Book Review📖||তিতাস একটি নদীর নাম||29 Jul,2021

in Steem Bangladesh3 years ago



Hello Steemians!✌️😁



আমি @sonetsarkar from Bangladesh 🇧🇩🇧🇩



কেমন আছেন আপনারা সবাই?
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।স্টীম বাংলাদেশ কমিউনিটি নিয়মিত টপ পোস্টের জন্য টপিক দিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় আজকে বুক রিভিউ কন্টেস্টের আয়োজন করা হয়েছে।
আমি ধন্যবাদ জানাতে চাই কমিউনিটির এডমিন/মোডারেটরদের এত সুন্দর এবং সৃজনশীল টপিক নিয়ে কিছু লেখার সুযোগ করে দেওয়ার জন্য।



বই মানুষের পরম বন্ধু। বই মানুষকে মানুষ হতে সাহায্য করে।সাহায্য করে মনুষ্যত্ব অর্জনে। বইয়ের মাধ্যমে আমরা আমাদের চিন্তাজগৎকে বিকশিত করতে পারি।বই আমাদের মার্জিত চিন্তাজগৎ তৈরী করতে শেখায়। তাই
এ পি জে আব্দুল কালাম বইকে এক হাজার বন্ধুর সাথে তুলনা করেছেন।



আজকে আমি যেই বইটার রিভিউ করতে যাচ্ছি তার নাম তিতাস একটি নদীর নাম


images (1).jpeg
Source



তিতাস একটি নদীর নাম⛵


তিতাস একটি নদীর নাম কালজয়ী সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ এর সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাস।অদ্বৈত মল্লবর্মণের লেখা এই উপন্যাসটির কিছু খন্ড সর্বপ্রথম প্রকাশিত হয় মাসিক মোহম্মদী নামক পত্রিকায়।


কিন্তু একসময় বিপত্তি ঘটে।মাসিক মোহাম্মদী কে দেওয়া মূল পান্ডুলিপি রাস্তায় হারিয়ে যায়।এরপর থেকেই প্রকাশ বন্ধ থাকে।


কিন্তু পরবর্তীকালে পাঠকদের বিনীত অনুরোধের প্রেক্ষিতে লেখক পুনরায় উপন্যাসটি লিখেন।
এবং এই উপন্যাসের জন্য তিনি প্রচুর খ্যাতি অর্জন করেন।


উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশ পায় লেখকের মৃত্যুর কয়েকবছর পরে।



উপন্যাস সম্পর্কিত তথ্যাবলি



images (2).jpeg
Source



উপন্যাসতিতাস একটি নদীর নাম
লেখকঅদ্বৈত মল্লবর্মণ
ধরনআঞ্চলিক উপন্যাস
প্রকাশকমাসিক মোহাম্মদী
খন্ড৪ টি
উপখন্ড৮ টি
পটভূমিতিতাস বিধৌত অঞ্চল
পৃষ্ঠা সংখ্যা৪১১


উপন্যাসটি বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়েছে।
ভাষাগুলো হলোঃ-

  • ইংরেজি
  • ফরাসি
  • উড়িয়া


খন্ড সমূহ



উপন্যাসটি মোট চারটি খন্ড এবং আটটি উপখন্ডে বিভক্ত।
এগুলো হলোঃ

  • তিতাস একটি নদীর নাম
  • প্রবাস খন্ড
  • নয়া বসত
  • জন্ম মৃত্যু বিবাহ
  • রামধনু
  • রাঙ্গা নাও
  • দুরঙা প্রজাপতি
  • ভাসমান


উপন্যাস সংক্ষেপ



  • তিতাস একটি নদীর নাম উপন্যাসের পটভূমি হলো তিতাস পাড়ে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া শহরের নিকটবর্তী গোকর্ন অঞ্চল।

  • তিতাস তীরের পার্শ্ববর্তী গ্রাম গোকর্ণ এবং তার আশেপাশের কিছু গ্রামের মাঝি ও জেলেদের জীবনচক্র নিয়ে পুরো কাহিনী আবর্তিত হয়েছে।

  • উপন্যাসে লক্ষ্য করা যায় যে, গ্রাম গুলোর প্রত্যেকটি পরিবারই দরিদ্র,অসচ্ছল এবং নিম্নবিত্ত।তাদের প্রত্যেকেরই নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা।তারা মাছ ধরে এবং মহাজনের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

  • উপন্যাসে আমরা দেখতে পাই গোকর্ণ গ্রামের মালো শ্রেণীর লোকেদের দুঃখ-দুর্দশা।

  • প্রথম খন্ডে আমরা দেখতে পাই তিতাস নদীর উৎপত্তি সম্পর্কে লেখক কিছু ধারণা দিয়েছেন।সেই সাথে নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষের দৈন্যতাকেও তার কলমে ফুটিয়ে তুলেছেন।

  • কিশোর এবং সুবল তিতাস পাড়েরই বাসিন্দা।তারা সমবয়সী না হলেও বন্ধুর মতো।একবার দোল পূর্ণিমায় কিশোরের সাথে এক মেয়ের দেখা হয়।দোল উৎসবে পাশের গ্রামের মানুষ আক্রমণ করে।কিশোর মেয়েটিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে।

