Book Review||মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত ছোটগল্প||31 May,2021

in Steem Bangladesh3 years ago (edited)

Hello Steemians!✌️😁


আমি @sonetsarkar from Bangladesh 🇧🇩



কেমন আছেন আপনারা সবাই???
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার আশির্বাদে খুব ভালো আছি।


Steem Bangladesh এর কন্টেস্ট এর আজকের টপিক হলো বুক রিভিউ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার পছন্দের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বই নিয়ে।


IMG_20210531_171014-01.jpeg


বইটিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোটগল্প একত্র করে সংকলিত করা হয়েছে।
বইটির টাইটেল মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত ছোটগল্প।বইটির ভূমিকা লিখেছেন মিলন রায়



লেখক সম্পর্কে কিছু কথাঃ


মানিক বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত সাহিত্যিক।তার সাহিত্যকর্ম এক অনন্য আলোড়নের সৃষ্টি করেছে বাংলা সাহিত্যে। মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯শে মে ভারতের সাওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহন করেন।
ডাকনাম মানিক হলেও বাবা নাম দিয়েছিলেন প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।মানিক বন্দ্যোপাধ্যায় কমলা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৩৮ সালে।


তার জীবদ্দশায় তিনি মোট ৫৭ টি গ্রন্থ প্রকাশ করেছেন।তার লেখা প্রকাশিত প্রথম উপন্যাস হলো জননী
তার মৃত্যুর মাত্র এক মাস আগে তার জীবদ্দশার শেষ উপন্যাস মাশুল প্রকাশিত হয়।
তিনি ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর মৃত্যু বরন করেন।




বই সম্পর্কে কিছু তথ্য



IMG_20210531_171111-01.jpeg


বইয়ের নামমানিক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত ছোটগল্প
লেখকমানিক বন্দ্যোপাধ্যায়
ভূমিকামিলন রায়,গবেষক,ঢাকা বিশ্ববিদ্যালয়
গল্পসংখ্যাএগারোটি
প্রকাশকালজুলাই,২০১৬
প্রকাশকজয় প্রকাশন
অক্ষরবিন্যাসআনন্দ কম্পিউটার্স
মুদ্রণঢাকা প্রিন্টার্স
প্রচ্ছদমশিউর রহমান
মূল্য২০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা১৭৫



বইয়ে অন্তর্ভুক্ত গল্প সমূহ


  • অতসীমামী
  • প্রাগৈতিহাসিক
  • টিকটিকি
  • সিঁড়ি
  • সরীসৃপ
  • কুষ্ঠ-রোগীর বৌ
  • সমুদ্রের স্বাদ
  • আজ কাল ও পরশুর গল্প
  • হারানের নাতজামাই
  • ছোট বকুলপুরের যাত্রী
  • আত্মহত্যার অধিকার


IMG_20210531_171121-01.jpeg


প্রত্যেকটি ছোটগল্পই আমার কাছে অসাধারণ লেগেছে।আমি সাহিত্যের চরম রস খুঁজে পেয়েছি বলে মনে হয়েছে।
মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক।তাঁর লেখনী আমাকে সবসময়ই আকৃষ্ট করে।
এই বইয়ের ছোট গল্পগুলো ছাড়াও আমি আরো ছোটগল্প পড়েছি।সবগুলোর ক্ষেত্রেই দারুন অভিজ্ঞতা অর্জন করেছি।বাংলা সাহিত্যে ছোট গল্পের ধারনা সাহিত্যের অন্যান্য অংশগুলোর তুলনায় নতুন।




