My village in 10Pics ||Date-12:02:2031||Good Day I Have Passed ♣♣♣

in Steem Bangladesh3 years ago (edited)

IMG_20210208_212944-01.jpeg

  • প্রথম ছবিতে আপনারা একটি খেজুর গাছে রসের ভার দেখতে পাচ্ছেন। এইভারে গাছের রস সংগ্রহ করা হয়। সংগৃহীত রস থেকেই খেজুরের গুড় তৈরি করা হয়। এ খেজুরের রস এবং খেজুরের গুড়ের অনেক দাম। এগুলো খেতে অনেক সুস্বাদু
    আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি খেজুরের রস খাওয়ার জন্য খেজুর গাছের কাছে যায় এবং এখান থেকে খেজুরের রস খেয়েছিলাম।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210208_211319-01.jpeg

  • আমরা যখন খেজুর গাছের রস খেতে গিয়েছিলাম। তখন খেজুর গাছের ভার সংগ্রহ করে মাটিতে নামিয়ে এনে ছিলাম। তখন আমি এই ছবিটা তুলেছিলাম খেজুরের রস খেজুরের ভার এর।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210208_211803-01.jpeg

  • কোন খাবারইব অপরিষ্কার অবস্থায় খাওয়া উচিত নয়। খেজুর -গাছের-রস এর ভারের মধ্যে সবসময় পাখি, বাদুর এগুলো মুখ দেয়।অনেক সময় পাখির পায়খানা করে। তাই এগুলো সব সময় পরিষ্কার করে খেতে হয়। আমরা যখন হাঁড়ি নিচে নামিয়ে ছিলাম তখন এ ভাটের ভাঁড়ের রস কে পরিষ্কার করার জন্য একটু ছাকুনি ব্যবহার করে। একটি জগের মধ্যে ঢালেছে। তখন আমি এই ছবিটি তুলে ছবিটি রাতের বেলায় তোলা হয়েছিল।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210207_095547-01.jpeg

  • এই ছবিতে আপনারা একটি গমের শীষ সহ একটি গমের খেত দেখতে পাচ্ছেন। এই ক্ষেতের ছবি আমার বাড়ির পাশের থেকেই তোলা হয়েছে। এই খেতে অনেক ভালো গম হয়েছে। গম গুলো দেখতে অনেক সুন্দর তাই আমি এই ছবিটি তুলেছে। যা আপনাদের সাথে শেয়ার করলাম।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210207_101211-01.jpeg

  • এই ছবিতে আমার বাড়ির পাশে এক ভাতিজা তার বাড়ির পাশে ধান শুকানোর কাজ করছিল। সে যখন ধান শুকানোর যখন কাজ করছিল তখন আমি ছবিটি তুলেছে। সে ছবিটি অবস্য দেখি নাই। তবুও লুকিয়ে ছবিটি তোলা হয়েছে যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210207_104321-01.jpeg

  • এই ছবিতে আপনারা একটি ভ্যানচালককে দেখতে পাচ্ছেন। সে। আমাদের বাড়িতে নিয়মিত আসে এবং ছাল দিয়ে থাকে। তিনি যখন আমাদের বাড়িতে ভুসি এবং ছাল দিয়ে দিতে এসেছিলেন তখন আমি এই ছবিটি তুলেছিলাম।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210207_095456-01.jpeg

  • এই ছবিতে আপনারা কুমড়ার বড়া ছবি দেখতে পাচ্ছেন। এগুলো মাঠের মাঝখানে শুকানো হয়েছিল। এই কুমরার বড়াগুলো মূলত কুমড়া এবং কালার ডাল দিয়ে তৈরি করা হয়। এগুলো যে কোন খাবারের সাথে দিয়ে রান্না করা হয়ে থাকে এগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210208_143713-01.jpeg

  • আমার খালাদের পুকুর থেকে যখন মাছ ধরা হচ্ছিল তখন অনেক তেলাপিয়া মাছ ধরা হয়েছিল। এই তেলাপিয়া মাছ গুলো এই রঙিন বালতিরর মধ্যে রাখা হয়েছিল তখন আমি এই ছবিটি তুলেছিলাম।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210208_134646-01.jpeg

  • এই ছবিটিতে আপনার একটা কলার কাধ দেখতে পাচ্ছেন। এই কলার কাধটি সাধারণ কাদের তুলনায় অনেক বড়। এগুলো যখন বড় হবে তখন দেখতে অনেক সুন্দর হবে। এটি আমার পাশের জমির ক্ষেত্রে তোলা হয়েছিল ছবিটি।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

IMG_20210207_122311-01.jpeg

  • এই ছবিতে রাস্তার পাশ থেকে মাঠের মাঝে একটি নার্সারির ঘর এর ছবি তোলা হয়েছে। এই ঘরটিতে সাধারণত নার্সারির লোকেরা দিনের বেলা এবং রাতের বেলাতে থাকে। তারা তাদের গাছগুলো পাহারা দ দেয়ার জন্য এখানে নিয়মিত থাকে। আমি রাস্তার উপর থেকে এই ছবিটি তুলেছি। ছবিটি দেখতে অনেক সুন্দর হয়েছে।

w3w:https://w3w.co/inductions.pursuing.furry

cc : @steemcurator01
@steemitblog

Sort:  
 3 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @rex-sumon

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60677.93
ETH 3360.56
USDT 1.00
SBD 2.50