Steem Bangladesh Contest - Poetry || সে || জীবনানন্দ দাশ || @sohag27
আসসালামুয়ালাইকুম
@steem-bangladesh কর্তৃক আয়োজিত "Poetry - (কবিতা আবৃত্তি)"কনটেস্টে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি।আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব তার নাম "সে"। কবিতাটি লিখেছেন কবি"জীবনানন্দ দাশ"।
আমার কবিতা আবৃত্তি :
সে
- জীবনানন্দ দাশ
আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলোঃ 'এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল;
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।'
'এর নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাদের বললাম;
গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম।
আজো আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।
সময়ের অবিরল শাদা আর কালো
বনানীর বুক থেকে এসে
মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে
ঢের আগে নারী এক - তবু চোখ ঝলসানো আলো
ভালোবেসে ষোলো আনা নাগরিক যদি
না হয়ে বরং হতো ধানসিঁড়ি নদী।
Thank You
Hola @sohag27, realmente el arte es realmente hermoso en sus diferentes fases...
Yes. Thank you very much
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ভালো আবৃতি করেছেন ভাই। এভাবেই চেষ্টা করে যান, আরো ভালো করবেন আশা করি।
ধন্যবাদ ভাই ❣️
অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন ছোট ভাই । শুনে অনেক ভালো লাগলো