ঘটনা বিবরণ


আজকে আমি বইটির অন্যতম দুইটি ছোটগল্পের কাহিনী তুলে ধরবো।ছোটগল্প দুটি হলোঃ

  • অতসীমামী
  • প্রাগৈতিহাসিক

অতসীমামী


  • একজন ব্যক্তির শখের বসে বাঁশি বাজানোকে কেন্দ্র করেই এই গল্প।নাম তার যতীন।লেখক অত্যন্ত নিখুঁতভাবে তার সাথে সম্পর্ক তৈরী করেছেন গল্পে। সুরেশ প্রথমে কেবল তার বাঁশির প্রশংসা শুনে বাঁশি শুনতে যায়।পরে গিয়ে দেখা হয় অতসী মামীর সাথে। যতীনমামা এবং অতসীমামীর সাথে একসময় তার আত্মার সম্পর্ক স্থাপন হয়।

  • মামা-মামীর খুসসুটিতে সেও মিশে যায় আপনমনে।কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগে।
    অতসীমামী অপরূপ সুন্দরী।ময়াময় তার মুখখানি।অন্যদিকে যতীনমামা একজন রুগ্ন,রগওঠা,চিকন, রুক্ষ লোক।এ ব্যপারটা তার কেমন জানি বোধ হয়।কিন্তু মামী যতীনমামাতে নিয়ে সুখেই দিন কাটাচ্ছে।

  • যেই মামী শুনতে পারে সুরেশ তাদের বাড়িতে এসেছে বাঁশি শুনতে তখন অতসী মামীর খুব রাগ হয় ও তিনি তাকে চলে যেতে বলেন।সুরেশ কারন জানতে চাইলে মামী অশ্রুসিক্ত চোখ নিয়ে জানান, বাঁশি বাজানোর পরই মামার গলা থেকে প্রচুর রক্তপাত হয়।মামীর ধারনা একদিন মামা এই বাঁশি বাজাতে বাজাতে মরে যাবেন।

  • একসময় মামীর টাইফয়েড জ্বর হয়।সেদিন মামা আর কোনো উপায় দেখে না।হাতে টাকা নেই।কি করে মামীর চিকিৎসা করাবেন?
    একসময় ট্রাঙ্ক থেকে মামা বাঁশি বের করেন বিক্রি করে দেয়ার উদ্দেশ্যে। মামার স্মৃতিকে দুরে চলে দিতে দিলো না সুরেশ।নিজেই কিনে নিলো একটো টাকার বিনিময়ে।এরপর থেকে মামা আর বাঁশি বাজান নি।

  • একসময় অভাবের তাড়নায় যতীনমানা শহড় ছড়ে সুদূর বঙ্গদেশে চলে যান।প্রথমে সুরেশের তাদের খুব মনে পড়লেও ধীরে ধীরে কর্ম ব্যস্ততায় সেও হারিয়ে যায়।প্রথম দিকে চিঠি দিয়ে কোনো উত্তর না পেয়ে সে নিরৎসাহিত হয়। একসময় যতীনমামা রেল এক্সিডেন্টে মারা যান।সুরেশ তার বোনের বাড়ি বাংলাদেশে যায়।সেখানে এক ট্রেনে তার সাথে অতসীমামীর দেখা হয় বহু বছর পরে। সে জানতে পারে তার মামার বিয়োগের কথা।মামীকে নিজের সাথে নিয়ে আসতে চাইলেও মামী আসতে অপারগতা জানায়।

প্রাগৈতিহাসিক


images (52).jpeg

  • ভিখু নামক এক ডাকাতের কাহিনী নিয়ে গল্পটা রচিত।ভিখু এক ভয়ঙ্কর ডাকাত। সে একবার আষাঢ় মাসে বৈকুন্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ঘাড়ের কাছে খন্তির খোঁচা খায়।এগারো জনের ডাকত দল ছিল তাদের।
    সাথীরা সবাই সেবার ধরা পরেছে। কয়েকজন মারা পরেছে।সে প্রানে বেচে ফিরেছে।প্রেহ্লাদ বাগ্দী নামের এক বন্ধু তাকে জঙ্গলে নিয়ে আশ্রয় দেয়।সে নিয়মিত তাকে খাবার দেয়।

