My Village in 10 Pics||Date-13:02:2021||®®Gopal pur in Kushtia Aria♣♣

in Steem Bangladesh3 years ago (edited)

IMG_20210212_162129-01.jpeg

  • প্রথম ছবিতে আপনারা একজন হরেক রকম মাল বিক্রেতাকে দেখছেন। তিনি যখন আমার বাড়ির পাশে এসে বসে তার মোবাইল সার্ভিসিং করছিলেন। তখন আমি ছবিটি তুলেছিলাম। তিনি বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন চামচ, চীনা মাটির প্লেট আরো বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করে থাকেন। মাথায় ঝুরি নিয়ে সারাদিন বিক্রি করে জীবিকা নির্বাহের প্রয়োজনের জন্য।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210207_151304-01.jpeg

  • এই ছবিতে আপনারা একটি বড় মহিষকে দেখতে পাচ্ছেন। এই মহিষ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। মাঠ থেকে বিভিন্ন ধরনের ফসল এই মহিষের গাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তখন আমি এই ছবিটি তুলেছিলাম।মহিষটি খুবই শান্ত শিষ্ট স্বভাবের এবং স্বাস্থ্যবান এবং অনেক বড় একটি মহিষ।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210206_084405-01.jpeg

  • এই ছবিতে আমার চাচাতো ভাই একটি ফাদ নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফাঁদটি সাহায্যে মাঠ থেকে ডাহুক পাখি ধরা হয়। এটি সুতা এবং পাটকাঠি দিয়ে তৈরি করা হয়। এই ফাঁদের চারদিকে ধান জাতীয় খাবার ছিটিয়ে রাখা হয় যেন ডাহুক পাখির এগুলো খেতে আসে। এর ফলে এর ফলে পাখিগুলো এর মধ্যে আটকা পড়ে। তখন এটিকে ধরে জবাই করে রান্না করে খাওয়া হয়।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210205_153320-01.jpeg

  • এই ছবিতে আপনারা তিন-চারটি ছাগলকে দেখতে পাচ্ছেন। এই ছাগল গুলোর নাম হল রাম ছাগল। এ ছাগল গুলোর কালার একই ধরনের। এইজন্য আমি ছবিটা তুলেছিলাম। এ ছাগলগুলো অনেক অনেক বড় হয়। সাধারণত একটি গরুর বাছুরের সমান হয়ে থাকে। এগুলো দেখতে অনেক ভালো এবং উন্নত জাতের ছাগল।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210207_091820-01.jpeg

  • এই ছবিতে আপনারা একটি কুড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছেন। এই কুড়ে ঘরটি আমার বাড়ির পাশের মোড়ের পাশে অবস্থিত। এই কুঁড়েঘরে সাধারণত আমরা বিকেল বেলা বসে আড্ডা মারি। এটি আমাদের জন্য অনেক ভালো একটি জায়গা।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210209_104237-01.jpeg

  • ছবিতে আপনারা একটি গরু এবং ছাগলকে মারামারি করতে দেখছেন। এই ছাগলটি গরুর তুলনায় ছোট তবে ছাগলটির সাহস অনেক বেশি। যার কারণে গরুর সাথে লড়াই করতে পিছুপা হচ্ছেনা। এটা দেখে আমার খুব ভাল লেগেছিল। তাই আমি এই ছবিটি তুলেছিলাম।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210212_101332-01.jpeg

  • এই ছবিতে আপনারা কিছু মাছের ছবি দেখতে পাচ্ছেন। যে মাছগুলো আমার বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। তখন আমি ওই পুকুরের পাশে ছিলাম আর তখনই আমি এই ছবিটি তুলে।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210205_200115-01.jpeg

  • আমাদের গ্রামের একজনের নাম হল আলাল আহমেদ। তার নামেই একটি মোর রয়েছে আলাল মোর। সেই মোড়ের স্মৃতি রক্ষার্থে প্রতিবছর ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা হয়ে থাকে। গতকাল রাতে সেখানে ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা ছিল। আমি সেই খেলাটি উপভোগ করার জন্য সেখানে যাই। আর সেখান থেকেই এই ছবিটি তুলি।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210212_161100-01.jpeg

  • আপনার ছবিতে যে বিড়ালটি দেখতে পাচ্ছেন এই বিড়ালটি আমার বারির বেড়াল। এটি খুবই বড় একটি বিড়াল। আমি যখনই খেতে বসি তখনই আমার পাশে এসে বসে থাকে। আজকে আমি তাকে কিছু খাবার দিচ্ছিলাম তখন সে খাবার শেষে এভাবেই আমার পাশে বসেছিল।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

IMG_20210212_101454-01.jpeg

  • আজ যখন আমার বাড়ির পাশের পুকুরে মাছ ধরা হচ্ছিল। তখন সেই ধরা ধরা কিত মাছের মধ্যে ছোট মাছগুলো আমার চাচি এবং দাদিরা ছোট মাছগুলো বাছাই করছিলাম। তখন আমি এই ছবিটা তুলেছিলাম।

w3w:https://w3w.co/tumbles.krill.furred

cc : @steemcurator01
@steemitblog

Sort:  
 3 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @rex-sumon

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58