My Village in 10 Pics||Date-14:92:2021||Gopalpur in Kushtia Aria

in Steem Bangladesh3 years ago (edited)

received_847909442717032-01.jpeg

  • এই ছবিতে দিতে আপনারা এক জোড়া কবুতর কে দেখতে পাচ্ছেন।এগুলো দেশি জাতের কবুতর। কবুতরগুলো আমার বাড়িতে পালন করা হয়। যখন আমি এই কবুতরগুলোকে খাবার দিয়ে তখন কবুতরগুলো ঘরের উপরে উঠে আসে। তখন এই ছবিটি তোলা হয়েছিল। ছবিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে বিধায় এ ছবিটি আপনাদের সাথে শেয়ার করলাম।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

IMG20210209165034-01.jpeg

  • প্রথম ছবিতে আপনারা বেশকিছু হাসকে পানির মধ্যে সাঁতার কাটতে দেখছেন। হাঁস গুলো একত্রে অনেক সুন্দর দেখাচ্ছিলো এবং পানির রংটাও ছিল খুব পরিষ্কার।। এই ছবিটি একটি খালের ওপর পুকুর থেকে তোলা হয়েছে। এই পুকুরটা অবস্থান আমার বাড়ির পাশে। এই ছবিটি অনেক সুন্দর হয়েছে বিধায় এই ছবিটা আমি তুলেছি।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

received_289928305799227-01.jpeg

  • এই ছবিতে সন্ধ্যা গোধূলি লগ্ন একটি ছবি দেখতে পাচ্ছেন। এটি কুষ্টিয়া গড়াই নদীর পার থেকে তোলা হয়েছে। ছবিটির এতটাই সুন্দর হয়েছে যে এটি আমার তোলা বেস্ট ছবি।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

IMG20210209170019-01.jpeg

  • এই ছবিটা আপনার একটি পেঁয়াজ গাছ কে দেখতে পাচ্ছেন। এর পেঁয়াজগুলো অনেকদিন আগেই লাগানো হয়েছিল। এ পেঁয়াজগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে। বেশ কিছুটা বড় হয়েছে। এগুলো আরো অনেক বড় হবে। এই ছবিটি আমার পাশের এলাকার মাঠ থেকে তোলা হয়েছে। ছবিটি অনেক ভালো হয়েছে বিধায় এই ছবিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

IMG20210209165635-01.jpeg

  • এই ছবিটিতে আপনারা একটি মসুরের ডালের খেত দেখতে পাচ্ছেন। এটি আমাদের পাশের মাঠ থেকে তোলা হয়েছে। এক্ষেতটি অনেক ভাল হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছিল। এজন্য আমি এই ছবিটি তুলেছি। এটি আমার গ্রামের মধ্য থেকেই তোলা হয়েছে আমার মোবাইল ব্যবহার করে।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

20210208_235449-01.jpeg

  • এই ছবিটিতে আপনারা একটি কবুতরের শুধুমাত্র সামনের অংশটা দেখতে পাচ্ছেন। এটি মোবাইল ব্যবহার করে জুম করে তোলা হয়েছিল। এ ছবিটা দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। তবে জুম করার ফলে এর রেজুলেশন অনেকটা কমে গিয়েছিল। তবে ছবিটা অনেক সুন্দর হয়েছে।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

FB_IMG_1595256960291-01.jpeg

  • এই ছবিটিতে আপনারা আমার ভাতিজাকে দেখতে পাচ্ছেন। এটি সন্ধ্যায় গোধূলিলগ্নে এ ছবিটি তোলা হয়েছিল। এজন্য তার চেহারাটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছিলো না। শুধুমাত্র ছায়া আকারে দেখা যাচ্ছে। তবে ছবিটা অনেক অনেক সুন্দর হয়েছে বিধায় এই ছবিটি আমি টেন পিক এড করলাম।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

PicsArt_02-08-11.54.25-01.jpeg

  • এই ছবিটিতে আপনারা প্রত্যেকটি দেশি জাতের কবুতর দেখতে পাচ্ছেন। কবুতর টার ছবি আমার বাড়ির আঙিনা থেকে তোলা হয়েছে। এই কবুতরগুলো আমার বাড়িতে পালন করা হয়ে থাকে।কবুতরটি অনেক সুন্দর এবং ছবিটি অনেক সুন্দর হয়েছে।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

IMG20210209165352-01.jpeg

  • এই ছবিটিতে আপনার একটি মাঠের মধ্যে ধানক্ষেত এবং এবং জাংলার ছবি দেখতে পাচ্ছেন।
    এই জাংলার মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হবে। যেমন করোলা জাতীয় সবজি গুলো জানলে চাষ করা হবে। এটি আমার বাড়ির পাশ থেকে তোলা হয়েছে। ছবিটি দেখতে অসম্ভব সুন্দর হওয়াতেই আমি টেন পিক এ এড করে দিলাম।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

FB_IMG_1612185653369-01.jpeg

  • এই ছবিটিতে আপনারা একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন। এটাই সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে এ ছবিটি তোলা হয়েছিল। এটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ছবিটি আমার মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছিল।

w3w:https://w3w.co/unmatched.airbag.wayside

cc : @steemcurator01
@steemitblog

Sort:  
 3 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 61394.39
ETH 3386.99
USDT 1.00
SBD 2.50