Contest : Racitation of Quran and Ghazals || Sura Al-Fill

in Steem Bangladesh3 years ago

আসসালামুয়ালাইকুম


"হ্যালো বন্ধুরা। সকলেই কেমন আছেন?আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন।আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত "Racitation of Quran and Ghazals" কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।


আমি এখন যে সুরাটি তিলাওয়াত করব তার নাম সুরা আল-ফিল।


সুরা আল-ফিল সম্পর্কে কিছু তথ্য:

সুরা আল-ফিল পবিত্র কুরআন এর ১০৫তম সুরা।এর আয়াত সংখ্যা ৫।এ সুরাটি মক্কায় নাজিল হয়েছিল । অর্থাৎ এটি একটি মাক্কি সুরা।ফিল আরবী শব্দ যার অর্থ হস্তী বা হাতি। এ সূরায় হস্তীবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কা'বা গৃহকে ভূমিসাৎ করার উদ্দেশে হস্তীবাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। আল্লাহ্‌ তাআলা নগণ্য পক্ষীকূলের মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধুলায় মিশিয়ে দেন।


আমার তিলাওয়াত :



সুরা আল-ফিল এর আরবী ও বাংলা অর্থ :


بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।



اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِاَصۡحٰبِ الۡفِیۡلِ ؕ﴿۱

আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।

তুমি কি দেখনি যে, তোমার রাব্ব হস্তি অধিপতিদের কিরূপ (পরিণতি) করেছিলেন?



اَلَمۡ یَجۡعَلۡ کَیۡدَہُمۡ فِیۡ تَضۡلِیۡلٍ ۙ﴿۲

আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?



وَّ اَرۡسَلَ عَلَیۡہِمۡ طَیۡرًا اَبَابِیۡلَ ۙ﴿۳

ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।

তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –



تَرۡمِیۡہِمۡ بِحِجَارَۃٍ مِّنۡ سِجِّیۡلٍ ۪ۙ﴿۴

তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।

যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল।



فَجَعَلَہُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ ﴿۵

ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।


  • ধন্যবাদ 🌹
  • Coin Marketplace

    STEEM 0.17
    TRX 0.16
    JST 0.029
    BTC 76538.15
    ETH 2885.03
    USDT 1.00
    SBD 2.56