Contest : Racitatoin of Quran and Ghazals || সুরা হাশরের শেষ তিন আয়াত || তিলাওয়াত by @sohag27

in Steem Bangladesh3 years ago

আসসালামুয়ালাইকুম


বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন ।


আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত " Racitatoin of Quran and Ghazals " কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।আমি আজ পবিত্র কুরআন থেকে সুরা হাশরের শেষ তিন আয়াত (আয়াত ২২-২৪) তিলাওয়াত করব।


আমার তিলাওয়াত



সুরা হাশরের শেষ তিন আয়াতের আরবী সহ অর্থ


1625364413080.png

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

1625364413080.png

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ

উচ্চারণঃ হুওয়াল্লা-হুল্লাযী লাইলা-হা ইল্লা-হুওয়া ‘আ-লিমুল গাইবি ওয়াশশাহা-দাতি হুওয়াররাহমা-নুর রাহীম।

অর্থ : তিনিই আল্লাহ তা’আলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা।

1625364413080.png

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ

উচ্চারণঃ হুওয়াল্লা-হুল্লাযী লাইলা-হা ইল্লা-হুওয়া আলমালিকুল কুদ্দূছুছ ছালা-মুল ম’মিনুল মুহাইমিনুল ‘আঝীঝুল জাব্বা-রুল মুতাকাব্বিরু ছুবহা-নাল্লা-হি ‘আম্মা-ইউশরিকূন।

অর্থ : তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্নøশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র।

1625364413080.png

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

উচ্চারণঃ হুওয়াল্লা-হুল খা-লিকুল বা-রিউল মুছাওবিরু লাহুল আছমাউল হুছনা-; ইউছাব্বিহুলাহূ মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়াহুওয়াল ‘ আঝীঝুল হাকীম।

অর্থ: তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।

source

1625364413080.png



ধন্যবাদ

IMG_20210712_170628.png



be1e307b-169f-451d-ae93-11fb59c6638d.gif


Sort:  
 3 years ago 

খুবই সুন্দর তেলাওয়াত করেছেন ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

তিলাওয়াতে কোথায় কোথায় টান হবে তা খেয়াল করলে ভালো হতো। শুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত করাটা প্রতিটি মানুষের জন্য প্রয়োজন।

 3 years ago 

হুম ভাইয়া। চেষ্টা করেছি শুদ্ধভাবে তিলাওয়াত করকর জন্য। ধন্যবাদ!!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76620.76
ETH 2903.43
USDT 1.00
SBD 2.57