  • প্রেহ্লাদ কিছুদিন যাবত কুটুমবাড়ি যাওয়ায় ভিখুর কথা তার মনেই ছিলো না। অন্যদিকে ভিখু জঙ্গলে পিপড়া,সাপের অত্যাচারে, অনাহারে আর ঘাড়ের পচনে অতিষ্ঠ হয়ে নিজের মৃত্যু কামনা করছে।প্রেহ্লাদ বাড়ি ফিরে তাকে বাড়ি নিয়ে আসে এবং যত্ন করে সুস্থ করে তুলে।কিন্তু ভিখুর ডানহাত অকেজো হয়ে যায়।একদিন সে প্রেহ্লাদের বৌয়ের দিকে যৌন লালসা প্রয়োগ করে।কিন্তু ব্যর্থ হয়।এরপর প্রেহ্লাদের সাথে ঝগড়া করে তার বাড়ি ছেড়ে চলে যায়।

  • সেরে উঠার পর সে ডান হাতে আর কাজ করতে পারে না।তাই ভিক্ষা করে।কিন্তু তবুও তার ক্রোধ আগের মতোই থাকে।কেউ ভিক্ষা না দিলে সে তীব্র ক্ষোভ নিয়ে তাকায়।তার ইচ্ছা হয় জোর করে পয়সা ছিনিয়ে নেয়,কিন্তু পারে না।
    একসময় ভিক্ষা করে সে একটা একচালা ভাড়া নিয়ে থাকে।সারাদিন ভিক্ষা করে রাতে ঐ বেড়াহীন চালার নিচে ঘুমায়।নদীর পাড়ের হিমেল হাওয়া তার ভালো লাগে।

  • একসময় তার এক ভিখারিনীকে দেখে যৌন লালসা জাগে।সে তাকে বিয়ে করতে চায়।সে প্রতিদিন তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে।কিন্তু পরে জানতে পারে সামনের মোড়ে বসে ভিক্ষা করা খুঁড়া ভিক্ষুকটা ওর স্বামী।একদিন ওর সাথে তার বাগবিতণ্ডা হয়।পরে রাত্রে বেলা চুপিসারে সে একটি রড নিয়ে ওই ভিক্ষুকের বুকে বসিয়ে তাকে হত্যা করে।পরে তার ভিখারিনী বৌ কে নিয়ে সে পালিয়ে যায়।



ব্যক্তিগত পছন্দ

সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় আমি বেশি রস খুঁজে পেয়েছি ছোট গল্পে।যদিও সাহিত্যের একটি শাখার সাথে অন্য শাখার তুলনা করা যায় না।
ছোটগল্প সহযেই বোধগম্য হয়।ছোটগল্প সাধারনত ১৩/১৫ পৃষ্ঠার হওয়ায় পড়তে সময় কম প্রয়োজন হয়।
ছোটগল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো " শেষ হয়েও হইলোনা শেষ"।
অর্থাৎ, পরিশেষে কি হয় জানার চরম আকাঙ্খার সৃষ্টি হয়।আর এখানেই ছোটগল্পের স্বার্থকতা।


পরামর্শ

কেউ যদি অল্প সময়ে সাহিত্যের রস বুঝতে চান তাকে আমি ছোটগল্প পড়ার জন্য অনুরোধ করবো।
অল্প লেখনীর মাঝে অধিক রস লুকায়িত থাকে ছোট গল্পে।
এক কথায় ছোট গল্প অসাধারণ এক সাহিত্যকর্ম।


রেটিং


বইটি পড়ে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের অসংখ্য ছোটবড় গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে পেরেছি।মিলন রায় মূলত মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের উপর আলোকপাত করে বইয়ের প্রথমাংশ লিখেছেন।

আমার পার্সোনাল রেটিং

৯/১০


Thanks to All


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর পোস্ট করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় এর কোনো বই পড়িনি আমি। এটা পড়ার ইচ্ছা আছে।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই💚
বইটি পড়লে আশাকরি ভালো লাগবে আপনার।

 3 years ago 

খুবই সুন্দর লিখেছেন ভাই

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই💚

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66438.74
ETH 3268.32
USDT 1.00
SBD 4.39