Steem Bangladesh Contest||Sports⚽||Jamal Bhuiyan

in Steem Bangladesh3 years ago


Hello Steemians!✌️😁



আমি @sonetsarkar From Bangladesh🇧🇩🇧🇩



কেমন আছেন আপনারা সবাই???
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটির কন্টেস্টের টপিক হলো স্পোর্টস



images (72).jpeg
Source



আজকে আমি কথা বলবো বাংলাদেশ ফুটবলের অগ্রদূত, জামাল ভূঁইয়া কে নিয়ে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম আবিষ্কার,বাংলাদেশের ঝুঁকে পরা ফুটবলকে কাধে নিয়ে যিনি এগিয়ে যাচ্ছেন,বাংলাদেশ ফুটবলের উজ্জল নক্ষত্র
যাকে মাঠে দেখার জন্য হাজারো ফুটবলপ্রেমী দর্শক ভিড় জমায়,যার জন্য দর্শকের মনে আশা জাগে বাংলাদেশের ফুটবল নিয়ে, তিনি হলেন জামাল ভূঁইয়া
তার পুরো নাম জামাল হ্যারিস্ ভূঁইয়া



জামাল ভূঁইয়া



images (73).jpeg
Source

জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং একজন সনামধন্য খেলোয়াড়।মাঠে তাকে মিডফিল্ডার হিসেবে দেখা যায়।
জামাল ভূঁইয়া ১৯৯০ সালের ১০ই এপ্রিল ডেনমার্কের শহর কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্কের নাগরিক।
তার বাবা-মা ১৯৬০ সালের দিকে ডেনমার্কে পাড়ি জমান।
সেখানেই একসময় জামাল ভূঁইয়া জন্মগ্রহণ করেন।


ছোটবেলায় খেলাধুলার প্রতি ছিলো তার প্রচন্ড ঝোঁক।খেলাধুলার মাঝে ফুটবলকেই তিনি বেশি পছন্দ করতের ছোট বেলায়।
কৈশোরে তার ভালবাসা সুদৃঢ় হয় ফুটবলের প্রতি। তখন তিনি ডেনমার্কের বিভিন্ন ক্লাবে জয়েন দিয়ে খেলা চালিয়ে যান।
ফুটবলের প্রতি ভালোবাসা আর অধ্যবস্যায় তাকে আজকের প্রতিষ্ঠিত জামাল ভূঁইয়া হতে সহায়তা করেছে।


তিনি খেলাধুলার পাশাপাশি ডেনমার্কের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।পড়াশোনাতেও ছিলেন খেলাধুলার মতোই চৌকস।




ব্যক্তিগত তথ্যাবলি



নামজামাল ভূঁইয়া
পুরো নামজামাল হ্যারিস ভূঁইয়া
ডাকনামজামাল
জন্ম১০ এপ্রিল,১৯৯০
জন্মস্থানকোপেনহেগেন, ডেনমার্ক
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি
জাতীয়দলে ভূমিকাঅধিনায়ক
মাঠে পজিশনমিডফিল্ডার


ঘরোয়া ক্লাবের তথ্যাবলি



images (76).jpeg
Source

জামাল ভূঁইয়া জাতীয় দলের একজন নান্দনিক খেলোয়াড়। তিনি জাতীয় দল ছাড়াও ঘরোয়া লীগে বিভিন্ন
ক্লাবের হয়ে খেলেছেন।
তার খেলা ক্লাবসমূহ হলোঃ

  • শেখ জামাল
  • শেখ রাসেল
  • সাইফ

তিনি কয়েকটি বিদেশি ক্লাবেও খেলেছেন।
ক্লাবগুলো হলোঃ


  • কলকাতা মোহামেডান
  • হেলেরপ
  • বোল্ডক্লুবেন
  • আভেডোর
  • প্রানপি

এছাড়াও ডেনমার্কের দুটি যুব ক্লাবে তিনি খেলেছেন।
ক্লাবগুলো হলোঃ

  • প্রানপি
  • কোপেনহেগেন


গোল পরিসংখ্যান



আন্তর্জাতিক ম্যাচ৪৭ টি
গোল
এসিস্ট


অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়া



prothomalo-bangla_2021-01_88b979cd-db6b-4a2f-b73a-1cc645ead762_Jamal_of_BD_player_During_practice_Session_at_BNS_05112020_11.jpg
Source

অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অনেক অর্জন এনে দিয়েছেন।তার বলিষ্ঠ নেতৃত্বে দক্ষিন এশিয়ার পরাশক্তি দলগুলোকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ।
তার নেতৃত্বে বাংলাদেশের ডুবে যাওয়া ফুটবল নতুন প্রাণ পাবে সেই আশাই করছি।



রেকর্ড সমূহ



images (74).jpeg
Source



জামাল ভূঁইয়া বাংলাদেশী প্রথম অধিনায়ক যিনি দলগতভাবে তিনটি কাপ জিতেছেন।
সবগুলো কাপই জিতেছেন শেখ জামাল ক্লাবের হয়ে।
এছাড়াও তিনি ২০১৫ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।



পরিশেষে কিছু কথা



images (77).jpeg
Source



জামাল ভূঁইয়ার মতো মেধাবী ফুটবলার বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলে বলেই আমরা ভরসা পাই।আমাদের নষ্ট হয়ে যাওয়া ফুটবলটাকে ফিরিয়ে আনতে জামাল ভূঁইয়ার মতো আরো খেলোয়াড় প্রয়োজন।
ভালো ফুটবলার কেবল রাশি রাশি গোল করলেই হওয়া যায় না।বরং মেধা মনন দিয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে হয়।যা আমি লক্ষ্য করেছি জামাল ভূঁইয়ার মাঝে।
আশাকরি খুব শিঘ্রই ক্রিকেটের মত ফুটবলেও আমাদের অবস্থান ভালো হবে।



আজকের এই পোস্টে আমি জামাল ভূঁইয়াকে তুলে ধরতে পেরেছি আশা করছি।
কোনো রকম দোষ-ত্রুটি থাকলে মার্জনা করবেন।
ভালো থাকবেন সবাই।



ধন্যবাদ সবাইকে💚



Sort:  
 3 years ago 

জামাল ভুঁইয়া আমার প্রিয় একজন প্লেয়ার। তাকে নিয়ে লিখার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 3 years ago 

আগে ফুটবল খেলা অনেক দেখতাম৷ এখন তবে মন একটা দেখা হয় না৷ আর বাংলাদেশের ফুটবলার সম্পর্কে আমার তেমন আইডিয়াও নাই৷ এই খেলোয়াড়টিকে আজ প্রথম দেখলাম মনে হয়।

 3 years ago 

বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ক্রিকেটে সাকিব, তামিম,মুশফিকের মতোই ফুটবলের প্রথম শ্রেনীর ফুটবলার জামাল ভূঁইয়া।

অসাধারন লেখছো ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই💝

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61342.71
ETH 2389.65
USDT 1.00
SBD 2.56