Contest: Write a Short Story Taken From Your Life | Friends Edition |Friend's Birthday

in Steem Bangladesh4 years ago

আসসালামুয়ালাইকুম

হ্যালো বন্ধুরা। সকলেই কেমন আছেন।আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি @sohag27 আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে কয়েকদিন আগে আমার এক বন্ধুর জন্মদিন পালনের দিন

IMG_20210527_173446.jpg

তো চলুন সেদিন কি ঘটেছিল তা জানা যাক :

সেই দিন ছিলো আমার এক বন্ধুর জন্মদিন। তবে তার জন্মদিন পালনের জন্য আগে থেকে কোনো ধরনের প্রস্তুতি ছিল না। তাই আমরা অন্যান্য বন্ধুরা মিলে হঠাৎ করে ডিসিশন নিলাম যে তার জন্মদিনটি পালন করব।আর সে জন্য আমরা একটি কেক ও ঘর সাজাতে যা যা লাগে তা সকাল বেলায় কিনে আনলাম । আর ঠিক করলাম যে সেই বন্ধুর বাড়িতেই রাতে কেক কাটা হবে।

আমরা অন্যান্য বন্ধুরা সন্ধ্যায় সকলেই তার বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর আমরা যে ঘরে কেক কাটা হবে সেই ঘরটি সাজাতে শুরু করলাম।ঘর সাজাতে সাজাতে প্রায় ৮টা বেজে যায়।আমরা তখন কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলাম, আর তখনই ঘটে আসল ঘটনা বিদ্যুৎ মামা চলে যায়। এই বিদ্যুৎ মামা আবার কোনো আসল মামা না এটা ছিলো ইলেকট্রিসিটি।আর আমরা তো গ্ৰামে বাস করি।আর গ্ৰাম এলাকায় বিদ্যুৎ কি রকম তা যারা গ্ৰামে বাস করে তারাই ভালো জানে।

1622115526817.jpeg
source

প্রায় ১ ঘন্টা হয়ে গেল বিদ্যুৎ আসার কোনো খবর নেই।তো ঠিক করলাম যে ফোনের আলোয় কেক কাটা হবে। কিন্তু বাধ সাধল যার জন্মদিন সে।সে বিদ্যুৎ না আসা পর্যন্ত কেক কাটবে না।সে কোনো কিছুর বিনিময়ে ও কেক কাটতে রাজি না।তো কি আর করার,সবাই মিলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।তখন বন্ধুরা সবাই মিলে ফোনে লুডু খেলায় মেতে উঠি। বন্ধ দের সাথে লুডু খেলার মজাই অন্যরকম।লুডু খেলার সময় এমন ভাবে হইহুল্লোড় করেছিলাম যে এক সময় বন্ধুর বাড়ির আশেপাশের লোকজন এসে গালি দেওয়া শুরু করে দেয়।

এদিকে লুডু খেলতে খেলতে কখন যে ১২ টা বেজে গেছে তার দিকে কারো কোনো খেয়ালই নেই। এমনকি তখন পর্যন্তও বিদ্যুৎ আসেনি।আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় সাড়ে ১২ টার দিকে বিদ্যুৎ আসে। বিদ্যুৎ আসার পর আমার বন্ধুটি তার জন্মদিনের কেক কাটে।আমরা সবাই বন্ধুরা মিলে অনেক মজা করি।যে বন্ধুটির জন্মদিন ছিল তাকে আমরা একটি ঘড়ি গিফট করেছিলাম।আর সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে প্রায় দেড়টা বেজে যায়।

এই রাতটির কথা আমি কখনোই ভুলতে পারবো না কেননা এই রাতে আমরা অনেক মজা করেছিলাম।

1622115411434.jpeg
source

আর একটি বিষয় খেয়াল করেছেন কি?আমরা আমাদের বন্ধু্র জন্মদিন পালন করেছিলাম তার যেইদিন জন্মদিন তার পরের দিন অর্থাৎ একদিন পর। কেনো না আমরা তার জন্মদিনের কেক কেটেছিলাম রাত ১২ টার পর।আর এটা সত্যিই অনেক মজার ছিল।

আমি খুব একটা সুন্দর করে লিখতে পারি না।জানি না কেমন হয়েছে। তাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙩𝙤 𝙖𝙡𝙡 ❤️

Sort:  
 4 years ago 

It's really amazing!

 4 years ago 

Thanks

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.040
BTC 95692.39
ETH 3354.65
USDT 1.00
SBD 4.00