসল করে নামাজ পরে খেয়ে নেই ।খেয়ে একটূ কাথা সেলাই করি এর পর রেষ্ট নেই ।


🌻বিকালবেলা🌺



received_4328958033862835.jpeg

Location



বিকালে নামাজের পরে বাগানে যাই একটু গাছ লাগাতে পুইশাকের গাছ ।এখন বৃষ্টিতে মাটি ভিজে উর্বর হয়ে আছে ।তাই পুইশাকের ছোট গাছ লাগালাম শাক খাওয়ার জন্য।
এরপর বাগান থেকে বেরহয়ে হাত ধুয়ে ।গেলাম পাশের বাসায় একটু সান্তোনা দিতে কারন ভালো এন্ড্রেড ফোন 1500 টাকা বাসায় ঢুকে চোর নিয়ে গেছে।


🌻সন্ধ্যা রাত🌺


সন্ধ্যায় বেশি কিছু করা হয়নি সুধু রং চা খেয়ে ,লুডু খেলতেছিলাম।




received_357299289274452.jpeg



লুডু খেলতে ভালো লাগে যদি হারতে থাকি তখন আবার খেলতে চাই যদি জিতি।রাতে নামাজ পরি আজান দিলেই ।এরপরে সেলাই করি কতক্ষন ।এরপর খাবার খাই খেয়ে নাটক দেখি ।এরমধ্যে ডায়েরিটা লিখে রাখি ।নাটক দেখে ঘুমানোর আগে পোষ্ট করে ঘূমাই।এই ছিলো আজকের ডায়েরি ।আশা করি ভালো লাগবে পরে ।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি কাটিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.039
BTC 94308.08
ETH 3334.63
USDT 1.00
SBD 3.47