Game Review Contest||Ludo KING🎲||09 May 2021

in Steem Bangladesh3 years ago

Hello steemians!✌️😁


আমি @sonetsarkar from Bangladesh 🇧🇩🇧🇩


কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।স্টিমইটে আমি ২০২০ সালের ডিসেম্বর মাসে। তখন থেকেই এই প্লাটফর্মে কাজ করতে আমি দারুন উপভোগ করি।


যাই হোক!আর কথা না বাড়াই।
আজকে আমি একটি গেম রিভিউ করবো।গেমটার নাম হলো Ludo King


images (21).jpeg
Source

লুডু সম্পর্কে কিছু কথা:-


ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের অনেক দেশে লুডু খেলা জনপ্রিয়।এই খেলা একটি ছক কাটা ঘর এবং গুটির সাহায্যে খেলতে হয়।প্রাচীন কাল থেকেই আমাদের দেশে এই খেলার প্রচলন দেখা যায়।গ্রামে-গঞ্জে,বাড়ি-ঘরে, পুরুষ-মহিলা উভয়েই এই খেলা খেলে থাকেন।
মূলত ঘরোয়া বিনোদন এবং সময় পারের জন্যই এই খেলার চর্চা।এই খেলায় সাধারনত দুই থেকে চারজন প্রতিদ্বন্দ্বী থাকে। দল হিসেবে খেললে খেলা শেষে একটি দল বিজয়ী হয়।আর প্রত্যেকেই নিজেদের খেলা খেললে সবার আগে যে সকল গুটি উঠাতে পারে সেই বিজয়ী হয়।

Ludo King🎲

প্রযুক্তির বদৌলতে এখন আমরা অনেক কিছুই করতে পারি। লুডু খেলার ঘর আর গুটি না থাকলেও এখন লুডু খেলা হয় প্রযুক্তির কল্যানে। Ludo King এমনই একটি দুর্দান্ত লুডু গেমের নাম।
এই গেমটিতে প্রবেশের পরেই আপনাকে দেখাবে আপনি কোন ভাষায় কন্টিনিউ করতে চান।
অর্থাৎ আপনার যদি ভাষাগত কোনো সমস্যা থাকে তাহলে তা সলভ হয়ে যাবে।আপনি আপনার নিজের ভাষায় গেমটি সেট করে নিতে পারবেন।


GameLudo King
DevelopersGametion Technologies Pvt. Ltd.
EngineUnity
PlatformiOS,macOS,Android,Windows 10 Mobile,Windows,Phone 8,Windows 10,Android TV
Release20 February 2016

গেমটিতে কয়েকটি মুড আছে।
যেমনঃ

  • Play Online
  • Play with Friends
  • Computer
  • Pass in Play

Play Online

গেমটির বিশেষত্ব হলো গেমটিতে অনলাইন-অফলাইন উভয় সুবিধা উপস্থিত। এই মুডে আমরা অনলাইনে লুডু খেলতে পারি।এক্ষেত্রে রেন্ডমলি বাকি প্লেয়ার চোজ করা হয়।এরা বিভিন্ন দেশের হয়ে থাকে।অনলাইনে গেমটি খেলার মাধ্যমে কয়েন পাওয়া যায়।

Play with Friends

এই মুডে ২ থেকে ৪ জন বন্ধু একসাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যে আগে গুটি ঘুরিয়ে এনে উঠাতে পারবে সেই হবে বিজয়ী।
আমি সবথেকে বেশি এই মুড টাই খেলি বন্ধুদের সাথে।
এছাড়া যখন ওয়াই-ফাই কিংবা ডাটা থাকেনা তখন গেমটা খেলে ভালো সময় পার করা যায়।


Computer


এই মুডে আপনি কম্পিউটারের সাথে খেলতে পারবেন।অর্থাৎ যখন ডাটা, ওয়াইফাই এর সাথে সাথে যখন আপনার খেলার পার্টনারও না থাকে তখন আপনি এই মুডে খেলতে পারবেন।


খেলার নিয়ম


images (24).jpeg

এই খেলায় মূলত চার রঙ এর গুটি একটি ঘর এবং একটি ছক্কা থাকে।প্রত্যেক রঙের গুটিই চারটি করে থাকে।
গুটির রঙগুলো হলোঃ-

  • লাল
  • হলুদ
  • সবুজ
  • আকাশী

প্রথমে কাঁচা গুটি ঘরে উঠানোর জন্য ছক্কার প্রয়োজন হয়।এরপর ছক্কায় যত উঠে তত ঘর করে গুটি আগাতে হয়।
একজনের গুটি আরেকজনের উপর পরলে গুটি কেটে যায়।
ছক্কা উঠলে আবার মারার সুযোগ পাওয়া যায়।
দুই ছক্কার পরে আরেকটি ছক্কা উঠলে তার কোনো দাম থাকে না।অর্থাৎ এই খেলায় সর্বোচ্চ দান হলো দুই ছক্কা পাঁচ।
এভাবে পুরো ঘর ঘুরে যে আগে সব গুটি পাকাতে পারে সেই হয় বিজয়ী।


Ludo King - The best Ludo Game online on Google P…:


ব্যক্তিগত মতামত

ব্যক্তিগত ভাবে আমি গেমটি খুবই পছন্দ করি।আমাকে যদি মার্কিং করতে বলা হয় তবে আমি গেমটিকে দশে সাগে আট দিবো।যদিও অনলাইনে আমরা আরো অনেক লুডু গেম দেখতে পাই, সেগুলোর মধ্যে হয়তো গ্রাফিক্সের কমতি থাকে নয়তো মিউজিকের।সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে Ludo King একটি পূর্ণাঙ্গ লুডু গেম।


Thanks To All💚


Sort:  

Onk sundor hoyeche

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

বাংলাদেশের এর সবাই এই গেম খেলে

 3 years ago 

হ্যাঁ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61008.54
ETH 2713.85
USDT 1.00
SBD 2.44