Book Review📖||তুমিও জিতবে||09 Jun,2021

in Steem Bangladesh3 years ago (edited)


Hello Steemians!✌️😁



আমি @sonetsarkar from Bangladesh 🇧🇩🇧🇩



কেমন আছেন আপনারা সবাই???
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আজকে @steem-bangladesh কন্টেস্টের টপিক হলো বুক রিভিউ



Screenshot_2021-06-09-20-33-29-648_com.google.android.apps.docs-01.jpeg



আজকে আমি একজন বিখ্যাত ভারতীয় লেখকের লেখা একটি বই এর রিভিউ করবো।বইটার নাম হলো তুমিও জিতবে।বইটি লিখেছেন বিখ্যাত ভারতীয় লেখক শিব খেরা



বইটি সম্পর্কে কিছু কথা📖



তুমিও জিতবে বইটি বিখ্যাত ভারতীয় লেখক শিব খেরা কর্তৃক রচিত।তিনি ভারতের ঝাড়খন্ডে ১৯৫১ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। শিব খেরা একজন মোটিভেশনাল স্পিকার।এছাড়াও কয়েকটি সম্মানজনক পেশা তাঁর নামের পাশে অবস্থান করছে।


বইটি মূলত একটি অনুপ্রেরণামূলক বই।এই বইয়ের সাহায্যে একজন হতাশাগ্রস্ত লোকও হয়ে উঠতে পারেন স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল। আমাদের সবারই কোনো না কোনো কাজ করার বিশেষ ক্ষমতা আছে।তবে দু একবার চেষ্টার পর হাল ছেড়ে দিলেই শুরু হয় বিপত্তি।


বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না,
তারা একই কাজ ভিন্ন ভাবে করে

উপরোক্ত লাইনদুটি অনেকাংশেই বইটার সার প্রকাশ করে।
লাইনদুটি আমরা বইটার কভার পেজেও দেখতে পাই।
এক কথায়,উপরোক্ত লাইনদ্বয় বইটার পরিচয় বহন করে।


বইটি বিশ্বে একাধিকবার বেস্ট সেলার বুক হিসেবে নির্বাচিত হয়েছিল।বইটিকে প্রথমে লেখক ইংরেজি ভাষায় লিখেন। পরে বইটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ভারতের কয়েকটি উপভাষা সহ বিশ্বের বেশ কয়েকটি ভাষায় বইটির অনুবাদ করা হয়।



বইটি সম্পর্কিত কিছু তথ্য📖



images (58).jpeg
Source



বইয়ের নামতুমিও জিতবে
বইটির ইংরেজি নামYou Can Win
লেখকশিব খেরা
অনুবাদকশ্রী এ কে সামন্ত
প্রকাশনীম্যাকমিলান প্রকাশনী ইন্ডিয়া লিমিটেড
প্রথম প্রকাশ২০০২
মূল্য২২৫ টাকা


বইটির অধ্যায় সমূহ📖



বইটিতে মোট ৮ টি অধ্যায় রয়েছে।প্রত্যকটা অধ্যায়েই অনুপ্রেরণামূলক আলোচনা করা হয়েছে।অধ্যায়গুলোর নাম গুলো হলো:

  • ১ম অধ্যায় :মনোভাবের গুরুত্ব
  • ২য় অধ্যায় :সাফল্য
  • ৩য় অধ্যায় :কর্মপ্রেরনা
  • ৪র্থ অধ্যায় :আত্মসম্মানবোধ
  • ৫ম অধ্যায় :ব্যক্তি বিষয়ে দক্ষতা
  • ৬ষ্ঠ অধ্যায় :অবচেতন মন এবং অভ্যাস
  • ৭ম অধ্যায় :লক্ষ্য নির্ধারণ করা
  • ৮ম অধ্যায় :মূল্যবোধ ও কল্পনা প্রসূত পরিকল্পনা


অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা📖



images (59).jpeg
Source



#মনোভাবের গুরুত্ব:



  • একজন মানুষের ব্যক্তিত্বের সাথে যা ওতোপ্রোতো ভাবে জড়িত তা হলো মনোভাব।অবশ্যই আমাদেরকে ইতিবাচক মনোভাব পোষন করতে হবে।ব্লাকবোর্ডে ছোট একটা বৃত্ত আঁকলে সবার দৃষ্টি তার দিকেই থাকবে,বাইরে বেরোবে না।
    তেমনি আমাদের দৃষ্টিও মানুষের ভুলে আটকে থাকে।

  • আমাদের দোষ ধরার প্রবণতা থেকে বেরিয়ে এসে কিভাবে সেই দোষ শুধরে দেওয়া যায় সে চেষ্টা করতে হবে।কাজেই আমাদের মনে নেতিবাচকতার ঠাই না দিয়ে ইতিবাচক মনোভাব পোষন করতে হবে।এভাবেই মনোভাবের উন্নতি করা সম্ভব।



#সাফল্য:



  • সাফল্য কি কিংবা সফলতা কি?এ ব্যপারে বলতে গেলে আগে সাফল্যের গভীরতা উপলব্ধি করতে হবে।কেউ সুখ কে সফলতা মনে করেন,কেউ ধন-সম্পদের মালিক হয়ে নিজেকে সফল মনে করে আবার কেউ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে নিজের সফলতার গুনগান করেন।সফলতার সঙ্গা প্রতিক্ষেত্রেই ভিন্ন।

