Game Review||Mini Militia - Doodle Army 2||01 Jun, 2021

in Steem Bangladesh3 years ago (edited)

Hello Steemians!✌️😁


আমি @sonetsarkar from Bangladesh 🇧🇩


কেমন আছেন আপনারা সবাই???
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। স্টীম বাংলাদেশ কমিউনিটি প্রতিদিনই কন্টেস্টের আয়োজন করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আজকে কন্টেস্টের টপিক নির্ধারণ করা হয়েছে গেম রিভিউ



আজকে আমি আপনাদের সামনে একটি গেম নিয়ে আলোচনা করবো। গেমটির নাম হলো

Mini Militia -Doodle Army 2

আজ থেকে দুই তিন বছর আগে এই গেমটা ট্রেন্ডে পরিনত হয়েছিলো।আজকে আমি গেমটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো।আশাকরি সাথেই থাকবেন।


images (53).jpeg
Source


মিনি মিলিশিয়া -ডুডল আর্মি ২


মিনি মিলিশিয়া একসময়ের অত্যধিক জনপ্রিয়তা প্রাপ্ত একটি গেম।যদিও বর্তমানের মডার্ন অনলাইন গেমের কাছে এই গেম কিছুই না তবুও এই মিনি মিলিশিয়ার সাথে আমার জড়িয়ে আছে অনেক স্মৃতি। মিনি মিলিশিয়া একটি শ্যুটার গেম। এতে একজন প্লেয়ারকে একটি অঞ্চলে নামানো হয়।আশাপাশে এনিমি থাকে।তাদেরকে শ্যুট করে মেরে ফেলতে পারলেই পয়েন্ট।


সাধারণত এই গেমে একাধিক ম্যাপ থাকে।প্লেয়ার রা চাইলে যেকোনো ম্যাপে খেলতে পারেন। এই গেমের একটা অন্যতম সুবিধা হলো গেমটা অনলাইনের পাশাপাশি অফলাইনেও মাল্টিপ্লেয়ার খেলা যায়। ব্যপারটা আসলেই মজাদার এবং সুন্দর।আজকাল অনলাইন গেমিং এর যুগে অফলাইন ভালো গেম খুঁজে পাওয়া মুশকিল। তবে এই মিনি মিলিশিয়া এমন একটা গেম যার সাহায্যে বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম পাস করা যায়।


এছাড়াও গেমটাতে রয়েছে অনলাইনে মাল্টিপ্লেয়ার খেলার সুযোগ।আপনি চাইলেই যেকোনো ম্যাপে অনলাইনে রেনডম প্লেয়ারদের সাথে খেলতে পারেন এই গেমটি।
এছাড়াও গেমটির অন্যান্য সব ফিচার আপনাকে মুগ্ধ করতে পারে সহজেই।


গেম সম্পর্কিত তথ্যাবলি



গেমের নামডুডল আর্মি ২:মিনি মিলিশিয়া
নির্মাতা কোম্পানিঅ্যাপসোমনিয়াকস এলএলসি
খেলার মাধ্যমআইওএস,এন্ড্রয়েড
আইওএস লঞ্চের সময়কাল৫ এপ্রিল,২০১১
এন্ড্রয়েড লঞ্চের সময়কাল১৮ মার্চ,২০১৫
গেমটির ধরনশ্যুটার গেম
খেলার পদ্ধতিসিঙ্গেল প্লেয়ার,মাল্টিপ্লেয়ার
নেটওয়ার্কিং সিস্টেমঅনলাইন,অফলাইন


গেমটিতে ব্যবহৃত অস্ত্রসমূহ


images (54).jpeg
Source


যেহেতু গেমটি একটি শ্যুটার গেম তাই এতে নানা রকমের অস্ত্র থাকবে এটাই স্বাভাবিক। গেমটিতে ব্যবহৃত অস্ত্রগুলো হলোঃ

  • ডেজার্ট ঈগল
  • উজি
  • ৪৪ ম্যাগনাম
  • স্নাইপার
  • এম৯৩বিএ
  • এমপি৫
  • একে৪৭
  • এম৪
  • স্মাউ
  • লেজার
  • গ্রেনেড
  • গ্যাস গ্রেনেড,ইত্যাদি

মাল্টিপ্লেয়ার অফলাইন খেলায় স্মাউ এবং স্নাইপার ফ্রিতে ইউজ করা যায় কিন্তু অনলাইনে ০.৯৯ ইউএস ডলার দিয়ে কিনতে হয়।



গেমিং মুড



মিনি মিলিশিয়া গেমটিতে তিন ধরনের গেমিং মুড আছে।

  • ট্রেনিং
  • সার্ভাইভাল
  • মাল্টিপ্লেয়ার

#ট্রেনিং


ট্রেনিং মুডে ঢুকলেই আপনাকে ওয়েলকাম জানাবে সার্জ নামের একজন ট্রেইনার।সে আপনাকে সব কিছু শিখিয়ে দিবে।প্রথমে আপনাকে সে কন্ট্রোলিং শিখাবে। এরপর আপনি নিজে নিজে চেষ্টা করে কন্ট্রোল করতে পারবেন।তারপর টার্গেট ফিক্সড করে শ্যুট,গ্রেনেড ও গ্যাস নিক্ষেপ শিখাবে ।মোটকথা ট্রেনিং মোড খেলা শেষে আপনি একজন মিনি মিলিশিয়া হয়ে উঠেছেন,এখন পরবর্তী ধাপে যাবার পালা।


#সার্ভাইভাল


এই ধাপে সার্জ আপনাকে নিয়ে আসবে ম্যাপে।এখানে অনেক এনিমি থাকবে।মূলত তারা হলো কম্পিউটার নির্ধারিত রোবট।তারা অস্র ধারণ করে থাকে এবং প্লেয়ারদের দিকে অনবরত গুলি ছুড়তে থাকে।
প্লেয়ার, সার্জের সহযোগিতায় তাদের সবাইকে মেরে ফেলে।
এই ধাপে সার্জ আপনার সাথে থেকে আপনাকে শেখাবে কিভাবে আপনি নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন।


#মাল্টিপ্লেয়ার


মাল্টিপ্লেয়ার হলো এই গেমের সবচেয়ে বেশি খেলা মুড।অনলাইনে বা অফলাইনে একসাথে মোট বারো জন খেলতে পারে।অর্থাৎ আপনার এনিমি থাকবে এগারো জন।
অনলাইনে ম্যাপ সিলেক্ট করে ম্যাচ রেডি করলেই রেন্ডমলি ১১ জনের সাথে ম্যাচিং হয়ে যায়।
অন্যদিকে অফলাইনে খেলতে হলে ফোনের হটস্পট ও ওয়াইফাই অন করে খেলতে হয়।
যে হটস্পট দেয় সে হয় হোস্ট।এভাবে বন্ধুদের সাথে একসাথে খেলা যায় গেমটি।



ব্যক্তিগত অভিমত



ব্যক্তিগতভাবে গেমটি আমি খুবই পছন্দ করি।একসাথে বসে বন্ধুদের সাথে খেলা যায় গেমটি।এছাড়াও অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক প্রবলেম করে কিংবা ডাটা থাকে না। তখন গেমটা খেলে কোয়ালিটি টাইম পাস করা সম্ভব।



Mini Militia - Doodle Army 2 Trailer:

- গেমটির ডাউনলোড লিঙ্ক



ব্যক্তিগত রেটিং : ৭/১০



ধন্যবাদ সবাইকে💚



Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60883.28
ETH 2401.75
USDT 1.00
SBD 2.63