  • কিশোর মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরে কিশোর মেয়েটিকে বিয়ে করে নৌকা করে বাড়ি ফেরার পথে ডাকাত দল তার বউকে তুলে নিয়ে যায়।
    সকালে কিশোর নদীতে লাশ ভাসতে দেখে।

  • কিশোরের বউ কোনো রকমে প্রাণে বেঁচে যায় এবং সাঁতরে একটি চরের মাঝে উঠে।সে তার স্বামীর নাম জানতো না কিন্তু তার গ্রামের নাম জানতো।এভাবে সে একদিন কিশোরের গ্রামে পৌঁছায়।

  • অন্যদিকে কিশোর পাগল হয়ে যায়।তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। কিশোর পাগল হয়ে যাওয়ায় বাসন্তীর বাবা সুবলের সাথে তার মেয়ের বিয়ে দেয়। কিন্তু একসময় সুবলও দূর্ঘটনায় পরে মারা যায়।

  • অনন্তর মা কিশোরকে দেখতে আসে দোলের দিনে। রং মাখাতে চায় তাকে।কিন্তু কিশোরের অদ্ভুৎ ব্যবহারে সে বিচলিত হয়।গ্রামের মানুষ তাদের দুজনকে একসাথে দেখে প্রচন্ড মারধোর করে।

  • মার ধোরের পরদিন কিশোর মারা যায় এবং চারদিন পর অনন্তর মা ও মারা যায়।


উপন্যাস অবলম্বনে নির্মিত



images (3).jpeg
Source



উপন্যারটির উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মিত হয়।
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক তিতাস একটি নদীর নাম শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেন।১৯৭৩ সালে চলচ্চিত্রটি নির্মিত হয়।



কিছু কথা



তিতাস বিধৌত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়াতে আমার বাস হওয়ায় প্রায়ই তিতাস নদীর তীরে যাই।তিতাসকে দেখে আমার খুব লোভ হয়।মনে মনে বলি, যদি নদী হতাম তাহলে তিতাসের জৌলুশ পেতাম।


নদীর তীরের জেলেদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।আগের মতো আর সবাই জেলে পেশাকে নিজের করে নিতে চায় না।হয়তো অন্য পেশার দিকে ঝুঁকে যাওয়ার কারনেই তাদের দুর্দশা কিছুটা কমেছে।


লেখক অদ্বৈত মল্লবর্মণের বাড়িও আমার পাশের গ্রামে।
আশাকরি কোনো একদিন ভ্লগের মাধ্যমে তার বাড়িটাকে ঘুরে দেখাবো।


পরিশেষে বইপ্রেমীদেরকে আমি সাজেস্ট করবো বইটি পড়ার জন্য।
আমি এই উপন্যাস পড়ে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি।আশাকরি আপনারাও পারবেন।ভালো লাগবে।



ধন্যবাদ সবাইকে💚


Sort:  
 3 years ago 

অদ্বৈত মল্লবর্মণ তার বইটিতে শুধুমাত্র যে একটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন সংগ্রাম তুলে এনেছেন তা নয়, বরং মানব জীবনের সাধারণ জীবন-দর্শনও অসাধারণ নৈপুণ্যের সাথে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

আমার বুক রিভিউ করা অনেকটা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখার মত। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য💝

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে বই রিভিউ টি।
বাড়িটি দেখার অপেক্ষায় রইলাম লেখক অদ্বৈত মল্লবর্মণের বাড়ি।

 3 years ago 

ধন্যবাদ💝
নেক্সট ভ্লগ কন্টেস্টে আশাকরি অদ্বৈত মল্লবর্মণের বাড়ির ভ্লগটি উপস্থিত করবো।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। বইটির বিষয়ে লেখাগুলো।

 3 years ago 

ধন্যবাদ 💝

 3 years ago 

Nice to see your post. Thank you for such a beautiful post

 3 years ago 

Thank you so much for your precious comment💝

 3 years ago 

Welcome brother

 3 years ago 

Take love💝

 3 years ago 

Thanks

 3 years ago 

তিতাস একটি নদীর নাম বইটির খুব সুন্দর রিভিউ দিয়েছেন ভাই

 3 years ago 

অনেক ধন্যবাদ💝

 3 years ago 

অনেক ভালো রিভিউ

 3 years ago 

ধন্যবাদ ভাই💝

 3 years ago 

বই মানুষের পরম বন্ধু। বই মানুষকে মানুষ হতে সাহায্য করে।সাহায্য করে মনুষ্যত্ব অর্জনে। বইয়ের মাধ্যমে আমরা আমাদের চিন্তাজগৎকে বিকশিত করতে পারি।বই আমাদের মার্জিত চিন্তাজগৎ তৈরী করতে শেখায়।

সুন্দর কিছু কথা শেয়ার করেছেন। নাইস বুক রিভিউ।

 3 years ago 

ধন্যবাদ ভাই💝

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67203.60
ETH 3513.52
USDT 1.00
SBD 3.20