# Steem Bangladesh sports contest by @sumi46 26/07/2021

in Steem Bangladesh3 years ago

Hello friends,

আসসালামু আলাইকুম ,কেমন আছেন সবাই।আজ আমি steem-bangladesh কর্তৃক আয়োজিত Sports contest এ অংশ গ্রহন করতেছি ।আশা করি ভাল লাগবে ।আজকের Sports হলো টেনিস খেলা ।

received_430492211370787.jpeg

source

My Sports টেনিস ::

টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় sports।লন টেনিস নামেও বিশ্বের অনেক দেশে এ খেলার পরিচিতি রয়েছে ।যিনি এ খেলায় অংশগ্রহণ করেন ,তিনি 'টেনিস খেলোয়াড়'
নামে পরিচিতি পান ।

টেনিস খেলার কিছূ তথ্য ::

ক্রীড়া পরিচালনা সংস্থাআন্তর্জাতিক টেনিসফেডারেশন
প্রথম খেলেছন1859 থেকে 1865 বার্মিংহাম, ইংল্যান্ড ।
শারীরিক সংস্পর্শনা
দলের সদস্যএকক বা দ্বৈত
মিশ্রিত লিঙ্গহ্যা
সরঞ্জামটেনিস বল ,টেনিস racked
মাঠইনডোর বা আউটডোরের টেনিস কোর্টে
অলিম্পিক1896-1924 (প্রদর্শনী:1968-1984)1988
পারালিম্পিক1992
দেশ বা অঞ্চলবিশ্বব্যাপী

রাফায়েল নাদাল,পিট সাম্প্রাস, ইভান ল্যান্ডল,বরিস বেকার ,রজার ফেদেরার,নোভাক,জকোভিচ,ভেনাস উইলিয়ামস ,সেরেনা উইলিয়ামস,মার্টিনা নাভ্রাতিলোভা,স্টেফি গ্রাফ ,মনিকা সেলেস ,মারিয়া শারাপোভা ,মার্টিনা হিঙ্গিস,প্রমূখ বিশ্বের খ্যাতনামা টেনিস খেলোয়ার হিসেবে পরিচিত হয়ে আছেন স্ব-মহিমায়।

টেনিস খেলার প্রকারভেদ :

received_530708008250007.jpeg

source
সাধারনত দুইভাবে টেনিস খেলা হয়:
*একক(একজন বনাম একজন)
*দ্বৈত (দুইজন বনাম দুইজন )

টেনিসের কোর্ট:

received_870838203789843.jpeg

source

টেনিস খেলা যেখানে অনূষ্ঠিত হয় সেই জায়গাটিকে বলা হয় টেনিস কোর্ট।টেনিস এর কোর্ট বিভিন্ন ধরনের হয় ।

*গ্রাস কোর্ট,ঘাস আচ্ছাদিত কোর্ট ।
*ক্লে কোর্ট,লাল মাটির ন্যাড়া কোর্ট।
*হার্ড কোর্ট ,অন্যান্য শক্ত কোর্ট।

কোর্টের মাপ ::

received_6484812784865960.webp

source
টেনিস কোর্ট দৈর্ঘ্য 78 ফুট এবং প্রস্থে 39 ফুট হয়ে থাকে ।তবে সিঙ্গেল কোর্ট প্রস্থে 27 ফুট হয়ে থাকে ।চতুর্ভূজ আকৃতির কোর্টকে দুই ভাগে ভাগ করে মাঝে জাল টাঙানো হয় মাঝ খানে যার উচ্চতা 3 ফুট ।জালের দুই পাশে দূটি করে চারটি সার্ভিস কোর্ট থাকে জাল থেকে যাদের দৈর্ঘ্য 21 ফুট ।লম্বায় দূই পাশে দুটি নির্দিষ্ট মাপের ট্রাম লাইন থাকে ।

টেনিস খেলার নিয়ম ::

টেনিস খেলায় দুই পক্ষের খেলোয়াড় জালের বিপরীত দিকে একে-অপরের মুখোমুখি অবস্থান নেয়।
একদিকের খেলোয়াড় বলটি প্রথমে মারে তার অপর দিকের বিপরীত পাশের খেলোয়াড়ের দিকে ।একে সার্ভ করা বলে ।যে বল মারে তাকে সার্ভার এবং

বিপরীত প্রান্তের খেলেয়াড়কে রিসিভার বলে ।সার্ভার কে তার বেস লাইনের বাইরে থেকে বল মারতে হয় । তবে রিসিভার যে কোন জায়গায় অবস্থান নিতে পারে ।সার্ভিসের বল খেলোয়াড়ের অপর পাশের বিপরীত দিকের সার্ভিসে কোনো ধরনের ভুল হয় ,তবে সার্ভার দ্বিতীয় সুযোগ পায় সার্ভিস করার ।দ্বিতীয় সার্ভিস ভুল হলে ডবল ফল্ট বলে রিসিভার পয়েন্ট পায় ।
সঠিক সার্ভিস হলে খেলার মুল অংশ শুরু হয় যেখানে প্রতিটি খেলোয়াড় বল মেরে ফেরত পাঠায় বিপক্ষ দলের কোর্টে।এভাবে বল দেয়া নেয়া করে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করে যাতে প্রতিপক্ষ বলটি সঠিক ভাবে তাকে ফেরত পাঠাতে না পারে ।যদি প্রতিপক্ষ সঠিকভাবে বল পাঠাতে ব্যর্থ হয় তবে খেলোয়াড়কে একবার আঘাত করে বল প্রতিপক্ষের কোর্টৈ নিয়ে ফেলতে হবে এবং সেটা করতে হয় প্রতিপক্ষের পাঠানো বল দুইবার মাটিতে পড়ার আগে ।
টেনিস খেলার জয়-পরাজয় নির্ধারিত হয় সেট জয়ের সংখ্যা দ্বারা।টেনিস খেলায় পয়েন্ট প্রাপ্তীর ক্রম হয় "0" , "15", "30", "40", এভাবে যেখানে খেলোয়াড় "40" এর পর পয়েন্ট পেলে তার গেম জেতা হয় ।যদি দুই খেলোয়াড় এক সাথে "40" পয়েন্ট পায় ।তবে গেম জেতার জন্য কোনো খেলোয়াড়কে পর পর দুই পয়েন্ট পেতে হয় ।এভাবেই কোনো খেলোয়ার যদি প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে কমপক্ষে দুই গেম ব্যবধান রেখে ছয়টি গেম জয় করতে পারে তবে সে একটি সেট জিতে নিতে সক্ষম হয় ।যদি তারা সমান সংখ্যক গেমে জয়ী হয় তবে টাইব্রেকারের মাধ্যমে সেটের বিজয়ী নিশ্চিত হয় ।এভাবে সর্বচ্ছো সেট জয়ী খেলোয়াড় খেলায় বিজয়ী হয় ।

টেনিসের বল :

টেনিস বল উত্তাপের দ্বারা পশম জমা করে প্রস্তত বস্ত্রের আবরনযুক্ত ফাপা রাবার দিয়ে তৈরি ।

আশা করি sports টি সবার ভালো লাগবে ।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

ধন্যবাদ সবাইকে ।

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট করেছেন এবং এই খেলাটি সম্পর্কে অনেক
গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66338.04
ETH 3306.77
USDT 1.00
SBD 2.69