ফটোগ্রাফি - শখের পর্তুলিকা ও মস রোজ
সুন্দর এই হলুদ ফুলটি হলো পর্তুলিকা ফুল। বাগানের মাটিতে কিংবা বারান্দার টবে পর্তুলিকা ফুল সব জায়গায় মানিয়ে নিতে পারে। এই প্রথম বাগানে হলুদ পর্তুলিকার চারা লাগিয়েছিলাম। ছোট ভাই @shamimhossain আমাকে চারা সংগ্রহ করে দিয়েছিলেন, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। পর্তুলিকা ফুল প্রায় সারা বছরই ফোটে। তবে অনেকেই বলে থাকেন শীতকালের শেষের দিকে এই ফুল অধিক হারে ফোটে। আমি যেহেতু কয়েক মাস আগে পর্তুলিকার চারা রোপণ করেছিলাম, তাই এ ফুল কখন ভালো ফোটে সে সম্পর্কে আমার ধারণা নেই।
তবে অল্প কয়েকদিনের ধারণা থেকে যেটা বুঝেছি তা হলো রৌদ্রজ্জ্বল পরিবেশে পর্তুলিকা এবং মস রোজের বৃদ্ধি ভালো হয় এবং পর্যাপ্ত রোদ পেলে অধিক সংখ্যায় ফুল পাওয়া যায়। কারণ, আমি যখন এদের ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম তখন ডালগুলোর বৃদ্ধি ছিল মন্থর গতির এবং ফুল ফুটতেও অনেক দেরি হচ্ছিল। তবে পূর্ণ রোদে রাখার পর কোনো সার প্রকার সার প্রয়োগ ছাড়াই পর্তুলিকা এবং মস রোজের বৃদ্ধি ছিল চোখে পড়ার মত। বেশ কয়েক সপ্তাহ থেকেই পর্তুলিকা ফুল ফুটতে দেখছি, আর তার সাথে পাল্লা দিয়ে মস রোজও ফুটে চলেছে। পর্তুলিকা আর মস রোজ একই পরিবারের হলেও এদের মধ্যে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়।
পর্তুলিকা | মস রোজ |
পর্তুলিকা ফুলের ৫ টি পাপড়ি থাকে এবং পাপড়িগুলো চারদিকে ছড়ানো থাকে, অপরদিকে মস রোজের ক্ষেত্রে ফুলগুলো দেখতে গোলাপ আকৃতির হয়। পর্তুলিকা এবং মস রোজের ডালের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। পর্তুলিকার ডাল কিছুটা মোটা এবং সংখ্যায় কম হয়, অপরদিকে মস রোজের ডালগুলো চিকন এবং সংখ্যায় অধিক হয়। পর্তুলিকা এবং মস রোজ উভয় ফুলই সকাল বেলা ফোটে। কিন্তু দুপুর হওয়ার সাথে সাথে পর্তুলিকা ফুলের পাপড়িগুলো সংকুচিত হয়ে আসে, আর মস রোজ সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত প্রস্ফুটিত থাকে। ইউটিউবে কিছু ভিডিও দেখে জানতে পেরেছি যে পর্তুলিকার চারা হয় বীজ থেকে, তবে ডাল থেকেও চারা করা সম্ভব।
অপরদিকে মস রোজের ক্ষেত্রে ডাল কাটিং এর মাধ্যমে অতি সহজে চারা করা সম্ভব। এ কয়েকদিনে পর্তুলিকার পরিচর্যা সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়েছি। তবে ঋতুভেদে পর্তুলিকা এবং মস রোজের পরিচর্যাই বা কেমন হবে এবং কি কি সার প্রয়োগ করলে বৃদ্ধি আরো ভালো হবে সে সম্পর্কে আরো ধারণার প্রয়োজন আছে। উভয় জাতের ফুলই আমার খুব পছন্দের। মস রোজের পরিচর্যা করা সহজ, কিন্তু পর্তুলিকার ক্ষেত্রে পরিচর্যা পদ্ধতি কিছুটা ভিন্ন এবং পর্যাপ্ত পরিচর্যা প্রয়োজন।
আমি একই টবে পর্তুলিকা আর মস রোজ লাগিয়েছি। এই দুটি অলংকার আমার বাগানের সৌন্দর্য বহুমাত্রায় বৃদ্ধি করেছে। আমার বাগানকে অলংকৃত করার জন্য মস রোজ এবং পর্তুলিকা ফুলকে বেছে নিয়েছি। আমি চেষ্টা করবো এদের পরিচর্যা সম্পর্কে বেশি করে জানার। আমার বাগানে এদের বৃদ্ধি কেমন হচ্ছে এবং এদের পরিচর্যা কিভাবে নিতে হয় সে সম্পর্কিত বিস্তারিত আপডেট আমি পরবর্তী কোনো পোস্টে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।
Device | Samsung S21 Ultra |
---|---|
Location | MW67+2XJ Parbatipur |
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
অসম্ভব সুন্দর তুলেছেন ছবিগুলো,আশা করি এমন কিছু ভালো ছবি দেখতে পাবো।