  • তবে সফলতাকে নিম্ন লিখিত ভাবে সঙ্গায়িত করা যায়,
    কোনো কিছু প্রাপ্তির আশায় মানুষের যখন উচ্চাশা,কঠোর পরিশ্রম,তীব্র ইচ্ছা থাকে এবং পরবর্তীকালে
    তা প্রাপ্ত হয় তখন তাকে সফলতা বলে।


#কর্মপ্রেরনা:



  • কর্মপ্রেরনা শব্দটা অনেকের কাছেই অপরিচিত হতে পারে।তবে এর ইংরেজি শব্দটা খুব পরিচিত।কর্মপ্রেরনার ইংরেজি অর্থ হলো মোটিভেশন।প্রত্যেকটা দিন আমাদের নিজেদেরকে অনুপ্রানিত করতে হয় কোনো না কোনো ভাবে।অনুপ্রাণিত না হয়ে আমরা কোনো কাজেই মনোনিবেশ করতে পারি না।

  • আমাদের উচিত প্রতিদিন নিজেকে এবং আশেপাশের সবাইকে কর্মপ্রেরনা দেওয়া।এতে করে সবারই লাভ হবে এবং নিজের ব্যক্তিত্বেরও উন্নতি ঘটবে।


#আত্মসম্মানবোধ:



  • আত্মসম্মান হলো নিজের প্রতি প্রদর্শিত সম্মান।আত্মসম্মানবোধ যার আছে নিঃসন্দেহে তিনি উন্নত ব্যক্তিত্বের অধিকারি।উন্নত ব্যক্তিত্বকে সকলেই আলাদা দৃষ্টিতে স্নেহ করে থাকে।নিজের প্রতি সম্মানবোধ কাজ না করলে মানুষ যেকোনো নিচু কাজ করে ফেলতে পারে।

  • আমাদের সমাজে কতশত চুরি, ডাকাতি,ছিনতাইয়ের ঘটনা ঘটে।তাদের আত্মসম্মানবোধ থাকলে অবশ্যই তারা কাজ করে রোজগার করতো।
    আত্মসম্মান উন্নত ব্যক্তিত্বের প্রধান অংশ।


#ব্যক্তি বিষয়ে দক্ষতা:



  • ব্যক্তি বিষয়ে দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা জানতে পারি কিছু কিভাবে ব্যক্তি বিষয়ে দক্ষতা অর্জন করা যায়।

  • পরিবার,সমাজ কিংবা কর্মস্থলে সর্বদা ইতিবাচক মনোভাব রাখতে হবে।মানুষকে দোষারোপ করার প্রবনতা কমাতে হবে।


#অবচেতন মন এবং অভ্যাস:



  • মানুষ পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত। তাই যে যেমন পরিবেশে বেড়ে উঠে তার স্বভাব চরিত্র সেরকম হয়।আমরা যাতে সহজেই বাজে অভ্যাসের দাস না হয়ে যাই সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে বইটিতে।

  • বইটিতে এই অধ্যায়ে নেতিবাচক ও ইতিবাচক কাজের জন্য দুটি ছক করে দেওয়া আছে।


#লক্ষ্য নির্ধারণ করা:



  • লক্ষ্য নির্ধারণ সফলতার পূর্বশর্ত।একটি প্রাচীন প্রবাদ আছে,
    "লক্ষ্য ছাড়া জীবন,
    বৈঠা ছাড়া নৌকার মত"

  • সফল হতে হলে অবশ্যই লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষে পৌঁছাতে হলে করতে হবে কঠোর পরিশ্রম।
    থাকতে হবে উচ্চাশা এবং প্রবল ইচ্ছা।


#মূল্যবোধ ও কল্পনা প্রসূত পরিকল্পনা:



  • একজন সফল ব্যক্তির সফলতার পেছনে লুকিয়ে থাকে মূল্যবোধ ও সুদূরপ্রসারী পরিকল্পনা।
    বিকৃত মূল্যবোধ গভীর দুঃখের পথে নিয়ে যায়।

  • আবার কখনো কখনো অনাকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিও দুঃখ বয়ে আনে।


বইটি সম্পর্কে ব্যক্তিগত মতামত📖



আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম তখন শিব খেরার এই বইটা আমার এক বন্ধু আমাকে গিফ্ট করেছিলো।এরপর থেকে প্রায় একবছর বইটা আমার টেবিলের কোনে পরে ছিলো।
যখন আমি বইটা পড়ি তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম।
বইটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।
বইটি পড়ে আমি আমার নিজের মাঝে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।



ব্যক্তিগত রেটিংঃ ৯/১০



অনুরোধ📖



identity-795295_1280.jpg
Source



জীবনে উত্থান পতন থাকবেই। তবুও আমাদের এগিয়ে যেতে হবে জীবনযুদ্ধে বীর বেশে।
কেউ যদি হতাশায় ভুগেন তাহলে আমি তাকে বইটি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশাকরি বইটি পড়ার পর আপনারা জীবনে নতুন মানে খুঁজে পেতে সক্ষম হবেন।



ধন্যবাদ সবাইকে💚

Sort:  
 3 years ago 

Onek sundor post korechen. All the best.

 3 years ago 

Thank you so much brother.
Take love❤️

 3 years ago 

সুন্দর রিভিউ

 3 years ago 

ধন্যবাদ ভাই।

অসাধারন একটি বই।
তোমার পোষ্ট খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

😇😇সুন্দর ভাবে সাজিয়ে লিখছেন😇😇

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

Oshadharon hoeace vae

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
আপনার জন্য ভালোবাসা❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65557.61
ETH 3581.80
USDT 1.00
SBD 2.47